soil geography in Bengali
মাটির সম্বন্ধে ধারণা
মাটির সম্বন্ধে জ্ঞান
1. মাটি বা মৃত্তিকা কাকে বলে ?
উত্তর :-সাধারণভাবে ভূপৃষ্টের ওপর পড়ে থাকা শিথিল , নিষ্ক্রিয় ও ধুসর রঙের স্তর বা নরম আবরণ যা খনিজ পদার্থ , জৈব পদার্থ , জলবায়ু এবং নানারকম কীটপতঙ্গ ও ব্যাকটেরিয়া দ্বারা গঠিত এবং যা বৃক্ষাদিকে ধরে রাখে , তাকে মাটি বা মৃত্তিকা বলে ।
ইংরেজি 'Soil' শব্দটি লাতিন "Solum" (সোলুম বা সোলাম) থেকে এসেছে , যার মানে ভূমিতল বা মেঝে বা মৃত্তিকা বা মাটি ।
2. মাটি কয় প্রকার ও কী কী ?
উত্তর :-মাটি তিনপ্রকার । যথা -
(i) এঁটেল মাটি (Clayey Soil)-- মাটির কনা গুলো বড়ো বড়ো হয় ।
(ii) বেলে মাটি (Sandy Soil)-- মাটির কনা কাদার কনার চেয়ে বড়ো হয় ।
(iii) দোঁয়াশ মাটি (Loamy Soil)-- বালি আর কাদার ভাগ প্রায় সমান সমান ।
3. মাটির কাদার কনার বৈশিষ্ট্য কী ?
উত্তর :-কাদার কনা শক্ত হয় । কণাগুলোর ফাঁকে ফাঁকে একটু জল আর বাতাস থাকে । জল শুকোলে কণাগুলো গায়ে গায়ে লেগে শক্ত হয়ে যায় । কাদামাটি গুঁড়ো করে জল দিলে আঠার মতো হয়ে যায় ।
4. মাটি খারাপ বা দূষিত হলে কী হবে ?
উত্তর :-মাটি খারাপ হলে -- (i) মাটির ফসল তৈরির ক্ষমতা কমে যায় ।
(ii) মাটির উপরটা নষ্ট হয়ে যায় ।
(iii) মাটিতে জল জমে থাকে ।
(iv) মাটির বাঁধন আলগা হয়ে যায় ।
5. মাটির স্বাভাবিক ও অস্বাভাবিক উপাদানগুলির উদাহরণ দিন ।
উত্তর :-স্বাভাবিক উপাদান :- গোবর , পচাপাতার কুচি , মাছের কাঁটা ইত্যাদি ।
অস্বাভাবিক উপাদান :- পলিথিনের কুচি , অ্যালুমিনিয়ামের কুচি , পেনের রিফিল টুকরো ইত্যাদি ।
6. মাটি বা মৃত্তিকার উপাদানগুলি কী কী ?
উত্তর :-মৃত্তিকা সৃষ্টির প্রত্যক্ষ ও পরোক্ষ উপাদানগুলি হল -
সূর্যতাপ,বৃষ্টিপাত,বায়ুপ্রবাহ,জলস্রোত ইত্যাদি প্রাকৃতিক শক্তি এবং শিলার ছোটো দানা , জীবিত ও মৃত উদ্ভিদ এবং প্রানীদেহ ইত্যাদি ।
7. মৃত্তিকার সমীকরণ কী?
উত্তর :-S= f (Cl,O,R,P,T)
S= Soil (মাটি),
F= Function(কার্যকারিতা)
Cl= Climate (জলবায়ু)
O= Organic Activity (জীবমন্ডল)
R= Relief (ভূপ্রকৃতি)
P= Parent Material (জনকশিলা)
T= Time (সময়)
8. অবশিষ্ট মৃত্তিকা বা মাটি কী ?
উত্তর :-নরম মাটি বা মৃত্তিকা স্তরের নীচে শিলাখন্ড এবং তার নীচে কঠিন শিলাস্তর দেখতে পাওয়া যায় । এই রকম স্তরবিশিষ্ট মৃত্তিকাকে অবশিষ্ট মৃত্তিকা বা মাটি বলে ।
9. অপসৃত মৃত্তিকা বা মাটি কী ?
উত্তর :-নদীস্রোত, বৃষ্টি , হিমবাহ , বায়ুপ্রবাহ ,জীবজন্তু প্রভৃতি শক্তি দ্বারা শিলাচুর্ণ এক জায়গা থেকে অপসারিত ও অন্যত্র সঞ্চিত হয়ে যে মৃত্তিকার সৃষ্টি করে , তাকে অপসৃত মৃত্তিকা বা মাটি বলে ।
10. মাটি উর্বর হয় কেন ? মাটির দুটি ক্ষতিকারক উপাদানের নাম কর ?
উত্তর :-মাটিতে সজীব জৈব উপাদান থাকে । এগুলি মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে । এর ফলে মাটি উর্বর হয় ।
ক্ষতিকারক উপাদান :- পলিথিন , প্লাস্টিক । এরা গাছের শিকড় মাটিতে ডুকতে বাধা দেয় । এর ফলে গাছের শিকড় আলগা হয়ে যায় ।ঝড়ে গাছ উল্টে যায় । ওগুলো মাটিকে আলো-হাওয়া পেতে দেয় না ।
11. মৃত্তিকা গ্রথন (Texture)কাকে বলে ?
উত্তর :-মৃত্তিকার অন্তর্গত খনিজকনার বিন্যাসকে বলা হয় গ্রথন (Texture)।
12. হিউমাস (Humus) কী ?
উত্তর :-সূক্ষ্ম (ছোটো) জীবানুরা জৈব পদার্থকে বিয়োজিত করে যে কার্বন,অক্সিজেন,নাইট্রোজেন, হাইড্রোজেন, প্রোটিন ইত্যাদি সমৃদ্ধ স্তর। প্রসঙ্গত , বিয়োজিত জৈব পদার্থকে হিউমাস (Humus) বলে।
13. ভারতের মাটি বা মৃত্তিকার শ্রেনিবিভাগগুলির নাম লেখো ।
উত্তর :-ভারতের মৃত্তিকাকে প্রধানত ছয়টি ভাগে ভাগ করা যায় । যথা -
i. পাললিক মৃত্তিকা
ii. কৃষ্ণ মৃত্তিকা
iii. লোহিত মৃত্তিকা
iv. ল্যাটেরাইট মৃত্তিকা
v. মরু অঞ্চলের মৃত্তিকা
vi. পার্বত্য অঞ্চলের মৃত্তিকা
14. মাটিতে হিমাস-এর প্রয়োজনীতা কী ?
উত্তর :-হিউমাস মাটির উর্বরতা বাড়ায় । মাটিতে জল ও বায়ুর প্রবাহ সচল রাখে । মাটির গ্রথন (Texture) ঠিক রাখে ।
15. ল্যাটেরাইট মৃত্তিকার এইরূপ নামকরণের কারণ কী ?
উত্তর :-লাতিন ভাষায় "ল্যাটার (Later)" শব্দের অর্থ হল - ইট। ইটের মতো শক্ত আর লাল রঙের হয় বলে, এই মৃত্তিকার নাম ল্যাটেরাইট ।
16. দোঁয়াশ মাটি (Loamy Soil) কী?
উত্তর :-দোঁয়াশ মাটিতে বালি ও কাদা প্রায় সমপরিমানে থাকে ।
ভারতের পাঞ্জাব , উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের পলিমাটি অঞ্চলে দোঁয়াশ মৃত্তিকা পাওয়া যায় ।
17. এঁটেল মাটি (Clayey Soil) কী?
উত্তর :-কাদার ভাগ বেশি থাকায় এঁটেল মাটি বেশিক্ষণ জল ধরে রাখতে পারে ।
গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলে পাওয়া যায় ।
18. বেলে মাটি (Sandy Soil) কী ?
উত্তর :-বেলে মাটিতে বালির ভাগ বেশি হওয়ায় জল ধরে রাখতে পারে না ।
গাঙ্গেয় উপত্যকার পশ্চিমাংশ বেলে মাটি দেখা যায় ।
19. কালো মাটি কাকে বলে ?
উত্তর :-লাভা গঠিত ব্যাসল্ট শিলা থেকে উৎপন্ন হওয়ায় এই মাটির বং কালো হয় ।
খনিজসম্পদে সমৃদ্ধ হওয়ায় এই মাটি উর্বর প্রকৃতির।
20. লাল মাটি কাকে বলে ?
উত্তর :-গ্রানাইট ও নিস জাতীয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে এই মাটি সৃষ্টি হয় । লোহার ভাগ বেশি বলে এই মাটির বং লাল ।
এই মাটির জল ধারণ ক্ষমতা কম তাই অনুর্বর প্রকৃতির ।