CAUSALITY (কার্যকারণ সম্বন্ধ)' || কার্যকারণ সম্বন্ধ
CAUSALITY (কার্যকারণ সম্বন্ধ)'
M.C.Q. Of 'CAUSALITY (কার্যকারণ সম্বন্ধ)'
1) কারণ কী ?
a) যা কিছু ঘটে তা হল কারণ
b) যার জন্য কোনো কিছু ঘটে তা হল কারণ
c)কারণ হল কার্যের পরবর্তী ঘটনা
d) কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা নয়
2) কার্য কী ?
a) যার জন্য কোনো কিছু ঘটে
b)কার্য হল কারণের পূর্ববর্তী ঘটনা
c) যা কিছু ঘটে তা হল কার্য
d) কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা নয়
3) "কারণ হল কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা" -- কে বলেছেন
a) লক
b) বার্কলে
c) স্পিনোজা
d) হিউম
4)সততাসংযোগ তত্ত্বের প্রবক্তা কে ?
a) হিউম
b)দেকার্ত
c) ইউয়ং
d) লক
5) প্রসক্তিতত্ত্বের একজন সমর্থক হলেন ---
a) হিউম
b) দেকার্ত
c) ইউয়ং
d) লক
6) "কারণ ও কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই" --- উক্তিটি কার ?
a) দেকার্ত
b) হিউম
c) ইউয়ং
d) লক
7) "কারণ ও কার্য দুটি স্বতন্ত্র ও বিচ্ছিন্ন ঘটনা" ---- এ কথা মনে করেন
a) দেকার্ত
b) হিউম
c) স্পিনোজা
d) লক
8) কে বলেছেন কার্যকারণ সম্পর্ক হল পৌনপুনিক সম্পর্ক ?
a) দেকার্ত
b) লক
c) স্পিনোজা
d) হিউম
9)কারণ হল কার্যের
a) পূর্ববর্তী ঘটনা
b) পরবর্তী ঘটনা
c) সমসাময়িক ঘটনা
d) কোনোটিই নয়
10)হিউমের মতে কার্যকারণ সম্বন্ধ হল
a) আকস্মিক
b) নিয়ত
c) আবশ্যিক
d) পরিবর্তনীয়
11) কে ঈশ্বরকে একমাত্র কারণ বলেন ?
a) দেকার্ত
b)স্পিনোজা
c) লাইবনিজ
d)বার্কলে
12) প্রসক্তি সম্বন্ধ হল
a) ঘটনার সঙ্গে ঘটনার সন্বন্ধ
b) বাক্যের সঙ্গে বাক্যের সম্বন্ধ
c) বাক্যের সঙ্গে ঘটনার সম্বন্ধ
d) কোনো সম্বন্ধই নয়
13)প্রসক্তি সম্পর্ককে বলা হয় --
a) যৌক্তিক সম্পর্ক
b) বস্তুগত সম্পর্ক
c) মনোগত সম্পর্ক
d) কাল্পনিক সম্পর্ক
14) "কারণ ও কার্যের সম্বন্ধ অবশ্যম্ভব" --- কে বলেছেন
a) হিউম
b) মিল
c) দেকার্ত
d) ইউয়ং
15) "কার্যকারণ সম্বন্ধ অব্যতিক্রম" ---- কে বলেছেন
a) দেকার্ত
b) এরিস্টটল
c) প্লেটো
d) কান্ট
16) "কারণ" শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ?
a) যুক্তির
b) ঘটনার
c)দুটি ক্ষেত্রে
d) কোনো ক্ষেত্রে নয়
17) লকের মতে কারণ কী ?
a) কারণ হল কার্যের পূর্ববর্তী ঘটনা
b) কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে
c) কারণ একটি সক্রিয় শক্তি যা অনিবার্যভাবে উৎপন্ন
d)যার জন্য কোনো কিছু ঘটে
18)"কার্যকারণের ধারণা হল সহজাত" ---- এ কথা বলেন
a) মিল
b) কান্ট
c) হিউম
d) বুদ্ধিবাদীদের
19)"অনিবার্য সম্বন্ধের জ্ঞান বুদ্ধিলব্ধনয়" --- কে বলেছেন
a) লক
b) হিউম
c) কান্ট
d) ইউয়ং
20) কারণ ও কার্যের অনিবার্যতা হল যৌক্তিক অনিবার্যতা --- এ কথা মানেন-
a)দেকার্ত
b) ইউয়ং
c) লাইবনিজ
d) স্পিনোজা