Ads

'A' বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন?

'A' বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন?

'A' বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন?





'A' বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন?

উত্তর :- A বচনকে সরল আবর্তন করলে A বচন পাওয়া যায় কি?
এর উত্তরে বলা যায় যে A বচন পাওয়া যায় না। A বচন থেকে I বচন হয়। কেন না "A" বচনের আবর্তন করলে দেখা যায় যে ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি লঙ্ঘন করে।

একটি উদাহরণ দিলে বোঝা যাবে

L.F. "A": সকল মানুষ হয় মরণশীল জীব। (অবর্তনীয়)
L.F. "A": সকল মরণশীল জীব হয় মানুষ। (আবর্তিত)

এই অনুমানটি বৈধ নয়। কারণ ব্যাপ্যতা সংক্রান্ত দোষ রয়েছে। 'মরণশীল জীব' পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করার জন্য দোষ দেখা দেয়।
আমরা জানি যে আবর্তনের নিয়ম অনুযায়ী


আবর্তনের নিয়ম

i) হেতুবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে সেটা বিধেয় পদ হবে।
ii) হেতুবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে সেটা উদ্দেশ্য পদ হবে।


আবর্তনের নিয়ম

iii) হেতুবাক্য ও সিদ্ধান্তে গুনের কোনো পরিবর্তন হবে না।
iv) হেতুবাক্যে যে পদকে ব্যাপ্য করে সিদ্ধান্তে সেই পদকেই ব্যাপ্য করবে। আবার হেতুবাক্যে যে পদকে ব্যাপ্য করে নি সিদ্ধান্তে সেই পদকে কখনোই ব্যাপ্য করবে না।
কিন্তু এখানে ৪ (iv) নম্বর নিয়মটিকে লঙ্ঘন করেছে। তাই A বচনে সরল আবর্তন সম্ভব নয়।



কিন্তু কয়েকটি বিশেষ ক্ষেত্রে A বচনের সরল আবর্তন সম্ভব হয়।
i) সংজ্ঞার্থক ii) ব্যক্তার্থক সমান iii) নির্দিষ্ট বিশিষ্ট পদ iv) সমার্থক বা প্রতিশব্দ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url