Ads

West Bengal Ministers List 2021 in bengali

mamata-banerjees-west-bengal-cabinet-list

২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভার মন্ত্রীর নাম ও তাদের পদ





২০২১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যােপাধ্যায় ।

1) শিক্ষা মন্ত্রী :- ব্রাত্য বসু ।

2) শিল্প,বাণিজ্য,তথ্যপ্রযুক্তি মন্ত্রী :- পার্থ চট্টোপাধ্যায় ।

3) অর্থ ও পরিকল্পনা মন্ত্রী :- অমিত মিত্র ।

4) নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী :- শশী পাঁজা ।

5) ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী :- অরূপ বিশ্বাস ।

6) পর্যটন মন্ত্রী :- ইন্দ্রনীল সেন ।

7) স্কুল শিক্ষা (প্রতিমন্ত্রী) :- পরেশ অধিকারী ।

8) গণশিক্ষা ও লাইব্রেরি মন্ত্রী :- সিদ্দিকুল্লা চৌধুরী ।

9) খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী :- সুব্রত সাহা ।

10) পরিবহন ও আবাসন মন্ত্রী :- ফরিহাদ হাকিম ।

11) জলসম্পদ ও উন্নয় মন্ত্রী :- মানস ভুঁইয়া ।

12) শ্রম মন্ত্রী :- বেচারাম মান্না ।

13) বন মন্ত্রী :- জ্যেতিপ্রিয় মল্লিক ।

14) পঞ্চায়েত ও গ্রামযন্নয়ন মন্ত্রী :- সুব্রত মুখোপাধ্যায় ।

15) বনদফতরের প্রতিমন্ত্রী :- বীরবাহা হাঁসদা ।

16) বিপর্যয় মোকাবিলা মন্ত্রী :- জাভেদ খান ।

17) দমকল ও জরুরি পরিষেবা মন্ত্রী :- সুজিত বোস ।

18) কারিগরী শিক্ষা প্রশিক্ষণ, স্কিল ডেভলপমেন্ট মন্ত্রী :- হুমায়ুন কবীর ।

19) প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী :- স্বপন দেবনাথ ।

20) কৃষি মন্ত্রী :- শোভনদেব চট্টোপাধ্যায় ।

21) সুন্দরবন উন্নয়ন মন্ত্রী :- বঙ্কিমচন্দ্র হাজরা ।

22) মৎস্য মন্ত্রী :- অখিল গিরি ।

23) সমবায় মন্ত্রী :- অরূপ রায় ।

24) সংখ্যালঘু দফতর ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী :- গোলাম রব্বানী ।

Note:আরো কিছু মন্ত্রী নাম ও তথ্য রয়েছে আপনারা পরে পাবেন ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url