দর্শনের ধারণা
M.C.Q. Of 'PHILOSOPHY FOR CLASS XI'
1) "Philosophy" শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে, তা হল ...a) Logia ও sophia
b) Philo ও sophia
c) Ethos ও shophia
d) Philos ও sophia
2) Philosophy শব্দের অর্থ ....
a) জ্ঞানের প্রতি অনুরাগ
b)জ্ঞানের প্রতি আগ্রহ
c)জ্ঞানকে জানা
d) জ্ঞানকে বিদ্বেষ
3) দর্শনের আদি জনক বলা হয় --
a) পিথাগোরাসকে
b) থালেসকে
c)প্লেটোকে
d)দেকার্তকে
4)দর্শনের কাজ হল --
a) কাজের বিচার
b)তত্ত্ববিচার
c) যুক্তিবিচার
d) কোনোটিই নয়
5) দর্শনের পদ্ধতি হল
a) বিশুদ্ধ অভিজ্ঞতা
b) বিশুদ্ধ বুদ্ধি
c) স্বজ্ঞা বা বোধি
d) অভিজ্ঞতা, বুদ্ধি, বিচার
6) দর্শনের সমস্যা হল
a)বাহ্যিক
b) আন্তর
c) ভাষাগত
d)মাত্রাগত
7) "দর্শন হল ভাষার সমালোচনা" -- এই উক্তিটি করেন ---
a) এয়ার
b) কান্ট
c) দেকার্ত
d) পলসন
8) জ্ঞানবিদ্যার প্রবর্তক হলেন
a) এরিস্টটল
b) মিল
c) কান্ট
d)হিউম
9)"অধিবিদ্যা সম্ভব নয়" -- এ কথা কে বলেন
a) দেকার্ত
b) কান্ট
c) লক
d) হিউম
10) বস্তুর স্বরূপের আলোচনা করে কোন বিজ্ঞান ?
a) দর্শন
b) যুক্তিবিদ্যা
c) নীতিবিদ্যা
d) অধিবিদ্যা
11) "অধিবিদ্যা অসম্ভব" -- এ কথা কে বলেন
a) দেকার্ত
b)কান্ট
c) লক
d)হিউম
12) "Ethics" -শব্দটির বাংলা প্রতিশব্দ হল
a) অধিবিদ্যা
b) নীতিবিদ্যা
c) মনোবিদ্যা
d) জ্ঞানবিদ্যা
13) আধুনিক দর্শনের জনক হলেন
a) লক
b) দেকার্ত
c) হিউম
d) থালেস
14) "The Republic" -- গ্রন্থের রচয়িতা হলেন
a) লক
b) দেকার্ত
c) হিউম
d) প্লেটো
15) "Metaphysics" শব্দটি প্রথম ব্যবহার করেন
a) দেকার্ত
b) এরিস্টটল
c) প্লেটো
d) কান্ট
16) কান্ট হলেন
a) গ্রিক দার্শনিক
b) লন্ডন দার্শনিক
c) জার্মানিক দার্শনিক
d) ভারতীয় দার্শনিক
17) আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন
a) সক্রেটিস
b) দেকার্ত
c) লক
d) এরিস্টটল
18) দর্শনের মূল ভিত্তি হলো
a) জ্ঞান
b) সমাজ
c) অধিবিদ্যা
d) বিজ্ঞান
19) Logic -- কথাটিত বাংলা প্রতিশব্দ হল
a) যুক্তিবিদ্যা
b) অর্থবিদ্যা
c) নীতিবিদ্যা
d) অধিবিদ্যা
20) দর্শন ও বিজ্ঞানের পার্থক্য হল
a)গুনগত
b) মাত্রাগত
c)তত্বগত
d)স্বরুপগত
যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর | তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য |
![]() |
দর্শনের ধারনা |
খুব ভালোউদ্যোগ
ReplyDeleteThank you
Deleteখুব ভালো লাগলো , ধন্যবাদ আপনাকে
ReplyDeleteGood nic
ReplyDeleteThank you... খুব ভাল লাগল
ReplyDeleteThank you
ReplyDeleteখুব ভাল লেগেছে
ReplyDeletephilosophy er jonok ke??
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteThanks
ReplyDelete