Ads

বাক্য ও বচন কাকে বলে ? বাক্যের অংশগুলি কি ?

বাক্য ও বচন কাকে বলে ?

বাক্য ও বচন কাকে বলে ? বাক্যের অংশগুলি কি ? উদাহরণ-সহ আলোচনা করো।

Ans :- বাক্য ও বচন

বাক্য কাকে বলে / বাক্য কি ?

ভাষা মাধ্যমে প্রকাশিত চিন্তাকেই ব্যাকরনগত অর্থে বলা হয় বাক্য।

বচন কাকে বলে / বচন কি ?

বাক্যের পরিশ্রুত অর্থাৎ, তার্কবিজ্ঞানসম্মত রূপকেই বলা হয় বচন ।


বাক্য বা বচনই হল তর্কবিদ্যার মূলভিত্তি । এই বাক্য বা বচনের দ্বারাই গঠিত হয় যুক্তি । এই ক্ষেত্রে বাক্য বা বচনের যে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা আছে তাতে কোনো সন্দেহই নেই ।


উদাহরণ-সহ বাক্যের অংশ :-

একটি বাক্যের মোট তিনটি অংশ ।

যথা -
  1. উদ্দেশ্য (Subject)
  2. ক্রিয়া (Verb)
  3. বিধেয় (Predicate)


এই তিনটি অংশ পারস্পরিকভাবে আবদ্ধ হয়ে বাক্যের সৃষ্টি করে । পরিপূর্ণ বাক্যের ক্ষেত্রে এই তিনটি অংশেরই প্রয়োজন আছে । যেমন -

রাম (উদ্দেশ্য) যায় (ক্রিয়া) বাজারে (বিধেয়)

বাক্যের অংশগুলির সংবদ্ধতার নির্দিষ্ট কোনো নিয়ম নেই

বাক্যের ক্ষেত্রে যে তিনটি অংশ বা উপাদানের উল্লেখ করা হল সেগুলি ঠিক কিভাবে সংবদ্ধ হবে তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই । এই তিনটি অংশকে তাই আমরা আমাদের ইচ্ছানুযায়ী সম্মিলিত করে বাক্য গঠন করে থাকি । এর ফলে বাক্যের রূপও ভিন্ন ভিন্ন হয়ে থাকে । যেমন -


1 রাম যায় বাজারে । এখানে বাক্যের তিনটি অংশ পরপর সন্নিবেশিত হয়েছে ।
2 বাজারে যায় রাম এখানে বাক্যের অংশ তিনটিকে উল্টোভাবে সন্নিবেশিত করা হয়েছে ।
3 রাম বাজারে যায় । এখানে বাক্যের অংশ তিনটিকে উদ্দেশ্য,ক্রিয়া এবং বিধেয় --- এভাবে পরপর সন্নিবেশন করা হয়নি ।
4 বাজারে রাম যায়। এখানেও বাক্যের অংশ তিনটিকে সাধারণ রীতি অনুযায়ী পরপর উল্লেখ করা হয়নি ।


বাক্যের অংশগুলির কোনো কোনটির অনুপস্থিতি


কোনো বাক্যের ক্ষেত্রে তিনটি অংশ আছে । এই তিনটি অংশের মধ্যে আমরা প্রথমে উদ্দেশ্যকে , তারপরে ক্রিয়াকে এবং সবশেষে বিধেযকে সাধারনভাবে উল্লেখ করে থাকি । আবার অনেক সময় এই সমস্ত অংশগুলিকে ইচ্ছামতো অন্যভাবেও উল্লেখ করতে পারি । অনেক সময় আবার এই সমস্ত অংশগুলির কোনটিকে আমরা উহ্য রাখতেও পারি । এর ফলে কুন্তু বাক্যটির মর্যাদার কোনো হানি ঘটে না । যেমন -



রাম বাজারে । --এখানে যায় নামক ক্রিয়াপদের অংশটিকে উহ্য রাখা হয়েছে । এই শব্দটিকে উহ্য রাখলেও আমাদের চিন্তার প্রকাশরূপে বাক্যটির অর্থের কোনো হানি ঘটে না ।





বাক্য ও বচন কাকে বলে ?


যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ

what is phrases?


what is phrases in philosophy


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url