Ads

মিলের অন্বয়ী-ব্যতিরেকী বা মিশ্র পদ্ধতি ব্যাখ্যা করো (সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা,অসুবিধা)

Philosophy Education

মিলের অন্বয়ী-ব্যতিরেকী বা মিশ্র পদ্ধতি ব্যাখ্যা করো (সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা,অসুবিধা) ।





মিলের অন্বয়ী-ব্যতিরেকী কী ?

সংজ্ঞা :- যে-সব দৃষ্টান্তে বিচক্ষণ ঘটনাটি উপস্থিত, তাদের ঠিক পূর্বগামী বা অনুগামী ঘটনাগুলোর মধ্যে যদি একটি ব্যাপার সবসময় উপস্থিত থাকে এবং যেসব দৃষ্টান্তে বিচক্ষণ ঘটনাটি অনুপস্থিত, তাদের ঠিক পূর্বগামী বা অনুগামী ঘটনার মধ্যে যদি ঐ ব্যাপারটি সব সময় অনুপস্থিত থাকে, তবে বুঝতে হবে যে সেটি বিচার্য ঘটনার কার্য বা কারণ বা কারণের অংশ , তাকে মিলের অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতি বলে।



আকার:-


সদর্থক দৃষ্টান্তগুচ্ছ
দৃষ্টান্ত
পূর্ববর্তী ঘটনা
পরবর্তী ঘটনা
প্রথম
ABC
abc
দ্বিতীয়
ADE
ade
তৃতীয়
AFG
afg

নঞর্থক দৃষ্টান্তগুচ্ছ
দৃষ্টান্ত
পূর্ববর্তী ঘটনা
পরবর্তী ঘটনা
প্রথম
BC
bc
দ্বিতীয়
DE
de
তৃতীয়
FG
fg


উদাহরণ - যেসব বস্তু দ্রুত তাপ বিকিরণ করে , তাদের উপরেই শিশির জমে আবার যেসব বস্তু দ্রুত তাপ বিকিরণ করে না, তাদের উপর শিশির জমে না । সুতরাং , দ্রুত তাপ বিকিরণের সঙ্গে শিশির জমার কার্য-কারণ সম্বন্ধ আছে ।



সুবিধা :-
✇ মিশ্র পদ্ধতি পর্যবেক্ষণমূলক পদ্ধতি , তাই এর প্রয়োগের ক্ষেত্র খুব ব্যাপক হয় ।

✇ মিশ্র পদ্ধতি সতর্কভাবে প্রয়োগ করতে পারলে বহুকারণজনিত দোষের সম্ভাবনাকে অনেকাংশে দূর করা যায় ।

✇ মিশ্র পদ্ধতির সিদ্ধান্ত অন্যান্য পর্যবেক্ষণমূলক আরোহ পদ্ধতির তুলনায় অনেক বেশি সুনিশ্চিত ।



অসুবিধা :-
✇ পর্যবেক্ষণভিত্তিক হওয়ায় সব সময় অ-পর্যবেক্ষণের সম্ভাবনা থেকে যায় ।

✇ এই পদ্ধতির দৃষ্টান্ত সংগ্রহের ব্যাপারে প্রকৃতির দয়ার নির্ভর করতে হয়। তাই নেতিবাচক দৃষ্টান্ত পাওয়া খুব সমস্যার ।

✇ পর্যবেক্ষণ পদ্ধতি হওয়ায় সার্থক প্রয়োগ সত্ত্বেও সিদ্ধান্তের নিশ্চয়তার প্রশ্ন থেকেই যায় ।







মিলের অন্বয়ী-ব্যতিরেকী বা মিশ্র পদ্ধতি ব্যাখ্যা করো (সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা,অসুবিধা)

মিলের অন্বয়ী-ব্যতিরেকী বা মিশ্র পদ্ধতি ব্যাখ্যা করো (সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা,অসুবিধা)

mill-The-method-of-agreement

যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ
Next Post Previous Post
3 Comments
  • Ranit
    Ranit December 22, 2021 at 9:42 AM

    Good work

  • Mohan poetry exclusive
    Mohan poetry exclusive January 16, 2022 at 7:02 PM

    ঠিক আছে 💜💘💝💟💞👍💖

  • Unknown
    Unknown March 4, 2022 at 9:22 AM

    Ok

Add Comment
comment url