Ads

The Crooked fox and the shrewd crow

                      The Crooked fox and the shrewd crow

The Crooked fox and the shrewd crow
The Crooked fox and the shrewd crow


Once a crow sat on a tree in forest. He had a large piece of meat in his beak. A fox was trudging  under the tree. He notice the crow. The sight of the delicious meat made him salivate instantly.  An idea struck the fox . He planned to flatter dupe the crow, in order to have the meat. So he said to the crow , "oh ! you are so pretty. If only you could sing." However , the crow with an impish grin ,held the meat tightly under his feet and cawing . The fox was dumbfounded . He sadly left the place with a sigh.


                                            খ্যাঁকশিয়াল ও চতুর কাক 


একদিন সময় বনের একটি গাছে একটি কাক বসে ছিল। তার ঠোঁটে একটি বড়ো মাংসের টুকরো ছিল। একটি খ্যাঁকশিয়াল গাছের তলা দিয়ে ধীরে ধীরে  হেঁটে যাচ্ছিল। সে কাককে লক্ষ্য করল। তক্ষুনি সুস্বাদু মাংসের দৃশ্য তার জিভে জল এনে দিল। খ্যাঁকশিয়ালের মাথায় একটি বুদ্ধি এল। সে মাংস পাওয়ার জন্য তোষামোদ করে ঠকানোর পরিকল্পনা করল। তাই সে কাককে বলল , "তুমি কত সুন্দর !শধু যদি গান গাইতে পারতে। " যাই হোক ,দুস্টু হাসি মুখে কাক মাংসকে  শক্ত করে পায়ের তলায় এবং কা-কা শুরু করল।
খ্যাঁকশিয়াল স্তম্ভিত। বিষণ্ণভাবে দীর্ঘশ্বাস ফেলে সে  চলে গেল।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url