Ads

Immediate Inference

M.C.Q. Of 'Immediate Inference'

Philosophy Examination Suggestion 2021 for class XII





M.C.Q. Of 'Immediate Inference'

Q :- বিবর্তনের নিয়ম কয়টি ?

উত্তর :- বিবর্তনের নিয়ম হল চারটি ।

Q :- বিবর্তনের প্রথম নিয়মটি কী ?

উত্তর :- বিবর্তনের প্রথম নিয়মটি হল যুক্তিবাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য এক হবে।

Q :- বিবর্তনের দ্বিতীয় নিয়মটি কী ?

উত্তর :- বিবর্তনের দ্বিতীয় নিয়মটি হল যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে।

Q :- বিবর্তনের তৃতীয় নিয়মটি কী ?

উত্তর :- বিবর্তনের তৃতীয় নিয়মটি হল যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুন ভিন্ন হবে ।

Q :- বিবর্তনের চতুর্থ নিয়মটি কী ?

উত্তর :- বিবর্তনের চতুর্থ নিয়মটি হল যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমান এক হবে।

Q :- বিরুদ্ধ পদ কাকে বলে ?

উত্তর :- একটি পদ ও তার পরিপূরক পদকে একত্রে বিরুদ্ধ পদ বলা হয়।
যেমন :- সৎ(পদ) + অসৎ(পরিপূরক পদ ) = বিরুদ্ধ পদ।

Q :- A বচনের বিবর্তনে কোন বচন পাওয়া যায় ?

উত্তর :- A বচনের বিবর্তনে E বচন পাওয়া যায়।

Q :- বিবর্তনের সিদ্ধান্তকে কি বলা হুয় ?

উত্তর :- বিবর্তনের সিদ্ধান্তকে বিবর্তিত বলা হয়।

Q :- বিবর্তনের যুক্তিবাক্যকে কী বলা হয় ?

উত্তর :- বিবর্তনের যুক্তিবাক্যকে বিবর্তনীয় বলা হয়।

Q :- E বচনের বিবর্তনে কোন বচন পাওয়া যায় ?

উত্তর :- E বচনের বিবর্তনে A বচন পাওয়া যায়।

Q :- বস্তুগত বিবর্তনের কথা কে বলেছেন ?

উত্তর :- তর্কবিদ বেন বলেছেন।

Q :- বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায় ?

উত্তর :- না , প্রকৃত বিবর্তন বলা যায় না।

Q :- বস্তুগত বিবর্তন কেন প্রকৃত বিবর্তন নয় ?

উত্তর :- কারণ , অবরোহ অনুমানে বাস্তব অভিজ্ঞতার কোনো মূল্য নেই।

Q :- বিবর্তনের ক্ষেত্রে বিধেয়ের বিরুদ্ধ পদের সৃষ্টি কিভাবে হয় ?

উত্তর :- বিধেয় পদের সঙ্গে "অ" যোগ করে বিরুদ্ধ পদের সৃষ্টি করা হয় ।

Q :- বিবর্তনীয় কিরূপ পদ বিবর্তিতে বিধেয় পদ হয় ?

উত্তর :- বিবর্তনীয়র বিরুদ্ধ পদ বিবর্তিতের বিধেয় হয়।

Q :- বিবর্তনে বিবর্তনীয় ও বিবর্তিতের উদ্দেশ্য পদ দুটি কি ভিন্ন হয় ?

উত্তর :- না, ভিন্ন হয় না , একই থাকে।

Immediate Inference

Q :- তর্কবিদ মিল বস্তুগত বিবর্তনের কথা বলেছেন -- এটি কি যথার্থ ?

উত্তর :- না, এটি যথার্থ নয়।

Q :- বস্তুগত বিবর্তনের মূলভিত্তি কী ?

উত্তর :- বস্তুগত বিবর্তনের মূলভিত্তি হল বাস্তব অভিজ্ঞতা।

Q :- মানুষ পদটির পরিপূরক পদ কী ?

উত্তর :- মানুষ পদটির পরিপূরক পদ হল অ-মানুষ।

Q :- নিরপেক্ষ বচনগুলির সমবিবর্তন কী ?

উত্তর :- A-A, E-O, I- সম্ভব নয়,O-O।

Q :- নিরপেক্ষ বচনগুলির বিবর্তন কী ?

উত্তর :- A-E, E-A, I-O, O-I।

Immediate Inference

Immediate Inference

THANK YOU! 🙏🏻
শেয়ার কর তোমাদের বন্ধুদের সাথে নীচে বটন আছে 👇👇👇

যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url