Ads

Disjunctive syllogism short questions and answers

Disjunctive syllogism short questions and answers

Disjunctive syllogism short questions and answers (প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়ের শর্ট প্রশ্ন উত্তর)

Disjunctive syllogism short questions and answers in Bengali

1) D.S. - এর পুরো নাম কী ?

উত্তর:- D.S. পুরো নাম হল - Disjunctive Syllogism.2) 'অবিসংবাদী' শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী ?

উত্তর:- ইংরেজি প্রতিশব্দ হল Inclusive Sense.3) 'বিসংবাদী' শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী ?

উত্তর:- ইংরেজি প্রতিশব্দ হল clusive Sense.4) বিকল্প কাকে বলে ?

উত্তর:- বৈকল্পিক ন্যায়ের আশ্রয়বাক্যের অঙ্গবাক্যগুলিকে বিকল্প বলে ।5) বৈকল্পিক বচনের সংযোজক কোনটি ?

উত্তর:- বৈকল্পিক বচনের দুটি বিকল্পকে সংযোজনকারী 'হয়-অথবা' শব্দগুলিকে সংযোজক বলা হয় ।6) বৈকল্পিক বচনের কয়টি অর্থ ও কী কী ?

উত্তর:- দুটি অর্থ আছে । যথা- 1) সবল অর্থ 2) দুর্বল অর্থ7) বৈকল্পিক বচনের সবল অর্থে লক্ষণ কী ?

উত্তর:- দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে না ।8) বৈকল্পিক বচনের দুর্বল অর্থে লক্ষণ কী ?

উত্তর:- দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে ।9) দুর্বল অর্থকে আবার কী নামে বলা হয় ?

উত্তর:- দুর্বল ( weak sense ) অর্থকে বলা হয় অবিসংবাদী ( non-exclusive )10) সবল অর্থকে আবার কী নামে বলা হয় ?

উত্তর:- সবল ( Strong sense ) অর্থকে বলা হয় বিসংবাদী ( exclusive )11) দুর্বল অর্থে উদাহরণ দাও ।

উত্তর:- "হয় অনিক বুদ্ধিমান অথবা অনিক পরিশ্রমী ।"
এই বচনে বলা হয়েছে যে অনিক বুদ্ধিমান অথবা পরিশ্রমী । এখানে অনিক বুদ্ধিমান হতে পারে সত্য । আবার অনিক পরিশ্রমী ও হতে পারে এটাও সত্য । তাহলে উভয় বিকল্প সত্য হতে পারে ।
আমাদের নিয়মে বলা হয়েছে যে উভয় বিকল্প সত্য হতে পারে ।12) সবল অর্থে উদাহরণ দাও ।

উত্তর:- "হয় অনিক দিল্লিতে আছে অথবা অনিক কলকাতায় আছে ।"
এই বচনে বলা হয়েছে যে অনিক দিল্লিতে আছে অথবা কলকাতায় আছে । এখানে অনিক দিল্লিতে আছে হতে পারে সত্য । আবার অনিক কলকাতায় আছে এটা হতে পারে না এটা মিথ্যা ।

আবার এটাকে উল্টিয়ে বলা যায় যে এখানে অনিক কলকাতায় আছে হতে পারে সত্য । আবার অনিক দিল্লতে আছে এটা হতে পারে না এটা মিথ্যা ।
তাহলে উভয় বিকল্প সত্য হতে পারে না ।
কারণ একই সময় এক ব্যক্তি দুটি জায়গাতে থাকতে পারে না ।
আমাদের নিয়মে বলা হয়েছে যে উভয় বিকল্প সত্য হতে পারে না ।13) অবিসংবাদী কী ?

উত্তর:- যেকোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে অন্য বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করা না হলে বৈধ হয় ।14) বিসংবাদী কী ?

উত্তর:- যেকোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করে অন্য বিকল্পটিকে সিদ্ধান্তে অস্বীকার করলে বৈধ হয় ।15) বিকল্প পরিগ্রহণ জনিত দোষ- এর দৃষ্টান্ত দাও ।

উত্তর:-

যুক্তিযুক্তির আকার
হয় মনিকা নায়িকা অথবা গায়িকা p V q
মনিকা হয় নায়িকাp
... মনিকা নয় গায়িকা ... ~ q


hypothetical-and-disjunctive short questions and answers in Bengali


Disjunctive syllogism example in Bengali

প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়ের শর্ট প্রশ্ন উত্তর


দর্শনের প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় click here.

যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url