Ads

Disjunctive syllogism example (প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়ের উদাহরণ)

Disjunctive syllogism example

Disjunctive syllogism example (প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়ের উদাহরণ)





Disjunctive syllogism example in Bengali

প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়ের নিয়ম

প্রাকল্পিক M.P :-
যদি p তবে q
p
...q

প্রাকল্পিক M.T:-
যদি p তবে q
~q
...~p


বৈকল্পিক :-
হয় p অথবা q
~p
...q
হয় p অথবা q
~q
...p

1) সে দুষ্কৃতি নয় অথবা শয়তান নয় । সে দুষ্কৃতি । অতএব সে শয়তান ।

উত্তর:- তর্কবিজ্ঞানসম্মত রূপ :-
সে দুষ্কৃতি নয় অথবা শয়তান নয় ।
সে দুষ্কৃতি ।
... সে শয়তান নয় ।

যুক্তির প্রকার :-
বৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় ।

দোষ :-
কোনো দোষ নেই।


2) সে হয় কলকাতায় অথবা নিউ দিল্লীতে । সে নিউ দিল্লীতে । অতএব সে নয় কলকাতায় ।

উত্তর:- তর্কবিজ্ঞানসম্মত রূপ :-
সে হয় কলকাতায় অথবা নিউ দিল্লীতে ।
সে নিউ দিল্লীতে ।
... সে নয় কলকাতায় ।

যুক্তির প্রকার :-
বৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় ।

দোষ :-
কোনো দোষ নেই।


3) হয় সে জীবিত অথবা সে মৃত । সে মৃত নয় । অতএব সে সে জীবিত ।

উত্তর:- তর্কবিজ্ঞানসম্মত রূপ :-
হয় সে জীবিত অথবা সে মৃত ।
সে মৃত নয় ।
... সে জীবিত ।

যুক্তির প্রকার :-
বৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় ।

দোষ :-
কোনো দোষ নেই।


4) হয় তুমি ছবি দেখবে অথবা তুমি নিজেই ছবি হবে । তুমি নিজে ছবি নও । অতএব তুমি ছবি দেখবে না ।

উত্তর:- তর্কবিজ্ঞানসম্মত রূপ :-
হয় তুমি ছবি দেখবে অথবা তুমি নিজেই ছবি হবে ।
তুমি নিজে ছবি নও ।
... তুমি ছবি দেখবে না ।

যুক্তির প্রকার :-
অবৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় ।

দোষ :-
একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে অস্বীকারজনিত দোষ।


5) যদি শ্রেয়া পরিশ্রমী হয় তবে শ্রেয়াপাশ করবে । শ্রেয়া পরীক্ষায় পাশ করেছে । অতএব শ্রেয়া পরিশ্রমী ।

উত্তর:- তর্কবিজ্ঞানসম্মত রূপ :-
যদি শ্রেয়া পরিশ্রমী হয় তবে শ্রেয়াপাশ করবে ।
শ্রেয়া পরীক্ষায় পাশ করেছে ।
... শ্রেয়া পরিশ্রমী ।

যুক্তির প্রকার :-
অবৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় ।

দোষ :-
যুক্তিটিতে অনুগ স্বীকারজনিত দোষে দুষ্ট।


6) যদি সূর্য থাকে তবে আলোক থাকে । এমন নয় যে সূর্য আছে । অতএব এমন নয় যে আলোক আছে ।

উত্তর:- তর্কবিজ্ঞানসম্মত রূপ :-
যদি সূর্য থাকে তবে আলোক থাকে ।
এমন নয় যে সূর্য আছে ।
... এমন নয় যে আলোক আছে ।

যুক্তির প্রকার :-
অবৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় ।

দোষ :-
যুক্তিটিতে পূর্বগ অস্বীকারজনিত দোষে দুষ্ট।


7) তুমি দর্শনের শিক্ষক হলে সদয় হবে । তুমি সদয় নও । অতএব তুমি দর্শনের শিক্ষক নও ।

উত্তর:- তর্কবিজ্ঞানসম্মত রূপ :-
যদি তুমি দর্শনের শিক্ষক হও তবে তুমি সদয় হবে ।
তুমি সদয় নও ।
... তুমি দর্শনের শিক্ষক নও ।

যুক্তির প্রকার :-
বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় ।

দোষ :-
যুক্তিটিতে কোনো দোষ নেই।


8) যদি বৃষ্টি পড়ে তবে সুমিতা পার্কে যাবে না । সুমিতা পার্কে যায়নি । অতএব বৃষ্টি পড়েছে ।

উত্তর:- তর্কবিজ্ঞানসম্মত রূপ :-
যদি বৃষ্টি পড়ে তবে সুমিতা পার্কে যাবে না ।
সুমিতা পার্কে যায়নি ।
...বৃষ্টি পড়েছে ।

যুক্তির প্রকার :-
অবৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় ।

দোষ :-
যুক্তিটিতে অনুগকে স্বীকারজনিত দোষে দুষ্ট।


9) যদি পৃথিবী চ্যাপটা হয় তাহলে মঙ্গলও চ্যাপটা । পৃথিবী চ্যাপটা নয় । অতএব মঙ্গলও চ্যাপটা নয় ।

উত্তর:- তর্কবিজ্ঞানসম্মত রূপ :-
যদি পৃথিবী চ্যাপটা হয় তাহলে মঙ্গলও চ্যাপটা ।
পৃথিবী চ্যাপটা নয় ।
...মঙ্গলও চ্যাপটা নয় ।

যুক্তির প্রকার :-
অবৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় ।

দোষ :-
যুক্তিটিতে পূর্বগ অস্বীকারজনিত দোষে দুষ্ট।


10) যদি ঈশ্বর থাকেন তবে তিনি পাপ সৃষ্টির জন্য দায়ী । ঈশ্বরবলে কেউ নেই । অতএব তাঁকে পাপ সৃষ্টির জন্য দায়ী করা যায় না ।

উত্তর:- তর্কবিজ্ঞানসম্মত রূপ :-
যদি ঈশ্বর থাকেন তবে তিনি পাপ সৃষ্টির জন্য দায়ী ।
এমন নয় যে ঈশ্বর আছেন ।
...এমন নয় যে ঈশ্বর পাপ সৃষ্টির জন্য দায়ী ।

যুক্তির প্রকার :-
অবৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় ।

দোষ :-
যুক্তিটিতে পূর্বগ অস্বীকারজনিত দোষে দুষ্ট।


11) যদি সে বিষপান করে তাহলে সে মারা যাবে । সে কিন্তু বিষপান করে নি । অতএব সে মারা যেতে পারে না ।

উত্তর:- তর্কবিজ্ঞানসম্মত রূপ :-
যদি এমন হয় যে সে বিষপান করে তবে সে মারা যাবে ।
এমন নয় যে সে বিষপান করেছে ।
...এমন নয় যে সে মারা যাবে ।

যুক্তির প্রকার :-
অবৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় ।

দোষ :-
যুক্তিটিতে পূর্বগ অস্বীকারজনিত দোষে দুষ্ট।


12) যদি তুমি পরীক্ষায় নকল কর তবে তুমি ঘৃণিত হবে । যেহেতু তুমি ঘৃণিত সেহেতু বলা যায় যে তুমি পরীক্ষায় নকল কর ।

উত্তর:- তর্কবিজ্ঞানসম্মত রূপ :-
যদি এমন হয় যে তুমি পরীক্ষায় নকল কর তাহলে তুমি ঘৃণিত ।
এমন হয় যে তুমি ঘৃণিত ।
...এমন হয় যে তুমি পরীক্ষায় নকল কর ।

যুক্তির প্রকার :-
অবৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় ।

দোষ :-
যুক্তিটিতে অনুগ স্বীকারজনিত দোষে দুষ্ট।


13) যদি বিদ্যুৎ চমকায় তাহলে বজ্রপাত হয় । বজ্রপাত হচ্ছে , সুতরাং বিদ্যুৎ চমকাচ্ছে।

উত্তর:- তর্কবিজ্ঞানসম্মত রূপ :-
যদি বিদ্যুৎ চমকায় তাহলে বজ্রপাত হয় ।
বজ্রপাত হচ্ছে ।
...বিদ্যুৎ চমকাচ্ছে ।

যুক্তির প্রকার :-
অবৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় ।

দোষ :-
যুক্তিটিতে অনুগ স্বীকারজনিত দোষে দুষ্ট।


14)তুমি যদি রাষ্ট্রপতি হও তাহলে খ্যাতিমান । কিন্তু তুমি রাষ্ট্রপতি নও , সুতরাং তুমি খ্যাতিমান নও ।

উত্তর:- তর্কবিজ্ঞানসম্মত রূপ :-
যদি এমন হয় যে তুমি রাষ্ট্রপতি তাহলে তুমি খ্যাতিমান ।
এমন নয় যে তুমি রাষ্ট্রপতি ।
...এমন নয় যে তুমি খ্যাতিমান ।

যুক্তির প্রকার :-
অবৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় ।

দোষ :-
যুক্তিটিতে পূর্বগকে অস্বীকারজনিত দোষে দুষ্ট।


15) যদি আজ খেলা হয় , তাহলে ভারত জিতবে । আজ খেলা হবে না । সুতরাং ভারত জিতবে না ।

উত্তর:- তর্কবিজ্ঞানসম্মত রূপ :-
যদি আজ খেলা হয় তাহলে ভারত জিতবে ।
আজ খেলা হবে না ।
...ভারত জিতবে না ।

যুক্তির প্রকার :-
অবৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় ।

দোষ :-
যুক্তিটিতে পূর্বগকে অস্বীকারজনিত দোষে দুষ্ট।


16) রবীন্দ্রনাথ একজন দার্শনিক কিংবা কবি । রবীন্দ্রনাথ একজন কবি । সুতরাং তিনি দার্শনিক নন ।

উত্তর:- তর্কবিজ্ঞানসম্মত রূপ :-
রবীন্দ্রনাথ একজন দার্শনিক কিংবা কবি ।
রবীন্দ্রনাথ একজন কবি ।
...তিনি দার্শনিক নন ।

যুক্তির প্রকার :-
অবৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় ।

দোষ :-
যুক্তিটিতে বিকল্প স্বীকারজনিত দোষে দুষ্ট।


17) রাম সেতারবাদক অথবা বেহালাবাদক । রাম সেতারবাদক । সুতরাং রাম বেহালাবাদক নয় ।

উত্তর:- তর্কবিজ্ঞানসম্মত রূপ :-
রাম সেতারবাদক অথবা বেহালাবাদক ।
রাম সেতারবাদক ।
...রাম বেহালাবাদক নয় ।

যুক্তির প্রকার :-
অবৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় ।

দোষ :-
যুক্তিটিতে বিকল্প স্বীকারজনিত দোষে দুষ্ট।


18) হয় সে মূর্খ অথবা সে শয়তান । সে মূর্খ । সুতরাং সে শয়তান নয় ।

উত্তর:- তর্কবিজ্ঞানসম্মত রূপ :-
হয় সে মূর্খ অথবা সে শয়তান ।
সে মূর্খ ।
...সে শয়তান নয় ।

যুক্তির প্রকার :-
অবৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় ।

দোষ :-
যুক্তিটিতে বিকল্প স্বীকারজনিত দোষে দুষ্ট।


19) হয় রাহুল গায়ক অথবা রাহুল অভিনেতা । রাহুল অভিনেতা নয় । সুতরাং রাহুল গায়ক ।

উত্তর:- তর্কবিজ্ঞানসম্মত রূপ :-
হয় রাহুল গায়ক অথবা রাহুল অভিনেতা ।
এমন নয় যে রাহুল অভিনেতা ।
...রাহুল গায়ক ।

যুক্তির প্রকার :-
বৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় ।

দোষ :-
যুক্তিটিতে কোনো দোষ নেই ।


20) শরৎচন্দ্র সাহিত্যিক অথবা কবি । শরৎচন্দ্র সাহিত্যিক । অতএব শরৎচন্দ্র কবি নন ।

উত্তর:- তর্কবিজ্ঞানসম্মত রূপ :-
হয় শরৎচন্দ্র হন সাহিত্যিক অথবা শরৎচন্দ্র হন কবি ।
শরৎচন্দ্র সাহিত্যিক ।
...শরৎচন্দ্র কবি নন ।

যুক্তির প্রকার :-
অবৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় ।

দোষ :-
যুক্তিটিতে বিকল্প স্বীকারজনিত দোষে দুষ্ট ।


দর্শনের প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় click here.


প্রাকল্পিক ও বৈকল্পিক M.CQ click here.

hypothetical-and-disjunctive example in Bengali

Disjunctive syllogism example in Bengali

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url