Ads

Deductive vs Inductive Argument

আরোহ ও অবরোহ যুক্তির

আরোহ ও অবরোহ যুক্তির পার্থক্য লেখ





অবরোহ যুক্তি ও আরোহ যুক্তি

অবরোহ যুক্তিআরোহ যুক্তি
অবরোহ যুক্তির ক্ষেত্রে এক বা একাধিক হেতুবাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করা হয়।আরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি সর্বদা একাধিক হেতুবাক্যের ভিত্তিতে গঠিত হয়।
অবরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। তাই এর সিদ্ধান্ত সুনিশ্চিত হয়।আরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। তাই এর সিদ্ধান্ত সম্ভাবনামূলক হয়।
অবরোহ যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না।আরোহ যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে।
অবরোহ যুক্তিতে সিদ্ধান্ত হেতুবাক্যের থেকে ব্যাপকতর হয় না। এক্ষেত্রে সিদ্ধান্তটি হেতুবাক্যের মধ্যেই নিহিত থাকে এবং হেতুবাক্যের দ্বারাই প্রমাণিত ও প্রতিষ্ঠিত হয়। আরোহ যুক্তিতে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে আপতিক সম্বন্ধ থাকে। এক্ষেত্রে সিদ্ধান্তটি হেতুবাক্যকে অতিক্রম করে যায় বলে সিদ্ধান্ত হেতুবাক্যের দ্বারা প্রমানিত হয় না।
অবরোহ যুক্তিতে হেতুবাক্যের সত্যতা বা মিথ্যাত্ব বিচার করা হয় না। এক্ষেত্রে কেবলমাত্র যুক্তির আকারটি বৈধ কি না তা বিচার করা হয়।আরোহ যুক্তির ক্ষেত্রে বৈধ, অবৈধ প্রভৃতি প্রয়োগ সেরকম ভাবে দেখা যায় না। এর সিদ্ধান্তকে কম সম্ভব্য, বেশি সম্ভাব্য ইত্যাদি দেখা যায়।
অবরোহ যুক্তিকে প্রধানত গণিতশাস্ত্র এবং আকারনিষ্ঠ চিন্তার ক্ষেত্রে ব্যবহার করা হয়।আরোহ যুক্তিকে সাধারণত প্রকৃতিবিজ্ঞানগুলির ক্ষেত্রে ব্যবহার করা হয়।
সকল ছাত্র হয় বুদ্ধিমান।
রাম হয় ছাত্র।
... রাম হয় বুদ্ধিমান।
বেলফুল সাদা এবং সুগন্ধিযুক্ত।
জুঁই ফুল সাদা এবং সুগন্ধযুক্ত।
রজনীগন্ধা ফুল সাদা এবং সুগন্ধিযুক্ত।
... সকল সাদা ফুল হয় সুগন্ধিযুক্ত।


অনুমান বা যুক্তির শ্রেনিবিভাগ কর

অনুমান বা যুক্তি হল -
  • অনুমান বা যুক্তি
    • অবরোহ অনুমান
    • আরোহ অনুমান

  • অবরোহ অনুমান
    • মাধ্যম অনুমান
      • ন্যায়
        • প্রাকল্পিক ন্যায়
        • বৈকল্পিক ন্যায়
        • নিরপেক্ষ ন্যায়
      • অন্যায়
    • অমাধ্যম অনুমান
      • আবর্তন
      • বিবর্তন
      • বস্তুগত বিবর্তন
      • সমবিবর্তন
      • বিরোধানুমান

  • আরোহ অনুমান
    • বৈজ্ঞানিক আরোহ অনুমান
    • অবৈজ্ঞানিক আরোহ অনুমান
    • উপমাযুক্তি

Deductive vs Inductive Argument

যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url