Ads

Child Development

tet part # 2
    1. বাল্যকালে শিশুর আচরণের বিশেষ বৈশিষ্ট্য হল
    ব্যক্তিত্বের অনুপস্থিতি
    অন্তর্মুখী ব্যক্তিত্ব
    বহির্মুখী ব্যক্তিত্ব
    নিরপেক্ষ ব্যক্তিত্ব

    2. বাল্যকালে শিশুদের দেহের দৈর্ঘ্য প্রতি বছর বৃদ্ধি পায় প্রায়
    ১ ইঞ্চি
    ২-৩ ইঞ্চি
    ৪-৫ ইঞ্চি
    ৬-৮ ইঞ্চি

    3.জন্মের সময় সাধারণত একটি শিশুর মস্তিষ্কের ওজন থাকে
    প্রায় ১৫০ গ্রাম
    প্রায় ৩৫০ গ্রাম
    প্রায় ৫০০ গ্রাম
    প্রায় ৮০০গ্রাম

    4. সৃজনশীলতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল
    উপযোজন
    অভিসারী
    নমনীয়তা
    নতুনত্ব

    5. বাল্যকালে শিশুরা সাধারণত দুশ্চিন্তায় ভোগে
    বিদ্যালয় যাওয়ার জন্য
    পিতামাতার তীব্র ভর্ৎসনার জন্য
    বিদ্যালয়ের শিক্ষক / শিক্ষিকার দ্বারা 'গৃহকাজ ' দেওয়ার কারনে
    ভবিষ্যৎ কর্মসূচি ও তার প্রয়োগের জন্য

    6. শিশুর বিকাশ প্রক্রিয়াটি যে দশায় শুরু হয়, সেটি হল
    জন্মগত দশা
    ভ্রূনজ দশা
    বাল্য দশা
    ভূমিষ্ঠ দশা

    7. গঠনমূলক উন্নয়নের মোট গুরুত্ব ____ শতাংশ
    ৪০ %
    ৬০ %
    ৭০ %
    ৫০ %

    8. কিন্ডারগার্টেন কে প্রতিষ্ঠা করেন ?
    পেস্টালজি
    মন্তেসরি
    ফ্রয়েবেল
    নান

    9. শৈশবকালের অন্যতম বৈশিষ্ট্য হল
    শিশু প্রচুর প্রশ্ন জিঞ্জাসা করে
    শিশুর মনোগত চিন্তার শুরু হয়
    বন্ধুদের প্রতি শিশু গভীরভাবে অনুরক্ত হয়
    নিজের চারপাশকেই পৃথিবী বলে ভাবতে শুরু করে

    10.একটা শিশু প্রথমে _____ এর মধ্যে সমন্বয় স্থাপন করে
    হাত ও হাতের আঙ্গুল সঞ্চালন
    পা ও পায়ের আঙ্গুল সঞ্চালন
    মাথা ও ঘাড় সঞ্চালন
    উপরের একটিও নয়

    11. লিঙ্গের ধারণা
    আধুনিক ধারণা
    মানবসৃষ্টি
    জীবনবিজ্ঞানের সততা
    উপরের একটিও নয়

    12. মনোযোগ শব্দের অর্থ
    কোনো বস্তুর দিকে দেখা
    স্মৃতিতে রাখা
    কয়েকটি বস্তুর ওপর মনোযোগ রাখা
    সচেতনার ওপর মনোযোগ দেওয়া

    13. মানসিক প্রতিবন্ধী শিশু হল তারা যাদের বুদ্ধ্যাঙ্ক
    ৭০ এর নিচে
    ৯০ এর নিচে
    ৫০ এর নিচে
    ৪০ এর নিচে

    14. ২০০১ সালের জনগণনা অনুসারে পুরুষ প্রতিবন্ধী জনসংখ্যা সাক্ষরতার হার মাত্র ___ শতাংশ
    ৫০
    ৬৫
    ৭৫
    ৫৮

    15. নিচের কোন গোষ্ঠী শিক্ষার সমান সুবিধা থেকে বঞ্চিত ?
    বালিকা ও মহিলা
    তপশিলি জাতি ও উপজাতি
    পিছিয়ে পড়া সংখ্যালঘু ও প্রতিবন্ধীরা
    উপরের সব কটি



Child Development
Child Development
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url