Ads

The rule of law

The rule of law

The rule of law (আইন বিচার)





✇ আদালত কাকে বলে ?


✍ যেখানে মামলার বিচার করা হয় তাকে বিচারালয় বা আদালত বলা হয় ।



✇ আদালত কয় ধরনের হয় ? কী কী ?


✍ আদালত দুই ধরনের হয় । যথা -
(i) ফৌজদারি
(ii) দেওয়ানি



✇ ফৌজদারি আদালত কাকে বলে ?


✍ যে আদালতে মারপিট ,খুন, জখম ,দাঙ্গা-হাঙ্গামা , চুরি-ডাকাতি ইত্যাদি মামলার বিচার করা হয় তাকে ফৌজদারি আদালত বলে ।



✇ দেওয়ানি আদালত কাকে বলে ?


✍ যে আদালতে টাকা-পয়সা, জমি-জমা বিষয়ক মামলার বিচার হয় তাকে দেওয়ানি আদালত বলে ।



✇ বিচারক কাদের বলা হয় ?


✍ যাঁরা মামলার বিচার করেন , তাঁদের বিচারক বলা হয় ।



✇ উকিল কাদের বলে ?


✍ উকিলরা হলেন আইন-জানা লোক । যে দুটি পক্ষের মধ্যে মামলা হয় তাদের যে কোনো এক পক্ষের হয়ে উকিলরা আদালতে মামলা চালান ।



✇ ব্যারিস্টার কাদের বলা হয় ?


✍ বিলেত থেকে আইন পাশ করে এসে যাঁরা এদেশে আইন ব্যবসা করতেন , তাঁদের বলা হত ব্যারিস্টার ।



✇ জেলার দেওয়ানি আদালতের সর্বোচ্চ বিচারক কে ?


✍ জেলার দেওয়ানি আদালতের সর্বোচ্চ বিচারক হলেন জেলা জজ ।



✇ জেলা জজ-এর অধীনে কোন বিচরকেরা থাকেন ?


✍ জেলা জজ-এর অধীনে সব জজ , মুন্সেফ প্রভৃতিরা থাকেন ।



✇ জেলা আদালতের ওপরে আছে কোন বিচারালয় ?


✍ হাইকোর্ট বা উঁচু আদালত ।



✇ হাইকোর্টে কখন মামলা যায় ?


✍ জেলা আদালতে কোনো মামলার নিষ্পত্তি না হলে হাইকোর্টে মামলা যায় ।



✇ পশ্চিমবঙ্গ রাজ্যের হাইকোর্টটি কোথায় আছে ?


✍ এই রাজ্যের হাইকোর্টটি কলকাতায় আছে ।



✇ পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোটো আদালত কোনটি ?


✍ পঞ্চায়েত



✇ পশ্চিমবঙ্গের দেওয়ানি মামলাগুলি কোথায় হয় ?


✍ দেওয়ানি মামলা বিচারের জন্যে নগর দেওয়ানি আদালত (সিটি সিভিল কোর্ট) গুলিতে ব্যবস্থা আছে ।



✇ পশ্চিমবঙ্গে গ্রামীন আদালত গঠন করা হয়েছে কেন ?


✍ গ্রামের লোকেরা যাতে বিনা খরচে অল্প সময়ের মধ্যে সুবিচার পান সে জন্যে এই আদালত গঠন করা হয়েছে ।



যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url