• Breaking News

  LOGIC SEARCH ENGINE

  AGE CALCULATOR || বয়সের হিসেব

  Sunday, April 28, 2019

  বাক্যকে বচনে পরিনত করার নিয়ম কি?                                                                বাক্যকে বচনে পরিনত করার নিয়ম কি?

          বাক্যকে বচনে পরিনত করার নিয়মাবলি :- 

      কোনো বাক্যকে বচনে আনতে হলে A,E,I এবং O –এই চার প্রকার বচনের নিয়ম অনুসরণ এবং       বচনে পরিনত করতে হবে
  1   1)বাক্যকে বচনে রুপান্তরিত করার সময় বাক্যটির মূল অর্থের কোনো পরিবর্তন করা চলবে না মূল অর্থের দিকে লক্ষ রেখে বাক্যের আকারের পরিবর্তন করা যেতে পারে
  2)   প্রতিটি বচনের পরিমানক , উদ্দেশ্য , বিধেয় ও সংযোজককে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে
  3)    সংযোজকটি সব সময় “হওয়া” (To Be) ক্রিয়ার বর্তমান কালের রূপ হবে
  4)      নঞর্থক বচনের ক্ষেত্রে নঞর্থক চিহ্ন সব সময় সংযোজকের সঙ্গে যুক্ত হবে কখনোই বিধেয়ের সঙ্গে যুক্ত হবে না
   5) যে সমস্ত ক্ষেত্রে বাক্যের উদ্দেশ্যর পরিমান উল্লেখ থাকে না সেই সমস্ত ক্ষেত্রে অর্থের দিকে লক্ষ রেখে   অথবা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বাক্যের পরিমান নির্ণয় করতে হবে
      

                     বাক্যকে বচনে পরিনত করার নিয়ম কি? 


  6)   যে সমস্ত বাক্যের সাথে সব ,সকল ,সমস্ত ,প্রত্যেক ,প্রতিটি ,যে-কোনো ,যে-কেহ ,যে-সে ,যে-কেউ ইত্যাদি শব্দগুলির মধ্যে যে-কোনো একটি শব্দ থাকে এবং যদি বাক্যটি সদর্থক হয় তাহলে “A” বচনে এবং বাক্যটি যদি নঞর্থক হয় তাহলে “O” বচনে পরিনত করতে হবে
  যেমন :-
        Ø  প্রতিটি শিশু সরল
  L.F “A” : সকল শিশু হয় সরল
  Ø  সব চকচকে বস্তু সোনা নয়
  L.F “O” : কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা
  Ø     সব মানুষই ভুল করে
  L.F “A” : সকল মানুষ হয় এমন যারা ভুল করে
  Ø     সমস্ত গল্প বিশ্বাসযোগ্য নয়
  L.F “O” : কোনো কোনো গল্প নয় বিশ্বাসযোগ্য
  Ø     যে-সে এই পদের যোগ্য নয়
  L.F “O” : কোনো কোনো ব্যক্তি নয় এই পদের যোগ্য

  7) যে সমস্ত বাক্যের সাথে নয় , নহে , নন , নেই , কোনোটাই নয় ,কেউ নয় , কখনো নয় , কদাপি নয় --- এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে থাকে তাহলে 'E' বচনে রুপান্তরিত করতে হবে । 
  যেমন :-  
    Ø   মানুষ কখনো দেবতা নয় ।
       L.F. "E" : কোনো মানুষ নয় দেবতা ।
      
     Ø  সাদা কাক নেই ।
        L.F. "E" :  কোনো কাক নয় সাদা ।   

      Ø   মানুষ পূর্ণ নয় 
        L.F. "E" :  কোনো মানুষ নয় পূর্ণ । 

      Ø  মানুষ কখনোই পাখি নয় ।
        L.F. "E" : কোনো মানুষ নয় পাখি ।

      Ø   ত্রিভুজ বৃত্ত নয় ।
         L.F. "E" : কোনো ত্রিভুজ নয় বৃত্ত । 

  8) যে সমস্ত বাক্যের সাথে কোনো কোনো ,কিছু কিছুবহুবেশির ভাগ , অনেক , অধিকাংশ , কতিপয় ,শতকরা , প্রায় , প্রায়শ , মাঝে মাঝে ,সাধারনত , একটি ছাড়া সব -- ইত্যাদি শব্দগুলির মধ্যে যে-কোনো একটি শব্দ থাকে এবং বাক্যটি যদি সদর্থক হয় তাহলে 'I' বচনে পরিনত করতে হবে ।


  যেমন :-
            Ø   কিছু ফল মিষ্টি নয় ।
      L.F. "O" : কোনো কোনো ফল নয় মিষ্টি ।
      Ø    মানুষ কখনো কখনো নিষ্ঠুর হয় ।
      L.F. "I" : কোনো কোনো মানুষ হয় নিষ্ঠুর ।
      Ø     মানুষ মাঝে মাঝে দিশেহারা হয় ।
      L.F. "I" : কোনো কোনো মানুষ হয় দিশেহারা ।
      Ø     কিছু সংখ্যক ছাত্র বিনয়ী নয় ।
      L.F. "O" : কোনো কোনো ছাত্র নয় বিনয়ী ছাত্র ।   9) যে-সমস্ত বাক্যের সাথে কদাচিৎ , কিঞ্চিত , ক্বচিৎ , খুব কম সংখ্যক , খুব অল্প সংখ্যক , অতি অল্পসংখ্যক ,স্বল্পসংখ্যক --ইত্যাদি শব্দগুলি মধ্যে যে কোনো একটি শব্দ থাকে এবং বাক্যটি যদি সদর্থক হয় তাহলে O বচনে এবং নঞর্থক হলে I বচনে পরিনত করতে হবে ।
              তবে এক্ষেত্রে , একটি কথা মনে রাখতে হবে যে "খুব কম সংখ্যক" এবং "খুব অল্প সংখ্যক" এই শব্দ দুটির অর্থ শুধুমাত্র I বচন হয় না । আবার শুধুমাত্র O বচনেও হয় না । এক্ষেত্রে ইংরেজি ভার্সেন লক্ষ্য রেখে বচনের রূপ দিতে হবে ।
      few থাকলে তাহলে O বচনে পরিনত করতে হবে এবং যদি a few হয় তাহলে I বচনে পরিনত করতে হবে ।
      আবার , যদি few not যুক্ত থাকে তাহলে I বচনে এবং যদি a few not যুক্ত থাকে তাহলে O বচনে পরিনত করতে হবে ।

      যেমন :- 

  Ø     মানুষ কদাচিৎ আত্ম নির্ভরশীল ।
          L.F. "O" : কোনো কোনো মানুষ নয় আত্ম নির্ভরশীল ।
   Ø     মানুষ কদাচিৎ সৎ ।
          L.F. "O" : কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি ।
   Ø       মানুষ কদাচিৎ সৎ নয় ।
          L.F. "I" : কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি ।
    Ø       খুব কম সংখ্যক (few) বালক চালাক ।
          L.F. "O" : কোনো কোনো বালক নয় চালাক ।
    Ø      খুব কম সংখ্যক (few)ছাত্র বুদ্ধিমান নয় । (not)
          L.F. "I" : কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান ।


                    বাক্যকে বচনে পরিনত করার নিয়ম কি? 

  ×

  2 comments:

  1. কবিরা ভাবুক হয়


   এমন নয় যে দার্শনিক ভাবুক নয়

   এই দুটির বচন রূপ কি হবে????

   ReplyDelete
   Replies
   1. ১)I= কোনো কোনো কবি হয় ভাবুকব্যক্তি
    ২)I= কোনো কোনো দার্শনিকব্যক্তি হয় ভাবুকব্যক্তি

    Delete

  Contact Us

  Email:- soumyadipmandal9@gmail.com