Nature of Induction
আরোহ অনুমানের স্বরূপ (H.S.)
M.C.Q. Of 'আরোহ অনুমানের স্বরূপ'
Nature of Induction
1) আরোহ অনুমানের সিদ্ধান্তটি হল
a) সামান্য বচন
b) বিশেষ বচন
c) বিশেষ বিশ্লেষক বচন
d) সামান্য সংশ্লেষক বচন
2) আরোহ অনুমান
a)সব সময় বৈধ
b)কোনো কোনো সময় বৈধ হয়
c) সব সময়েই সিদ্ধান্ত সত্য হয়
d) বৈধ হবার প্রশ্ন ওঠে না
3) আরোহ অনুমানের সত্যতাটি হল
a) আকারগত
b) বস্তুগত
c) পরিমানগত
d) কোনোটিই নয়
4) আরোহ অনুমান হল
a) এক প্রকার
b) দুই প্রকার
c)তিন প্রকার
d) চার প্রকার
Nature of Induction
5) আরোহ অনুমানের সিদ্ধান্তটি হবে
a)সম্ভাব্য
b)নিশ্চিত
c) বৈধ
d) অবৈধ
6) আরোহ অনুমানের লক্ষণটি হল
a) সামান্যকরণ
b) সামান্যীকরণ
c) বিশেষীকরণ
d) কোনোটিই নয়
7) প্রকৃতআরোহ অনুমান
a) এক প্রকার
b) দুই প্রকার
c) তিন প্রকার
d)চার প্রকার
8)পর্যবেক্ষণও পরীক্ষণকে বলা হয় আরোহ অনুমানের
a) আকারগত ভিত্তি
b)বস্তুগত ভিত্তি
c) উপাদানগত ভিত্তি
d) ভাবগত ভিত্তি
9) কার্য-কারণ নিয়মের অর্থ হল
a) কারণ থাকলে কার্য থাকবে
b) কার্য থাকলে কারণ থাকবে না
c) কার্য থাকলে কারণ থাকবে
d)কার্য ও কারণ একই ঘটনা
10) সামান্যীকরণ যে যুক্তির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল
a) উপমাযুক্তি
b) অবরোহ যুক্তি
c) আরোহ যুক্তি
d) সবকটি ঠিক
11) প্রত্যেক কার্যের কারণ আছে -- এই নীতিকে বলা হয়
a) উপমাযুক্তি
b)মাধ্যম অনুমান
c) অমাধ্যম অনুমান
d) কার্য-কারণ নিয়ম
12) আরোহ অনুমান হল
a)বিশেষ থেকে সামান্যটে যাওয়ার প্রক্রিয়া
b)সামান্য থেকে সামান্যটে যাওয়ার প্রক্রিয়া
c)বিশেষ থেকে বিশেষে যাওয়ার প্রক্রিয়া
d) সামান্য থেকে বিশেষে যাওয়ার প্রক্রিয়া
Nature of Induction
13) সাদৃশ্য অনুমানের অপর নাম হল
a) ন্যায় অনুমান
b)উপমাযুক্তি
c) নিরপেক্ষ যুক্তি
d)বৈজ্ঞানিক অনুমান
14) পরীক্ষণ হল
a) কৃত্রিম পরিবেশ কোনো ঘটনার পর্যবেক্ষণ
b) প্রাকৃতিক পরিবেশ কোনো ঘটনা পর্যবেক্ষণ
c) a ও b উভয়ই ঠিক
d) কোনোটিই নয়
15) পর্যবেক্ষণের ক্ষেত্রে তিনটি শর্তের উল্লেখ করেছেন
a)মিল
b)হিউম
c)জয়েস
d)জোসেফ
16) আরোহ বস্তুগত ভিত্তি হল
a) পরীক্ষণ
b) পর্যবেক্ষণ
c) প্রকৃতির একরূপতা নীতি
d)পর্যবেক্ষণ ও পরীক্ষণ
17) লৌকিক আরোহের আকারগত ভিত্তি হল
a) পরীক্ষণ
b) পর্যবেক্ষণ
c) প্রকৃতির একরূপতা নীতি
d)দৃষ্টান্তগণনা
18) লৌকিক আরোহ অনুমান বলা হয়
a) উপমাযুক্তিকে
b) ন্যায় অনুমানকে
c) অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে
d) বৈজ্ঞানিক আরোহ অনুমানকে
19) লোকটি চিৎকার করেছে | সম্ভবত লোকটি রেগে |--এই অনুমানটি
a) উপমাযুক্তি
b)বৈজ্ঞানিক যুক্তি
c)লৌকিক যুক্তি
d)অবরোহযুক্তি
20) নিয়মিত লেবু খেলে সর্দি হবে না|--এই অনুমানটি
a)উপমাযুক্তি
b) বৈজ্ঞানিক
c)অবরোহযুক্তি
d) লৌকিক যুক্তি
Nature of Induction
যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর |
তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য |
![]() |
Nature of Induction |
মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি এবং আরোহ মূলক দোষ থেকে notes গুলো পোস্ট করেন।