Ads

preposition grammar

preposition grammar

what are prepositions?

Preposition is a word placed before a noun or a pronoun and shows the relation between it (noun or pronoun) and the word preceeding it.



preposition:- "pre" = before (আগে);
"positon" = place (অবস্থান);
noun or pronoun -এর পূর্বে বসে এবং noun বা pronoun -এর সঙ্গে preposition - এর আগে ব্যহৃত শব্দটির সম্পর্ক দেখায় ।

I sit on the bench.

( আমি বেঞ্চের ওপরে বসি। )


আমি বেঞ্চের কোথায় বসব?

Bench- এর ওপরে না নীচে বসব।

Bench- এর কোন জায়গায় বসব সেটা সুস্পষ্টভাবে বোঝানোর জন্য On শব্দটি ব্যবহার করা হল।

On মানে ওপর।

English Grammar -এর On শব্দটি হলো Preposition

আর একটি উদাহরণ দিছি দেখো-

The bird is on the tree.

( পাখিটি গাছের ওপর। )

যদি On শব্দটি না থাকলে কি হবে এবার দেখো-

The bird is the tree.

( পাখিটি গাছ। ) - এখানে On শব্দটি নেই তাই এরকম মানে হলো। তাহলে কি এই বাক্যটি (Sentence) ঠিক হলো ? তোমারা বল।

তাহলে Preposition জানা প্রয়োজন আছে না কি ?

1. A cat is in the bag.

(থলের মধ্যে একটা বেড়াল।)

2. The pen is on the table.

(টেবিলের ওপর কলমটা।)

3. I go to school.

(আমি স্কুলে যাই।)

4. The bird is on the tree.

(পাখিটি গাছের ওপর।)

5. Sit before me.

(আমার সামনে বসো।)

6. He works at night.

(তিনি রাতে কাজ করেন।)

7. The bird is under the tree.

(পাখিটি গাছে নীচে।)

8. You eat from the tiffin box.

(তুমি টিফিন বাক্স থেকে খাও।)

9. The sister sits beside her brother.

(বোন্ ভাইয়ের পাশে বসে।)

10. The train runs through the tunnel.

(ট্রেন টানেলের মধ্য দিয়ে যায়।)

এই রকম কয়েকটি Preposition এর উদাহরণ দেওয়া হলো নীচে -


preposition grammar

In

In
1. বড়ো জায়গাRam lives in West Midnapore.রাম পশ্চিম মেদিনীপুরে থাকেন।
2. সময় Sima came in the morning with Poulomi.সীমা সকালে পৌলমির সাথে এসেছিল।
3. সয়মসূচি Raju requested me to complete the whole work in a month.রাজু আমাকে এক মাসের মধ্যে পুরো কাজ শেষ করার জন্য অনুরোধ করেছিল।
4. পেশা Sukhen is in the army.সুখেন সেনাবাহিনীতে রয়েছে।
5. বিষয় Partha is always weak in Chemistry.পার্থ সবসময় রসায়নে দুর্বল থাকে।
6. মধ্যে (থাকা) I am currently staying in a hotel.আমি বর্তমানে একটি হোটেলে রয়েছি

On

On
1. অবস্থানPut the glass on the table.গ্লাসটি টেবিলের উপর রাখুন।
2. সময় Payel comes here on Sunday.পায়েল রবিবার এখানে আসে।
3. দিকে Go straight to take the turning on the left.বাম দিকে ঘুরিয়ে গিয়ে সোজা যান।
4. অভিযোগে Amal was arrested on the charge of theft.অমলকে চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল।
5. বিষয়ে This book is on current affaairs.এই বইটি বর্তমান বিষয়গুলিতে রয়েছে।

To

To
1. দিকেRahul is coming back to pavilion.রাহুল মণ্ডপে ফিরে আসছেন।
2. সময় It is quarter to eleven now.এখন পৌনে এগারোটা।
3. পর্যন্ত Arjun tried his best to the end.অর্জুন শেষ পর্যন্ত যথাসাধ্য চেষ্টা করলেন।
4. তুলনা Sampa won by 3 goals to 2.সাম্পা ৩ টি গোলে জিতেছে।
5. ফল The mad dog was beaten to death.পাগল কুকুরটিকে পিটিয়ে হত্যা করা হয়েছিল।

With

With
1. সঙ্গেRaja is coming with my uncle.রাজা আমার মামার সাথে আসছেন।
2. কারণে Nilanjana is trembling with range.নীলাঞ্জনা পরিসরে কাঁপছে।
3. বিপক্ষে He fought with his enemy.সে তার শত্রুর সাথে যুদ্ধ করেছিল।
4. ওপর The total responsibility rests with Debabrata.মোট দায়বদ্ধতা দেবব্রতের উপর নির্ভর করে।
5. সমেত I have bought a house with four rooms.আমি চারটি কক্ষ সহ একটি বাড়ি কিনেছি।

About

About
1. সম্বন্ধেI did not know anything about the matter.বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানতাম না।
2. প্রায় It was about 10 o'clock at night when he left.যখন প্রায় রাত দশটার বাজে তখন সে চলে গেল।
3. সঙ্গে At that time Tarapada had no money about him.সেই সময়ে তারাপদের কাছে কোনও টাকা ছিল না।
4. এদিক ওদিক The young boys are running about in joy.তরুণ ছেলেরা আনন্দে দৌড়াচ্ছে।
5. চারদিক There is a wall about the garden.বাগানটি চারিদিকে একটি প্রাচীর রয়েছে।
6. ঘটার সম্ভবনা I was about to leave when a client arrived.ক্লায়েন্ট এলে আমি চলে যাচ্ছিলাম।

preposition grammar

After

After
1. পরেAfter winter comes spring.শীতের পর বসন্ত আসে।
2. পিছনে The dog ran After the thief.কুকুরটা চোরের পিছু ধাওয়া করল।
3. মতো Amal takes After his father.অমলকে তার বাবার মতো দেখতে।
4. সত্ত্বেও After all his efforts Pradip is no better off.তার সমস্ত চেষ্টার পরেও প্রদীপ আর ভাল নেই।
5. প্রয়াসে He seldom struggled after supreme excellence.চূড়ান্ত শ্রেষ্ঠত্বের পরে তিনি খুব কমই সংগ্রাম করেছিলেন।

At

At
1. স্থানArup lives at Salt Lake.অরূপ সল্টলেকে থাকে।
2. সময় I get up at 5 o'clock in the morning.সকাল 5 টা বেজে উঠি।
3. বয়স A fool at forty is a fool forever.চল্লিশের বোকা চিরকাল বোকা।
4. কাছে With danger at the door, you cannot sit idle.দরজায় কাছে বিপদ নিয়ে, আপনি অলস হয়ে বসে থাকতে পারবেন না।
5. কারণে Sunita performed on the strage at the request of Arnab.সুনীতা অর্ণবের অনুরোধে স্ট্রেজে অভিনয় করেছিলেন।
6. দিকে The hunter aimed his gun at the deer.শিকারি তার বন্দুকটিকে হরিণের দিকে লক্ষ্য করেছিল।

From

From
1. থেকেAmit has been dancing from the morning.অমিত সকাল থেকেই নাচছে।
2. দূরে The post office is three kilometres from here.ডাকঘরটি এখান থেকে তিন কিলোমিটার দূরে।
3. অন্যের থেকে I could not distinguish Mili from lili.আমি মিলিকে লিলির চেয়ে আলাদা করতে পারিনি।
4. উৎস The earth get light from the sun.পৃথিবী সূর্য থেকে আলো পায়।
5. কারণ Tapas is suffering from malaria.তাপস ম্যালেরিয়ায় ভুগছেন।

preposition grammar

Before

Before
1. সামনেIn the conference hall Debika sat before me.কনফারেন্স হলে দেবিকা আমার সামনে বসেছিল।
2. আগে (প্রথমে) Rina had reached the station before Bimal came.বিমল আসার আগেই রিনা স্টেশনে পৌঁছেছিল।
3. অপেক্ষায় Everybody should think of the future before himself.প্রত্যেকের নিজের ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত।
4. কাছে The rich and the poor are one before God.ধনী ও গরীব ঈশ্বরের সামনে এক।
5. অগ্রাধিকার To me death should come before dishonour.আমার কাছে অসম্মানের আগে মৃত্যু যেন আসে।

Behind

Behind
1. পিছনেThere is a cat behind the bush.ঝোপের পিছনে একটি বিড়াল রয়েছে।
2. আড়ালে The moon has gone behind the cloud.মেঘের আড়ালে চলে গেছে চাঁদ।
3. অতীত The enmity between Chaitali and piyali is now behind them.চৈতালী ও পিয়ালির শত্রুতা এখন তাদের পিছনে।
4. রেখে যাওয়া The deceased left behind two young children.মৃত ব্যক্তি দুটি ছোট বাচ্চা রেখে গেছেন।

Of

Of
1. জন্মNamita comes of a respectable family.নমিতা সম্মানজনক পরিবারে আসে।
2. বিপদের কারণ Nilanjana is not afraid of losing the job.নীলাঞ্জনার চাকরি হারাতে ভয় নেই ।
3. উদ্ধার (মুক্তি) Rana has been cured of filaria.রানা ফিলেরিয়া নিরাময় হয়েছে।
4. উপাদানে তৈরি This pot is made of china clay.এই পাত্রটি চীনার কাদামাটি দিয়ে তৈরি।
5. দূরত্বের ব্যবধান Midnapore lies 150 km west of Kolkata. কলকাতা থেকে দেড়শো কিমি পশ্চিমে মেদিনীপুর অবস্থিত।

For

For
1. জন্যWalking in the morning is good for health.সকালে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভাল।
2. পক্ষে Are you for or against the preposal?আপনি কি প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে?
3. হিসেব Sumi mistook Indrani for her sister.সুমি তার বোনের জন্য ইন্দ্রাণীকে ভুল করেছিল।
4. বদল Substitute a noun for a verb.একটি ক্রিয়াপদ জন্য একটি বিশেষ্য প্রতিস্থাপন।
5. হয়ে Pintu always speaks for others. পিন্টু সবসময় অন্যের পক্ষে কথা বলে।

By

By
1. দ্বারাThis book was edited by Sumita.এই বইটি সুমিতা সম্পাদনা করেছিলেন।
2. পাশে Ramu sat by me with his friend.রামু তার বন্ধুর সাথে আমার পাশে বসেছিল।
3. অনুসারে What's the time by your watch?আপনার ঘড়ির সময় কি?
4. মাপে Koushik is taller than Moumita by six inches.মৌমিতার চেয়ে ছয় ইঞ্চি লম্বা লম্বা কৌশিক।
5. ফলে Joy succeeded in the competitive examination by hard labour. জয় কঠোর পরিশ্রম করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হয়েছিল।

Beside

Beside
1. পাশেAt that time Aditi was standing beside her father.তখন অদিতি বাবার পাশে দাঁড়িয়ে ছিল।
2. বাইরে The argument in this case was beside the point.এই ক্ষেত্রে যুক্তি ছিল বিন্দু বাইরে।
3. তুলনা This painting looks dull beside your earlier one.এই চিত্রকলাটি আপনার আগের চিত্রের পাশে নিস্তেজ দেখাচ্ছে।
4. আত্মহারা At the news of his success Swapan was beside himself in joy.তাঁর সাফল্যের খবরে স্বপন আনন্দে নিজের পাশে ছিলেন।

Over

Over
1. বেশিRabi Babu is over seventy.রবিবাবুর বয়স ৭০ বছরের বেশি।
2. চাপা The dog was run over by a car.কুকুরটাকে মোটরগাড়ি চাপা দিল।
3. সীমা অতিক্রম Gavaskar hit the ball over the boundary.গাভাসকার সীমানার বাইরে বল পাঠালো।
4. ওপর Prasanta Babu has command over the students.ছাত্রদের ওপর প্রশান্তবাবুর কর্তৃত্ব আছে।

Under

Under
1. নীচেThe cat is sleeping under the table.বিড়ালটি টেবিলের নীচে ঘুমাচ্ছে।
2. পাদদেশে There is a dense forest under the hills.পাহাড়ের নিচে রয়েছে ঘন বন।
3. কম If you are under 18 , you need not apply for the post.আপনি 18 বছরের কম বয়সী, আপনি পোস্টের জন্য আবেদন করতে হবে না।
4. মেরামতি The governor house is still under repair.গভর্নর হাউসটি এখনও মেরামতাধীন।

Above

Above
1. ওপরেThe kite is flying above the trees.ঘুড়ি গাছের ওপরে উড়ে যাচ্ছে।
2. বেশি Today's temperature is above 40 degree celcius, I think.আমার মনে হয় আজকের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে।
3. যোগ্য As a teacher Animadi is far above Kakalidi.শিক্ষক হিসাবে অনিমাদির কাকলদি থেকে অনেক উপরে।
4. ঊর্ধ্বে The girl's courage is above all praise.মেয়েটির সাহস সমস্ত প্রশংসার ঊর্ধ্বে।

Into

Into
1. বাইরে থেকে ভিতরেRanjit comes into the class room.রঞ্জিত ক্লাস রুমে আসে।
2. ভাগ An essay is divided into paragraphs.একটি প্রবন্ধ অনুচ্ছেদে বিভক্ত।
3. পরীক্ষা করে দেখা Dipak assured me to look into the matter.দীপক আমাকে বিষয়টি দেখার জন্য আশ্বাস দিয়েছেন।
4. চুক্তিবদ্ধ He entered into an agreement with his tenant.তিনি তার ভাড়াটিয়ার সাথে একটি চুক্তি করেছিলেন।

preposition grammar

যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ
preposition grammar
preposition grammar


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url