Ads

SAQ IN PHILOSOPHY SUGGESTION IN 2020

SAQ IN PHILOSOPHY SUGGESTION IN 2020

Q: নিরপেক্ষ বচন কাকে বলে? নিরপেক্ষ ও সাপেক্ষ বচন মধ্যে পার্থক্য দেখাও | বচনের সংযোজকের কাজ কী ? [2+4+2]

Ans:-

নিরপেক্ষ বচন:

যে বচনে উদ্দেশ্য ও বিধেয়ের সম্বন্ধ কোনোরকম শর্তের উপর নির্ভর করে না অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কে শর্তনিরপেক্ষভাবে স্বীকার বা অস্বীকার করা হয় , তাকে নিরপেক্ষ বচন বলে |
যেমন :- L.F. "A" : সকল মানুষ হয় মরণশীল প্রাণী |
নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য
নিরপেক্ষ বচন সাপেক্ষ বচন
নিরপেক্ষ বচনে উদ্দেশ্য ও বিধেয়ের সম্বন্ধ কোনোরকম শর্তের উপর নির্ভর করে না | সাপেক্ষ বচনে উদ্দেশ্য ও বিধেয়ের যে-কোনো শর্তের উপর নির্ভর করে |
নিরপেক্ষ বচনের চারটি অংশ আছে | a) পরিমানক b) উদ্দেশ্য পদ c) সংযোজক d) বিধেয় পদ সাপেক্ষ বচনের দুটি অংশ আছে | a) পূর্বগ (বিকল্প) b) অনুগ (বিকল্প)
নিরপেক্ষ বচনের গুন এবং পরিমান স্পষ্টভাবে উল্লেখ করা থাকে | সাপেক্ষ বচনের গুন ও পরিমান স্পষ্টভাবে সর্বদা উল্লেখ করা থাকে না |
নিরপেক্ষ বচনের আকার হল - S হয় P / S নয় P সাপেক্ষ বচনের আকার হল - যদি p তবে q / p অথবা q
অযৌগিক বচনমাত্রই নিরপেক্ষ বচন | সাপেক্ষ বচনমাত্রই যৌগিক বচন |
নিরপেক্ষ বচন চারটি ভাগে বিভক্ত -- a) সামান্য সদর্থক b) সামান্য নঞর্থক c) বিশেষ সদর্থক d) বিশেষ নঞর্থক সাপেক্ষ বচন পাঁচটি ভাগে বিভক্ত-- a) প্রাকল্পিক b) বৈকল্পিক c) সংযৌগিক d) প্রাতিকল্পিক e) নিষেধক
উদা:- কোনো মানুষ নয় পশু উদা:- যদি ভালো পড়াশোনা করো তবে পাস করতে পারবে |

সংযোজক:-

সংযোজক কোনো পদ নয় | নিরপেক্ষ বচনের অন্তর্গত উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্বন্ধ স্থাপনকারী শব্দ বা চিহ্ন |
যেমন:- সকল মানুষ হয় মরণশীল জীব |--- এই নিরপেক্ষ বচনটিতে 'মানুষ' পদের সঙ্গে 'মরণশীল' পদের সম্বন্ধস্থাপনকারী শব্দ হল 'হয়' | সংযোজক সর্বদা "হওয়া" ক্রিয়ার বর্তমান কলের রূপ হয় |

SAQ IN PHILOSOPHY SUGGESTION IN 2020

Q: মিলের অন্বয়ী পদ্ধতি আলোচনা করো | সংজ্ঞা, আকার , দৃষ্টান্ত , সুবিধা (২ টি) , অসুবিধা (২ টি) | [1+2+1+2+2]

Ans:-

ভুমিকা :

কার্যকারণ নিয়ে দার্শনিক মিল যে পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতি আবিষ্কার করেন , সেগুলি মধ্যে উল্লেখযোগ্য হল অন্বয়ী পদ্ধতি |

সংজ্ঞা :

যদি দুই বা ততোধিক দৃষ্টান্তে একটিমাত্র সাধারণ বিষয়ের মিল থাকে , তাহলে যে একমাত্র বিষয়টির মিল আছে সেই বিষয়টিকে আলোচ্য ঘটনার কার্য অথবা কারণ বলা যাবে |

সাংকেতিক আকার
পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা
ABC abc
ADE ade
AFG afg
A হল a-এর কারণ বা a হল A-এর কার্য |

SAQ IN PHILOSOPHY SUGGESTION IN 2020


মূর্ত উদাহরণ
দৃষ্টান্ত পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা
প্রথম জন মশা কামড়েছে , পড়ে গেছে ম্যালেরিয়া হয়েছে
দ্বিতীয় জন মশা কামড়েছে , হাত কেটেছে ম্যালেরিয়া হয়েছে
তৃতীয় জন মশা কামড়েছে , রাত জেগেছে ম্যালেরিয়া হয়েছে
মশার কামড় হল ম্যালেরিয়ার কারণ

অন্বয়ী পদ্ধতির সুবিধা :

অন্বয়ী পদ্ধতির বেশ কিছু সুবিধা রয়েছে | সেগুলি হল---

প্রয়োগ করা সুবিধা :

অন্বয়ী পদ্ধতির সাহায্যে সাধারণ মানুষ প্রাত্যহিক জীবনে দুটি ঘটনার একত্র উপস্থিতি দেখে দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সন্বন্ধ আবিষ্কার করতে পারে|

আবিষ্কারের সুবিধা :

অন্বয়ী পদ্ধতির সাহায্যে কার্য থেকে কারণ এবং কারণ থেকে কার্য আবিষ্কার করা যায় |

অসুবিধা :

অন্বয়ী পদ্ধতির বেশ কিছু অসুবিধা দেখা যায় | সেগুলি হল ----

বহুকারনের সম্ভানা :

অন্বয়ী পদ্ধতিতে দুটি ঘটনার বহুক্ষেত্রে উপস্থিতি লক্ষ করে কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার করা হয় |কিন্তু যেসব ক্ষেত্রে একটি কার্যের একাধিক কারণ থাকে সেইসব ক্ষেত্রে অন্বয়ী পদ্ধতি ব্যবহার করা যায় না |

সহকার্যকে কারণ মনে করার দোষ :

অন্বয়ী পদ্ধতি অনুসারে পাশাপাশি অবস্থিত দুটি ঘটনাকে সর্বদা কার্যকারণ সম্বন্ধ বলা হলে সহকার্যকে কারণ মনে করার দোষ ঘটবে |
যেমন:- দিনকে রাতের কারণ বলা হলে সহকার্যকে কারণ মনে করার দোষ ঘটবে|

মূল্যায়ন :

অন্বয়ী পদ্ধতি সুনিশ্চিতভাবে কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার করতে না পারলেও অকারণ ও অকার্য অপসারণের মাধ্যমে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে তা প্রকল্প গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে |

SAQ IN PHILOSOPHY SUGGESTION IN 2020

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url