বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র নিয়ম কি? | Boolean Interpretation and Venn Diagram
বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র নিয়ম কি?
1. বুলীয় ভাষ্য কী?
উত্তর: নিরপেক্ষ বচনের বুল যে ব্যাখ্যা দিয়েছেন তার নাম বুলীয় ভাষ্য।
যেমন :- “A” :- সকল S হয় P।
শ্রেনি – S
শ্রেনি – P
Rule:-
এই বচনাকার বলা হয়েছে যে, s শ্রেনির সব সদস্য p শ্রেনির একজন সদস্য।
2. ভেনচিত্র কী?
উত্তর: যুক্তিবিদ ভেন নিরপেক্ষ বচনকে যে চিত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি উদ্ভাবন করেছেন তাকে ভেনচিত্র বলা হয়।
যেমন :-
"A" :- সকল মানুষ হয় মরণশীল।
3. শূন্যগর্ভ শ্রেনি কাকে বলে?
উত্তর: যে শ্রেনির সদস্য হিসাবে কোনো ব্যক্তি বা বস্তু উপস্থিত নেই, সেই শ্রেনিকে শূন্যগর্ভ শ্রেনি বলে।
যেমন :-
ভূত শ্রেনি,মৎস্যকন্যা শ্রেনি, পরি শ্রেনি
4. অশূন্য শ্রেনি কাকে বলে?
উত্তর: যে শ্রেনির অন্তর্গত কমপক্ষে একজন সদস্যকে অস্তিত্বশীল বলে প্রমাণ করা যায়, সেই শ্রেনিকেই বলা হয় অশূন্য শ্রেনি।
যেমনল:-
মানুষ,চেয়ার, টেবল,গাছ।
5. পরিপূরক শ্রেনি কাকে বলা হয়?
উত্তর: মূল শ্রেনির অন্তর্ভুক্ত নয়, এমন যে শ্রেনি তা মূল শ্রেনির পরিপূরক শ্রেনি।
যেমনল:-
কবি => অ-কবি, মানুষ => অ-মানুষ, সৎ => অসৎ।
6. শ্রেনি গুনফল বা প্রতিচ্ছেদ কাকে বলে?
উত্তর: যেসব ব্যক্তি বা বস্তু একই সঙ্গে দুটি শ্রেনির সদস্য়, তাদের নিয়ে ক্ষুদ্রতর শ্রেনি গঠন করা হয়, সেই ক্ষুদ্রতর শ্রেনিটিকে উক্ত শ্রেনি দুটির গুনফল বা প্রতিচ্ছেদ বলা হয়।
যেমন:-
S x P = SP
👉বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র নির্ণয়
👉MCQ বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র