![]() |
Philosophy Examination Suggestion MCQ(M.C.Q) 2021 for class XII(নিরপেক্ষ ন্যায়) |
Philosophy Examination Suggestion MCQ(M.C.Q) 2021 for class XII( নিরপেক্ষ ন্যায় )
M.C.Q. Of 'CATEGORICAL SYLLOGISM'
1) ন্যায় অনুমানের দ্বিতীয় নিয়মটি লঙ্ঘন করলে কি দোষ হয় ?
a)অব্যাপ্য হেতুদোষb) অবৈধ সাধ্য দোষ
c)অবৈধ পক্ষ দোষ
d)চতুষ্পদঘটিত দোষ
2) সাধ্যপদটি যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হলে কি দোষ হয় ?
a)অব্যাপ্য হেতু দোষb)অবৈধ পক্ষ দোষ
c)অব্যাপ্য সাধ্য দোষ
d) অবৈধ সাধ্য দোষ
3) পক্ষপদটি যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হলে কোন দোষের উদ্ভব হয় ?
a) অবৈধ সাধ্য দোষb) অবৈধ পক্ষ দোষ
c)হেতু দোষ
d) চতুষ্পদঘটিত দোষ
4) CELABENT হলো বৈধ মূর্তি
a) দ্বিতীয় সংস্থানেb) তৃতীয় সংস্থানে
c) চতুর্থ সংস্থানে
d) প্রথম সংস্থানে
Philosophy Examination Suggestion MCQ(M.C.Q) 2021 for class XII( নিরপেক্ষ ন্যায়)
5) নিরপেক্ষ ন্যায়ের নিয়ম আছে ---
a) ৮ টিb) ১৬ টি
c) ১০ টি
d) ১২ টি
6) নিরপেক্ষ ন্যায়ের সম্ভাব্য মূর্তির সংখ্যা --
a) ১২ টিb)১৫ টি
c)২৫৬ টি
d) ২৪০ টি
7) নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হলো --
a) ৩ টিb)৪ টি
c)৫ টি
d) ৬ টি
8) ন্যায় অনুমানের চারটি পদ থাকলে --
a)সাধ্য দোষb)পক্ষ দোষ
c)হেতু দোষ
d)চারিপদ ঘটিত দোষ
Philosophy Examination Suggestion MCQ(M.C.Q) 2021 for class XII( নিরপেক্ষ ন্যায়)
9) ন্যায় অনুমানে হেতুপদ যদি একবার ব্যাপ্য না হয় , তাহলে হবে ---
a) অবৈধ হেতু দোষb)সাধ্য দোষ
c) হেতু দোষ
d)পক্ষ দোষ
10) বৈধতার প্রশ্নটি জড়িত হল --
a) বাক্যের সঙ্গেb) বচনের সঙ্গে
c)সিদ্ধান্তের সঙ্গে
d)যুক্তির আকারের সঙ্গে
11) FESAPO মূর্তিটি বৈধ হয় ______ সংস্থানে
a) প্রথমb) দ্বিতীয়
c) তৃতীয়
d) চতুর্থ
12) তৃতীয় প্রকারের সংক্ষিপ্ত ন্যায়ে
a)প্রধান যুক্তিবাক্য অযুক্তি থাকেb)অপ্রধান যুক্তিবাক্য অযুক্তি থাকে
c)সিদ্ধান্ত অযুক্তি থাকে
d)যে-কোনো একটি বচন
13) সংক্ষিপ্ত ন্যায়ের প্রথম প্রকারে যে যুক্তিবাক্যটি উহ্য থাকে , তা হল --
a) প্রধান যুক্তিবাক্যb)সিদ্ধান্ত
c) অপ্রধান যুক্তিবাক্য
d)এদের কোনটিই নয়
Philosophy Examination Suggestion MCQ(M.C.Q) 2021 for class XII( নিরপেক্ষ ন্যায়)
14) লোকটি বুদ্ধিমান , কারণ সে রোগা -- এটি হল
a) পূর্ণাঙ্গ ন্যায়b)সংক্ষিপ্ত ন্যায়
c)বৈকল্পিক ন্যায়
d)সাপেক্ষ ন্যায়
15) সংক্ষিপ্ত ন্যায়ের প্রকার হল
a)দুটিb)তিনটি
c)চারটি
d)পাঁচটি
16) নিরপেক্ষ ন্যায় অবৈধ হয়
a)যখন নিয়মগুলিকে মানা হয়b)যখন যুক্তিবাক্য ও সিদ্ধান্ত একই গুনসম্পন্ন হয়
c)যখন নিয়মগুলিকে মানা হয় না
d)যখন যুক্তিবাক্য ও সিদ্ধান্ত ভিন্ন গুনসম্পন্ন হয়
17) কোনো নিরপেক্ষ ন্যায়ে তিনের অধিক বচন থাকলে যে দোষের উদ্ভব হয় , তা হল
a) ন্যায় সংকোচের দোষb) সংক্ষিপ্ত ন্যায়ের দোষ
c) ন্যায় শৃঙ্খলের দোষ
d) চতুষ্পদঘটিত দোষ
18) প্রধান যুক্তি বাক্য বিশেষ এবং অপ্রধান যুক্তিবাক্য নঞর্থক হয় , তাহলে ন্যায় অনুমানটি হবে
a) বৈধb)অবৈধ
c)সত্য
d)মিথ্য
19) অনেকার্থক পক্ষ দোষ
a) পক্ষপদের দুটি অর্থ হয়b)হেতু দুটি পদের
c)পক্ষপদের দুটি
d)যে-কোনো পদের দুটি অর্থ হয়
Philosophy Examination Suggestion MCQ(M.C.Q) 2021 for class XII( নিরপেক্ষ ন্যায়)
20) অনেকার্থক হেতু দোষ
a)সাধ্যপদের দুটি অর্থ হয়b)হেতুপদের দুটি অর্থ হয়
c)পক্ষপদের দুটি হয়
d)যে-কোনো পদের দুটি অর্থ হয়
21) কোনটি তৃতীয় সংস্থানের মূর্তি ?
a)CELARENTb)DARAPTI
c) CAMESTRES
d)BRAMANTIP
22) AOO মূর্তিটি কোন সংস্থানের বৈধ মূর্তি?
a) প্রথমb)দ্বিতীয়
c)তৃতীয়
d)চতুর্থ
23) তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি কয়টি ?
a)৪ টিb)৬ টি
c)৫ টি
d)৩ টি
24) চারটি সংস্থান দেখা যায় যে ন্যায়ে তা হল
a) সাপেক্ষ ন্যায়b)বৈকল্পিক ন্যায়
c) সাপেক্ষ নিরপেক্ষ ন্যায়
d)নিরপেক্ষ ন্যায়
25) দশটি সুদ্ধ মূর্তি আছে --
a)প্রথম ও দ্বিতীয় সংস্থানে যৌথভাবেb)প্রথম ও তৃতীয় সংস্থানে যৌথভাবে
c)দ্বিতীয় ও তৃতীয় সংস্থানে যৌথভাবে
d)প্রথম ও চতুর্থ সংস্থানে যৌথভাবে
26) নিরপেক্ষ ন্যায়ের যে সংস্থানে হেতুপদ উভয় আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তা হল
a) প্রথম সংস্থানেb)দ্বিতীয় সংস্থানে
c)তৃতীয় সংস্থানে
d) চতুর্থ সংস্থানে
27) নিরপেক্ষ ন্যায়ের যে সংস্থানে হেতুপদ উভয় আশ্রয়বাক্যের বিধেয় স্থানে থাকে তা হল
a) প্রথম সংস্থানেb) দ্বিতীয় সংস্থানে
c) তৃতীয় সংস্থানে
d) চতুর্থ সংস্থানে
28) নিরপেক্ষ ন্যায়ের যে সংস্থানে হেতুপদ প্রধান আশ্রয়বাক্যের বিধেয় স্থানে অপ্রধান আশ্রয়বাক্য উদ্দেশ্য স্থানে থাকে তা হল
a)প্রথম সংস্থানেb)দ্বিতীয় সংস্থানে
c) তৃতীয় সংস্থানে
d) চতুর্থ সংস্থানে
29) নিরপেক্ষ ন্যায়ের যে সংস্থানে হেতুপদ প্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে অপ্রধান আশ্রয়বাক্য বিধেয় স্থানে থাকে তা হল
a)প্রথম সংস্থানেb) দ্বিতীয় সংস্থানে
c)তৃতীয় সংস্থানে
d) চতুর্থ সংস্থানে
30) নিরপেক্ষ ন্যায়ে যে পদ সিদ্ধান্তে থাকে না , তা হল --
a) সাধ্যপদb)পক্ষপদ
c)হেতুপদ
d) সাধন পদ
No comments:
Post a Comment