Philosophy
 |
Philosophy_Immediate_Inference |
Philosophy_Immediate_Inference
Philosophy Examination Suggestion 2020
'Philosophy Examination Suggestion 2020'
**নীচের প্রতিটি বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত বাক্যে পরিনত করে সেগুলির আবর্তন কর:
Q 1: মানুষ মাত্রেই সুখী ।
অবর্তনীয় :- L.F "A" : সকল মানুষ হয় সুখী ।
আবর্তিত :- L.F "I" : কোনো কোনো সুখী জীব হয় মানুষ ।
Q 2: ধনীরা সুখী ।
অবর্তনীয় :- L.F "I" : কোনো কোনো ধনী হয় সুখী ।
আবর্তিত :- L.F "I" : কোনো কোনো সুখী ব্যক্তি হয় ধনী ।
Q 3: কেবলমাত্র শিশুরাই সরল ।
অবর্তনীয় :- L.F "A" : সকল সরল মানুষ হয় শিশু।
আবর্তিত :- L.F "I" : কোনো কোনো শিশু হয় সরল মানুষ ।
Q 4: ফুল সুগন্ধযুক্ত ।
অবর্তনীয় :- L.F "I" : কোনো কোনো ফুল হয় সুগন্ধযুক্ত ।
আবর্তিত :- L.F "I" : কোনো কোনো সুগন্ধযুক্ত হয় ফুল ।
Q 5: জননী মাত্রই স্নেহশীলা ।
অবর্তনীয় :- L.F "A" : সকল জননী হন স্নেহশীলা ।
আবর্তিত :- L.F "I" : কোনো কোনো স্নেহশীলা হন জননী ।
Q 6: মানুষ ধার্মিক ।
অবর্তনীয় :- L.F "I" : কোনো কোনো মানুষ হয় ধার্মিক ।
আবর্তিত :- L.F "I" : কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় মানুষ ।
Q 7: মানুষ পশু নয় ।
অবর্তনীয় :- L.F "E" : কোনো মানুষ নয় পশু ।
আবর্তিত :- L.F "E" : কোনো পশু নয় মানুষ ।
Q 8: এই ক্লাসের কোনো ছাত্রই ভালো নয় ।
অবর্তনীয় :- L.F "E" : এই ক্লাসের কোনো ছাত্র নয় ভালো ।
আবর্তিত :- L.F "E" : কোনো ভালো ছাত্র নয় এই ক্লাসের ছাত্র ।
Philosophy_Immediate_Inference
Q 9: সব ভোটদাতা প্রাপ্তবয়স্ক নয় ।
অবর্তনীয় :- L.F "O" : কোনো কোনো ভোটদাতা নয় প্রাপ্তবয়স্ক ।
আবর্তিত :- O বচনের আবর্তন সম্ভব নয় ।
Q 10: যা কিছুই চকচকে, তাই সোনা নয়।
অবর্তনীয় :- L.F "O" : কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা ।
আবর্তিত :- O বচনের আবর্তন সম্ভব নয় ।
Q 11: রাম ভালো ছেলে ।
অবর্তনীয় :- L.F "A" : রাম হয় ভালো ছেলে ।
আবর্তিত :- L.F "I" : কোনো কোনো ভালো ছেলে হয় রাম ।
Q 12: সব ফুল লাল নয় ।
অবর্তনীয় :- L.F "O" : কোনো কোনো ফুল নয় লাল ।
আবর্তিত :- O বচনের আবর্তন সম্ভব নয় ।
Philosophy_Immediate_Inference
Q 13: গাধা ঘোড়া নয় ।
অবর্তনীয় :- L.F "E" : কোনো গাধা নয় ঘোড়া ।
আবর্তিত :- L.F "E" : কোনো ঘোড়া নয় গাধা ।
Q 14: বিজ্ঞানী মাত্রই জ্ঞানী ।
অবর্তনীয় :- L.F "A" : সকল বিজ্ঞানী হন জ্ঞানী ব্যক্তি ।
আবর্তিত :- L.F "I" : কোনো কোনো জ্ঞানী ব্যক্তি হন বিজ্ঞানী ।
Q 15: অসৎ মানুষ আছে ।
অবর্তনীয় :- L.F "I" : কোনো কোনো মানুষ হয় অসৎ ব্যক্তি ।
আবর্তিত :- L.F "I" : কোনো কোনো অসৎ ব্যক্তি হয় মানুষ ।
Q 16: একটি ছাড়া সব ধাতু কঠিন ।
অবর্তনীয় :- L.F "I" : কোনো কোনো ধাতু হয় কঠিন দ্রব্য ।
আবর্তিত :- L.F "I" : কোনো কোনো কঠিন দ্রব্য হয় ধাতু ।
Q 17: খুব কম ছাত্রই পরিশ্রমী ।
অবর্তনীয় :- L.F "O" : কোনো কোনো ছাত্র নয় পরিশ্রমী ব্যক্তি ।
আবর্তিত :- O বচনের আবর্তন সম্ভব নয় ।
Q 18: কোনো মানুষ পূর্ণ নয় ।
অবর্তনীয় :- L.F "E" : কোনো মানুষ নয় পূর্ণ সত্তা ।
আবর্তিত :- L.F "E" : কোনো পূর্ণ সত্তা নয় মানুষ ।
Philosophy_Immediate_Inference
Q 19: কোন মানুষ সর্বজ্ঞ ?
অবর্তনীয় :- L.F "E" : কোনো মানুষ নয় সর্বজ্ঞ ব্যক্তি ।
আবর্তিত :- L.F "E" : কোনো সর্বজ্ঞ ব্যক্তি নয় মানুষ ।
Q 20: ভাববাদী দার্শনিক আছেন ।
অবর্তনীয় :- L.F "I" : কোনো কোনো দার্শনিক হন ভাববাদী ।
আবর্তিত :- L.F "I" : কোনো কোনো ভাববাদী হন দার্শনিক ।
Philosophy_Immediate_Inference
Philosophy_Immediate_Inference
No comments:
Post a Comment