• Breaking News

  LOGIC SEARCH ENGINE

  AGE CALCULATOR || বয়সের হিসেব

  Thursday, November 29, 2018

  Child Development

  tet part # 2
  • 1. বাল্যকালে শিশুর আচরণের বিশেষ বৈশিষ্ট্য হল
  • ব্যক্তিত্বের অনুপস্থিতি অন্তর্মুখী ব্যক্তিত্ব বহির্মুখী ব্যক্তিত্ব নিরপেক্ষ ব্যক্তিত্ব
  • 2. বাল্যকালে শিশুদের দেহের দৈর্ঘ্য প্রতি বছর বৃদ্ধি পায় প্রায়
  • ১ ইঞ্চি ২-৩ ইঞ্চি ৪-৫ ইঞ্চি ৬-৮ ইঞ্চি
  • 3.জন্মের সময় সাধারণত একটি শিশুর মস্তিষ্কের ওজন থাকে
  • প্রায় ১৫০ গ্রাম প্রায় ৩৫০ গ্রাম প্রায় ৫০০ গ্রাম প্রায় ৮০০গ্রাম
  • 4. সৃজনশীলতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল
  • উপযোজন অভিসারী নমনীয়তা নতুনত্ব
  • 5. বাল্যকালে শিশুরা সাধারণত দুশ্চিন্তায় ভোগে
  • বিদ্যালয় যাওয়ার জন্য পিতামাতার তীব্র ভর্ৎসনার জন্য বিদ্যালয়ের শিক্ষক / শিক্ষিকার দ্বারা 'গৃহকাজ ' দেওয়ার কারনে ভবিষ্যৎ কর্মসূচি ও তার প্রয়োগের জন্য
  • 6. শিশুর বিকাশ প্রক্রিয়াটি যে দশায় শুরু হয়, সেটি হল
  • জন্মগত দশা ভ্রূনজ দশা বাল্য দশা ভূমিষ্ঠ দশা
  • 7. গঠনমূলক উন্নয়নের মোট গুরুত্ব ____ শতাংশ
  • ৪০ % ৬০ % ৭০ % ৫০ %
  • 8. কিন্ডারগার্টেন কে প্রতিষ্ঠা করেন ?
  • পেস্টালজি মন্তেসরি ফ্রয়েবেল নান
  • 9. শৈশবকালের অন্যতম বৈশিষ্ট্য হল
  • শিশু প্রচুর প্রশ্ন জিঞ্জাসা করে শিশুর মনোগত চিন্তার শুরু হয় বন্ধুদের প্রতি শিশু গভীরভাবে অনুরক্ত হয় নিজের চারপাশকেই পৃথিবী বলে ভাবতে শুরু করে
  • 10.একটা শিশু প্রথমে _____ এর মধ্যে সমন্বয় স্থাপন করে
  • হাত ও হাতের আঙ্গুল সঞ্চালন পা ও পায়ের আঙ্গুল সঞ্চালন মাথা ও ঘাড় সঞ্চালন উপরের একটিও নয়
  • 11. লিঙ্গের ধারণা
  • আধুনিক ধারণা মানবসৃষ্টি জীবনবিজ্ঞানের সততা উপরের একটিও নয় নিজের
  • 12. মনোযোগ শব্দের অর্থ
  • কোনো বস্তুর দিকে দেখা স্মৃতিতে রাখা কয়েকটি বস্তুর ওপর মনোযোগ রাখা সচেতনার ওপর মনোযোগ দেওয়া
  • 13. মানসিক প্রতিবন্ধী শিশু হল তারা যাদের বুদ্ধ্যাঙ্ক
  • 4 ৭০ এর নিচে ৯০ এর নিচে ৫০ এর নিচে ৪০ এর নিচে
  • 14. ২০০১ সালের জনগণনা অনুসারে পুরুষ প্রতিবন্ধী জনসংখ্যা সাক্ষরতার হার মাত্র ___ শতাংশ
  • ৫০ ৬৫ ৭৫ ৫৮
  • 15. নিচের কোন গোষ্ঠী শিক্ষার সমান সুবিধা থেকে বঞ্চিত ?
  • বালিকা ও মহিলা তপশিলি জাতি ও উপজাতি পিছিয়ে পড়া সংখ্যালঘু ও প্রতিবন্ধীরা উপরের সব কটি


  Child Development
  Child Development

  No comments:

  Post a Comment

  Contact Us

  Email:- soumyadipmandal9@gmail.com