![]() |
Philosophy Examination Suggestion 2020 |
Philosophy Examination Suggestion 2020
M.C.Q. Of 'Philosophy Examination Suggestion 2020'
1) 'হার্টফেল হল মৃত্যুর কারণ' -- এখানে যে অর্থে "কারণ" শব্দটিকে প্রয়োগ করা যায় তা হল
a)পর্যাপ্ত শর্ত অর্থে
b)আবশ্যিক শর্ত অর্থে
c) আবশ্যিক-পর্যাপ্ত শর্ত অর্থে
d) কোনোটিই নয়
2) জলে ডুবে মৃত্যু হল মৃত্যুর একটি -- শর্ত
a)আবশ্যিক
b)পর্যাপ্ত
c) অনাবশ্যক
d) আবশ্যিক-পর্যাপ্ত
3) "ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদনের কারণ" --- এখানে 'কারণ' শব্দটি কোন অর্থে ব্যবহৃত ?
a) আবশ্যিক শর্ত
b) পর্যাপ্ত শর্ত
c) যৌক্তিক শর্ত
d)পর্যাপ্ত-আবশ্যিক শর্ত
4) 'অক্সিজেনের উপস্থিতি দহন কারণ' --বাক্যটিতে 'কারণ' যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল
a) আবশ্যক শর্ত
b) পর্যাপ্ত শর্ত
c) আবশ্যিক-পর্যাপ্ত শর্ত
d)বহুকারনবাদ
Philosophy Examination Suggestion 2020
5) আগুন ধোঁয়ার কিরূপ শর্ত ?
a) পর্যাপ্ত শর্ত
b) আবশ্যিক শর্ত
c) অপর্যাপ্ত শর্ত
d) আবশ্যিক-পর্যাপ্ত শর্ত
6) ______ শর্তে A ঘটলে B ঘটে এবং A না ঘটলে B ঘটে না
a) আবশ্যিক
b) পর্যাপ্ত
c) অপর্যাপ্ত
d)পর্যাপ্ত-আবশ্যিক
7) 'অ্যানফিলিস মশার কামড় ম্যালেরিয়ার কারণ' --এখানে 'কারণ' কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল
a)আবশ্যিক শর্তের অর্থে
b)পর্যাপ্ত শর্তের অর্থে
c)উভয় অর্থেই
d)কোনো অর্থেই নয়
8) যা না ঘটলে কার্য ঘটে না , তাকে যে শর্ত বলা হয়
a) আবশ্যিক
b) পর্যাপ্ত
c) পর্যাপ্ত-আবশ্যিক
d)কোনোটিই নয়
9) শর্ত হল এক ______ অংশ |
a) পরিহার্য
b) অপরিহার্য
c) আকস্মিক
d)উপেক্ষনীয়
10) সদর্থক শর্তগুলি _______ ভাবে কারণের সহায়ক |
a) সরাসরি
b)পরোক্ষ
c)নিরপেক্ষ
d) সাপেক্ষ
11) 'বায়ুর উপস্থিতিই শব্দ সৃষ্টির কারণ' এখানে 'কারণ' কথাটি যে অর্থে ব্যবহৃত তা হল
a) আবশ্যিক শর্ত
b) পর্যাপ্ত শর্ত
c)বহুকারনবাদ
d)আবশ্যিক-পর্যাপ্ত শর্ত
12) কেবলমাত্র 'কার্যের অভাব থেকে কারণের অভাব' অনুমান করা যায়
a)পর্যাপ্ত শর্তে
b)আবশ্যিক শর্তে
c)আবশ্যিক-পর্যাপ্ত শর্তে
d) কোনোটিই নয়
13) 'বিষপান' হল মৃত্যুর কারণ --- এখানে যে অর্থে 'কারণ' শব্দটি ব্যবহৃত হয়েছে তা হল
a)আবশ্যিক শর্তের অর্থে
b)পর্যাপ্ত শর্তের অর্থে
c)আবশ্যিক-পর্যাপ্ত শর্তের অর্থে
d)কোনোটিই নয়
Philosophy Examination Suggestion 2020
14) শূন্য গর্ভ শ্রেনীর প্রথম প্রবক্তা কে ?
a) অ্যারিস্টটল
b)জর্জ বুল
c) রাসেল
d) জন ভেন
15) আবশ্যিক শর্তের উপযোগিতা কী ?
a)অপ্রয়োজনীয় ঘটনার গ্রহণ
b)অপ্রয়োজনীয় ঘটনার বর্জন
c)প্রয়োজনীয় ঘটনার বর্জন
d) প্রয়োজনীয় ঘটনার গ্রহণ
16) কারণের পর্যাপ্তশর্ত কী ?
a) যা ঘটলে কার্য ঘটবেই
b)যা ঘটলে কার্য ঘটে না
c)যা কার্যকে বহুলাংশে ঘটায়
d)যা কার্যকে দু-একটি ক্ষেত্রে ঘটায়
17) একই কার্য একই কারণ থেকে উৎপন্ন --- এরূপ বিষয়টি কারণের কোন শর্ত দ্বারা সমর্থিত ?
a) আবশ্যিক শর্ত দ্বারা সমর্থিত
b) পর্যাপ্ত-আবশ্যিক শর্ত দ্বারা সমর্থিত
c) পর্যাপ্ত শর্ত দ্বারা সমর্থিত
d)কোনোটিই নয়
18) যে যৌগিক বচনে সত্যসারণীর সবকটি নির্বেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে
a) স্বতঃমিথ্যা
b)স্বতঃসত্য
c) আপতিক
d) বিশ্লেষক
19) 'A SYSTEM OF LOGIC' গ্রন্থটির লেখক হলেন
a) কোপি
b)বেইন
c) জর্জ বুল
d) মিল
Philosophy Examination Suggestion 2020
20) 'AN INTRODUCTION TO LOGIC' গ্রন্থের রচয়িতা হলেন
a)কান্ট
b) কোপি
c) হিউম
d) বুল
No comments:
Post a Comment