H.S. Philosophy Question 2018
HS Philosophy Question 2018
1) "অক্সিজেনর উপস্থিতি হলো দহনের কারণ" - এখানে 'কারণ' কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল --
a)আবশ্যিক শর্ত
b)পর্যাপ্ত শর্ত
c)বহুকারণবাদ
d)আবশ্যিক পর্যাপ্ত শর্ত
2) "শক্তির অবিনশ্বরতার সূত্রটি" হলো --
a)কারণের পরিমানগত লক্ষণ
b)কারণের গুণগত লক্ষণ
c)কারণের আবশ্যিক শর্ত
d)কারণের পর্যাপ্ত শর্ত
3) আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হলো --
a) সামান্যী করণ
b)আরোহমূলক লাফ
c)বৈধতা
d)অবৈধতা
4) লৌকিক আরোহ অনুমানকে "শিশুসুলভ" অনুমান বলেছেন--
a)মিল
b)হবস
c)জনসন
d)বেকন
HS Philosophy Question 2018
5) "কোনো অ-S নয় অ-P" - এই বচনটির বুলীয় ভাষ্য হল --
a)sp = 0
b)s - p = 0
c)s - p - = 0
d)s p - = 0
6) যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে --
a)স্বতঃ সত্য
b)স্বতঃ মিথ্যা
c)আপতিক
d)বিশ্লেষক
7) DIMARIS - মূর্তিটি বৈধ হয় --
a)প্রথম সংস্থানে
b)দ্বিতীয় সংস্থানে
c)তৃতীয় সংস্থানে
d)চতুর্থ সংস্থানে
8) প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন--
a)প্রধান আশ্রয়বাক্য
b)অপ্রধান আশ্রয়বাক্য
c)তৃতীয় আশ্রয়বাক্য
d)সিদ্ধান্ত
HS Philosophy Question 2018
9) যে বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো --
a) A
b)E
c) I
d)O
10) বচনের বিরোধানুমান হলো এক প্রকার--
a)মাধ্যম অনুমান
b)অমাধ্যম অনুমান
c)ন্যায় অনুমান
d)যৌগিক যুক্তি
11) "Logos" শব্দটি অর্থ হলো --
a)অনুমান
b)চিন্তা
c)বচন
d)সংবেদন
12) বৈধতা বা অবৈধতা প্রশ্নটি _________ এর সাথে যুক্তি--
a)আরোহ যুক্তি
b)অবরোহ যুক্তি
c)বৈজ্ঞানিক যুক্তি
d)উপমা যুক্তি
13) মিলের যে পদ্ধতিতে "কাকতালীয় দোষ" হয় তা হলো --
a)অন্বয়ী পদ্ধতি
b)ব্যতিরেকী পদ্ধতি
c)যুগ্ম পদ্ধতি (মিশ্র পদ্ধতি)
d)সহ-পরিবর্তন পদ্ধতি
HS Philosophy Question 2018
14) মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো --
a)অন্বয়ী পদ্ধতি
b)ব্যতিরেকী পদ্ধতি
c)যুগ্ম পদ্ধতি
d)সহ-পরিবর্তন পদ্ধতি
15) অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন ?
a)সামান্য বিশ্লেষক বচন
b)সংশ্লেষক ও বিশ্লেষক বচন
c)বিশ্লেষক বচন
d)সামান্য সংশ্লেষক বচন
16) "কারণ" শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক নির্দেশ করেন --
a)মিল
b)বেইন
c)আই. এম. কোপি
d)কার্ভেথ রীড
17) 'p⊃q'- এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি -
a)p সত্য এবং q মিথ্যা হয়
b)p মিথ্যা এবং q মিথ্যা হয়
c)p মিথ্যা এবং q সত্য হয়
d)p সত্য এবং q সত্য হয়
18) "p ≡ ~p"-এই বচনাকারটি --
a)স্বতঃ সত্য
b)স্বতঃ মিথ্যা
c)অনিয়ত
d)অসম্ভব
19) হয় p না হয় q হয় একটি --
a)বৈকল্পিক বচন
b)নিরপেক্ষ বচন
c)প্রাকল্পিক বচন
d)যৌগিক বচন
HS Philosophy Question 2018
20) "কোনো শিক্ষক নয় অ-শিক্ষিত" -- বচনটি ভেনচিত্রটি হলো --
a)b)
c)
d)
উপরে ছবিগুলিতে ঠিক মতো S ঘরটিতে ছায়া আসেনি। Don't mind you! sorry!
21) অধীন বিপরীত বিরোধিতা হয় -
a)A এবং O বচনের মধ্যে
b)A এবং E বচনের মধ্যে
c) I এবং O বচনের মধ্যে
d)E এবং I বচনের মধ্যে
22) "কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্তে পক্ষপদ ব্যাপ্য হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয়বাক্যে ব্যাপ্য হতেই হবে" - এই নিয়মটি লঙ্ঘন করলে যে দোষ হয় তা হলো --
a)চারিপদ ঘটিত দোষ
b)অব্যাপ্য পক্ষ দোষ
c)অবৈধ পক্ষ দোষ
d)এদের কোনটিই নয়
23) বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে --
a)সত্য
b)মিথ্যা
c)অনিশ্চিত
d)স্ব-বিরোধী
24) একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো --
a)দুটি
b)তিনটি
c)চারটি
d) ছয়টি
HS Philosophy Question 2018
যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর | তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য |
HS Philosophy Question 2018
![]() |
HS philosophy question 2018 |
No comments:
Post a Comment