বাক্য ও বচন কাকে বলে ? বাক্যের অংশগুলি কি ?
বাক্য ও বচন কাকে বলে ? বাক্যের অংশগুলি কি ? উদাহরণ-সহ আলোচনা করো।
Ans :- বাক্য ও বচন
বাক্য কাকে বলে / বাক্য কি ?
ভাষা মাধ্যমে প্রকাশিত চিন্তাকেই ব্যাকরনগত অর্থে বলা হয় বাক্য।
বচন কাকে বলে / বচন কি ?
বাক্যের পরিশ্রুত অর্থাৎ, তার্কবিজ্ঞানসম্মত রূপকেই বলা হয় বচন ।
বাক্য বা বচনই হল তর্কবিদ্যার মূলভিত্তি । এই বাক্য বা বচনের দ্বারাই গঠিত হয় যুক্তি । এই ক্ষেত্রে বাক্য বা বচনের যে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা আছে তাতে কোনো সন্দেহই নেই ।
উদাহরণ-সহ বাক্যের অংশ :-
একটি বাক্যের মোট তিনটি অংশ ।
- উদ্দেশ্য (Subject)
- ক্রিয়া (Verb)
- বিধেয় (Predicate)
এই তিনটি অংশ পারস্পরিকভাবে আবদ্ধ হয়ে বাক্যের সৃষ্টি করে । পরিপূর্ণ বাক্যের ক্ষেত্রে এই তিনটি অংশেরই প্রয়োজন আছে । যেমন -
রাম (উদ্দেশ্য) যায় (ক্রিয়া) বাজারে (বিধেয়)বাক্যের ক্ষেত্রে যে তিনটি অংশ বা উপাদানের উল্লেখ করা হল সেগুলি ঠিক কিভাবে সংবদ্ধ হবে তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই । এই তিনটি অংশকে তাই আমরা আমাদের ইচ্ছানুযায়ী সম্মিলিত করে বাক্য গঠন করে থাকি । এর ফলে বাক্যের রূপও ভিন্ন ভিন্ন হয়ে থাকে । যেমন -
1 | রাম যায় বাজারে । | এখানে বাক্যের তিনটি অংশ পরপর সন্নিবেশিত হয়েছে । |
2 | বাজারে যায় রাম | এখানে বাক্যের অংশ তিনটিকে উল্টোভাবে সন্নিবেশিত করা হয়েছে । |
3 | রাম বাজারে যায় । | এখানে বাক্যের অংশ তিনটিকে উদ্দেশ্য,ক্রিয়া এবং বিধেয় --- এভাবে পরপর সন্নিবেশন করা হয়নি । |
4 | বাজারে রাম যায়। | এখানেও বাক্যের অংশ তিনটিকে সাধারণ রীতি অনুযায়ী পরপর উল্লেখ করা হয়নি । |
বাক্যের অংশগুলির কোনো কোনটির অনুপস্থিতি
কোনো বাক্যের ক্ষেত্রে তিনটি অংশ আছে । এই তিনটি অংশের মধ্যে আমরা প্রথমে উদ্দেশ্যকে , তারপরে ক্রিয়াকে এবং সবশেষে বিধেযকে সাধারনভাবে উল্লেখ করে থাকি । আবার অনেক সময় এই সমস্ত অংশগুলিকে ইচ্ছামতো অন্যভাবেও উল্লেখ করতে পারি । অনেক সময় আবার এই সমস্ত অংশগুলির কোনটিকে আমরা উহ্য রাখতেও পারি । এর ফলে কুন্তু বাক্যটির মর্যাদার কোনো হানি ঘটে না । যেমন -
রাম বাজারে । --এখানে যায় নামক ক্রিয়াপদের অংশটিকে উহ্য রাখা হয়েছে । এই শব্দটিকে উহ্য রাখলেও আমাদের চিন্তার প্রকাশরূপে বাক্যটির অর্থের কোনো হানি ঘটে না ।
বাক্য ও বচন কাকে বলে ?