Ads

Sources of knowledge in Philosophy | Philosophy শব্দের অর্থ কী?

Sources of knowledge in Philosophy

Sources of knowledge in Philosophy





short questions and answers in philosophy for class XI

1. Philosophy শব্দের অর্থ কী ?

উত্তর :- Philosophy শব্দের ব্যুপত্তিগত অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ ।



2. Philosophy শব্দের উদ্ভব কীভাবে হয়েছে ?

উত্তর :- Philosophy শব্দটি গ্রিক শব্দ 'Philos' এবং 'Sophia' শব্দ দুটির সমন্বয়ে গড়ে উঠেছে ।



3. Philos কথাটির অর্থ কী ?

উত্তর :- Philos কথাটির অর্থ হল অনুরাগ ।



4. Sophia কথাটির অর্থ কী ?

উত্তর :- কথাটির অর্থ হল জ্ঞান ।



5. দর্শন ও Philosophy কি এক ?

উত্তর :- দর্শন ও Philosophy এক নয় । দর্শন বলতে সাধারণত ভারতীয় দর্শনকে বোঝায় ।
অন্যদিকে philosophy বলতে পাশ্চাত্য দর্শনকে বোঝায় , যার অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ ।



6. দর্শন শব্দটি উদ্ভব কীভাবে হয়েছে ?

উত্তর :- সংস্কৃত 'দৃশ' ধাতু থেকে দর্শন শব্দটি এসেছে । 'দৃশ' ধাতুর উত্তর 'অনট' প্রত্যয় করে দর্শন (দৃশ + অনট = দর্শন) শব্দটির উৎপত্তি ।



7. ভারতীয় দর্শনকে অন্য কী নামে অভিহিত করা হয় ?

উত্তর :- ভারতীয় দর্শনকে মোক্ষবাদী দর্শন নামেও অভিহিত করা হয় ।



8. ভারতীয় দর্শন অনুযায়ী 'দর্শন' শব্দের অর্থ কী ?

উত্তর :- ভারতীয় দর্শন হল আত্মদর্শন, যার অর্থ সত্য বা তত্ত্বের উপলব্ধি বা সাক্ষাৎ অনুভূতি ।



9. প্রাচীন ভারতীয় দর্শনের আকর গ্রন্থ কী ?

উত্তর :- প্রাচীন ভারতীয় দর্শনের আকর গ্রন্থ হল বেদ



10. দর্শন প্রত্যয়টির অর্থ কী ?

উত্তর :- দর্শন প্রত্যয়টির অর্থ হল দর্শন করা বা দেখা



11. ভারতীয় দার্শনিকরা 'দর্শন' বলতে কী বোঝেন ?

উত্তর :- ভারতীয় দার্শনিকরা দর্শন বলতে সত্যের সাক্ষাৎ উপলব্ধিকে বোঝেন ।



12. ভারতীয় দার্শনিকের লক্ষ্য কী ?

উত্তর :- ভারতীয় দার্শনিকের লক্ষ্য হল তত্ত্বজ্ঞানকে উপলব্ধিতে ও আচরণে পরিণত করা ।



13. পাশ্চাত্য দার্শনিকের লক্ষ্য কী ?

উত্তর :- পাশ্চাত্য দার্শনিকের লক্ষ্য হল মানুষের জ্ঞানতৃষ্ণার নিবৃত্তি করা ।



14. প্রমা কাকে বলে ?

উত্তর :- ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা । প্র + মা = প্রমা। 'প্র' কথাটির অর্থ হল প্রকৃষ্ট বা উৎকৃষ্ট । আর 'মা' কথাটির অর্থ হল জ্ঞান । সুতরাং , প্রমার অর্থ উৎকৃষ্ট জ্ঞান ।



15. ভারতীয় দর্শনে প্রমাণ কাকে বলে ?

উত্তর :- যে প্রণালীর সাহায্যে প্রমা বা যথার্থ জ্ঞান অর্জিত হয় , তাকেই ভারতীয় দর্শনে প্রমাণ বলা হয়েছে ।



16. ভারতীয় দর্শনে কয়টি আস্তিক সম্প্রদায় স্বীকৃত ?

উত্তর :- ভারতীয় দর্শনে ছয়টি আস্তিক সম্প্রদায় স্বীকৃত ।



17. কোন ভারতীয় দর্শনে আস্তিক দর্শন কোনগুলি ?

উত্তর :- ভারতীয় আস্তিক দর্শনগুলি হল সাংখ্য , যোগ , ন্যায় , বৈশেষিক , মীমাংসাবেদান্ত



18. নাস্তিক সম্প্রদায় কয়টি ?

উত্তর :- ভারতের নাস্তিক সম্প্রদায় তিনটি



19. ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলি কী কী ?

উত্তর :- ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলি হল - চার্বাক, বৌদ্ধ এবং জৈন



20. কর্মবাদ শব্দের অর্থ কী ?

উত্তর :- কর্মবাদ শব্দের অর্থ হল - ভালো বা মন্দ - সব কাজই ফল উৎপাদন করে ।









Sources of knowledge in Philosophy


Sources of knowledge in Philosophy in Bengali


যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url