Deductive vs Inductive Argument
আরোহ ও অবরোহ যুক্তির পার্থক্য লেখ
অবরোহ যুক্তি ও আরোহ যুক্তি
অবরোহ যুক্তি | আরোহ যুক্তি |
---|---|
অবরোহ যুক্তির ক্ষেত্রে এক বা একাধিক হেতুবাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করা হয়। | আরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি সর্বদা একাধিক হেতুবাক্যের ভিত্তিতে গঠিত হয়। |
অবরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। তাই এর সিদ্ধান্ত সুনিশ্চিত হয়। | আরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। তাই এর সিদ্ধান্ত সম্ভাবনামূলক হয়। |
অবরোহ যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। | আরোহ যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে। |
অবরোহ যুক্তিতে সিদ্ধান্ত হেতুবাক্যের থেকে ব্যাপকতর হয় না। এক্ষেত্রে সিদ্ধান্তটি হেতুবাক্যের মধ্যেই নিহিত থাকে এবং হেতুবাক্যের দ্বারাই প্রমাণিত ও প্রতিষ্ঠিত হয়। | আরোহ যুক্তিতে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে আপতিক সম্বন্ধ থাকে। এক্ষেত্রে সিদ্ধান্তটি হেতুবাক্যকে অতিক্রম করে যায় বলে সিদ্ধান্ত হেতুবাক্যের দ্বারা প্রমানিত হয় না। |
অবরোহ যুক্তিতে হেতুবাক্যের সত্যতা বা মিথ্যাত্ব বিচার করা হয় না। এক্ষেত্রে কেবলমাত্র যুক্তির আকারটি বৈধ কি না তা বিচার করা হয়। | আরোহ যুক্তির ক্ষেত্রে বৈধ, অবৈধ প্রভৃতি প্রয়োগ সেরকম ভাবে দেখা যায় না। এর সিদ্ধান্তকে কম সম্ভব্য, বেশি সম্ভাব্য ইত্যাদি দেখা যায়। |
অবরোহ যুক্তিকে প্রধানত গণিতশাস্ত্র এবং আকারনিষ্ঠ চিন্তার ক্ষেত্রে ব্যবহার করা হয়। | আরোহ যুক্তিকে সাধারণত প্রকৃতিবিজ্ঞানগুলির ক্ষেত্রে ব্যবহার করা হয়। |
সকল ছাত্র হয় বুদ্ধিমান। রাম হয় ছাত্র। ... রাম হয় বুদ্ধিমান। | বেলফুল সাদা এবং সুগন্ধিযুক্ত। জুঁই ফুল সাদা এবং সুগন্ধযুক্ত। রজনীগন্ধা ফুল সাদা এবং সুগন্ধিযুক্ত। ... সকল সাদা ফুল হয় সুগন্ধিযুক্ত। |
অনুমান বা যুক্তির শ্রেনিবিভাগ কর
অনুমান বা যুক্তি হল -- অনুমান বা যুক্তি
- অবরোহ অনুমান
- আরোহ অনুমান
- অবরোহ অনুমান
- মাধ্যম অনুমান
- ন্যায়
- প্রাকল্পিক ন্যায়
- বৈকল্পিক ন্যায়
- নিরপেক্ষ ন্যায়
- অন্যায়
- ন্যায়
- অমাধ্যম অনুমান
- আবর্তন
- বিবর্তন
- বস্তুগত বিবর্তন
- সমবিবর্তন
- বিরোধানুমান
- মাধ্যম অনুমান
- আরোহ অনুমান
- বৈজ্ঞানিক আরোহ অনুমান
- অবৈজ্ঞানিক আরোহ অনুমান
- উপমাযুক্তি