বচনের বিরোধিতা নিয়ম || opposition of proposition in logic
বচনের বিরোধিতা ও বিরূপতা (Opposition of Proposition)
'Opposition of Proposition'
1) বচনের বিরোধিতা কাকে বলে ? or বচনের বিরোধিতা কি?
উত্তর:- একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি নিরপেক্ষ বচন যখন গুন কিংবা পরিমান, অথবা গুন ও পরিমান উভয় দিক থেকে পৃথক হয়, তখন বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বচনের বিরোধিতা বলে ।
গুন হিসেবে:-
i. L.F "A" :- সকল মানুষ হয় স্বার্থপর ।
ii. L.F. "I" :- কোনো কোনো মানুষ হয় স্বার্থপর ।
iii. L.F. "E" :- কোনো ছাত্র নয় অসৎ ।
iv. L.F. "O" :- কোনো কোনো ছাত্র নয় অসৎ ।
পরিমান হিসেবে:-
i. L.F. "A":- সকল সৈনিক হয় দেশপ্রেমিক ।
ii. L.F. "E":- কোনো সৈনিক নয় দেশপ্রেমিক ।
iii. L.F. "I":- কোনো কোনো মানুষ হয় বুদ্ধিমান ।
iv. L.F. "O":- কোনো কোনো মানুষ নয় বুদ্ধিমান ।
2) বিরোধিতা কয় প্রকার ও কি কি ?
উত্তর:- বচনের বিরোধিতা বা বিরূপতা চার প্রকার ।
(i) বিপরীত বিরোধিতা(Contrary Opposition)
(ii) অধীন-বিপরীত বিরোধিতা (Sub-Contrary Opposition)
(iii) বিরুদ্ধ বিরোধিতা (Contradictory Opposition)
(iv) অসম বিরোধিতা (Sub-altern Opposition)
i. বিপরীত বিরোধিতা -- "A" বচন - "E" বচন
ii. অধীন-বিপরীত বিরোধিতা -- "I" বচন - "O" বচন
iii.বিরুদ্ধ বিরোধিতা -- "A" বচন - "O" বচন ;
"E" বচন - "I" বচন
iv. অসম বিরোধিতা --"A" বচন - "I" বচন ;
"E" বচন - "O" বচন
3) বিপরীত বিরোধিতা (Contrary Opposition) কাকে বলে ? or বিপরীত বিরোধিতা কি ?
উত্তর:- একই উদ্দেশ্য ও বিধেয়বিশিষ্ট দুটি সামান্য বচন যখন গুনের দিক থেকে পৃথক হয়, তখন তাদের পারস্পরিক সম্বন্ধকে বিপরীত বিরোধিতা বলে । [A ও E]
যেমন :- L.F "A" :- সকল মানুষ হয় দ্বিপদ জীব ।
L.F "E" :- কোনো মানুষ নয় দ্বিপদ জীব ।
4) বিপরীত বিরোধিতার বৈশিষ্ট্য কি ?
উত্তর:- বিপরীত বিরোধিতার বৈশিষ্ট্য :-
(i) বিপরীত বিরোধিতার দুটি বচন থাকবে ।
(ii) দুটি বচনই সামান্য বচন হবে । (A ও E)
(iii) বচন দুটির উদ্দেশ্য ও বিধেয় অভিন্ন হবে ।
(iv) বচন দুটির মধ্যে কেবল গুণগত পার্থক্য থাকবে ।
(v) বচন দুটির মধ্যে পরিমানগত পার্থক্য থাকবে না।
(vi) এই সম্বন্ধে দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে না ।
(vii) আবর এই সম্বন্ধে দুটি বচন একসঙ্গে মিথ্যাও হতে পারে না ।
(viii) একটি সত্য হলে অপরটি মিথ্যা হয় । কিন্তু বিপরীতটি হয় না ।
5) অধীন-বিপরীত বিরোধিতা (Sub-Contrary Opposition) কাকে বলে ? or অধীন-বিপরীত বিরোধিতা কি ?
উত্তর:- একই উদ্দেশ্য ও বিধেয়বিশিষ্ট দুটি বিশেষ বচন যখন গুনের দিক থেকে পৃথক হয়, তখন তাদের পারস্পরিক সম্বন্ধকে অধীন-বিপরীত বিরোধিতা বলে । [I ও O]
যেমন :- L.F "I" :- কোনো কোনো সাপ হয় বিষধর ।
L.F "O" :- কোনো কোনো সাপ নয় বিষধর ।
6) অধীন-বিপরীত বিরোধিতার বৈশিষ্ট্য কি ?
উত্তর:- অধীন-বিপরীত বিরোধিতার বৈশিষ্ট্য :-
(i) অধীন-বিপরীত বিরোধিতার দুটি বচন থাকবে ।
(ii) দুটি বচনই বিশেষ বচন হবে । (I ও O)
(iii) বচন দুটির উদ্দেশ্য ও বিধেয় অভিন্ন হবে ।
(iv) বচন দুটির মধ্যে কেবল গুণগত পার্থক্য থাকবে ।
(v) বচন দুটির মধ্যে পরিমানগত পার্থক্য থাকবে না।
(vi) এই সম্বন্ধে দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে না ।
(vii) আবর এই সম্বন্ধে দুটি বচন একসঙ্গে মিথ্যাও হতে পারে না ।
(viii) একটি সত্য হলে অপরটি মিথ্যা হয় । কিন্তু বিপরীতটি হয় না ।
7) বিরুদ্ধ বিরোধিতা (Contradictory Opposition) কাকে বলে ? or বিরুদ্ধ বিরোধিতা কি ?
উত্তর:- একই উদ্দেশ্য ও বিধেয়বিশিষ্ট দুটি বচন যখন গুন ও পরিমান উভয় দিক থেকে পৃথক হয়, তখন তাদের পারস্পরিক সম্বন্ধকে বিরুদ্ধ বিরোধিতা বলে । [A ও O];[E ও I]
যেমন :- L.F "A" :- সকল শিক্ষক হয় জ্ঞানী ।
L.F "O" :- কোনো কোনো শিক্ষক নয় জ্ঞানী ।
L.F "E" :- সকোনো মানুষ নয় পূর্ণ ।
L.F "I" :- কোনো কোনো মানুষ হয় পূর্ণ ।
8) বিরুদ্ধ বিরোধিতার বৈশিষ্ট্য কি ?
উত্তর:- বিরুদ্ধ বিরোধিতার বৈশিষ্ট্য :-
(i) বিরুদ্ধ বিরোধিতার দুটি বচন থাকবে ।
(ii) দুটি বচনের একটি সামান্য বচন ও অপরটি বিশেষ বচন হবে । (A ও O) এবং (E ও I)
(iii) বচন দুটির উদ্দেশ্য ও বিধেয় অভিন্ন হবে ।
(iv) বচন দুটির মধ্যে গুণগত পার্থক্য থাকবে।
(v) বচন দুটির মধ্যে পরিমানগতও পার্থক্য থাকবে ।
(v) এই সম্বন্ধে দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে না ।
(vi) আবর এই সম্বন্ধে দুটি বচন একসঙ্গে মিথ্যাও হতে পারে না ।
(vii) একটি সত্য হলে অপরটি মিথ্যা হয় । কিন্তু বিপরীতটি হয় না ।
9) অসম বিরোধিতা (Contradictory Opposition) কাকে বলে ? or অসম বিরোধিতা কি ?
উত্তর:- একই উদ্দেশ্য ও বিধেয়বিশিষ্ট দুটি বচন যখন গুন ও পরিমান উভয় দিক থেকে পৃথক হয়, তখন তাদের পারস্পরিক সম্বন্ধকে অসম বিরোধিতা বলে । [A ও I];[E ও O]
যেমন :- L.F "A" :- সকল সাপ হয় সরীসৃপ ।
L.F "I" :- কোনো কোনো সাপ হয় সরীসৃপ ।
L.F "E" :- কোনো গোলাকার বস্তু নয় চতুর্ভুজ ।
L.F "O" :- কোনো কোনো গোলাকার বস্তু নয় চতুর্ভুজ ।
10) অসম বিরোধিতার বৈশিষ্ট্য কি ?
উত্তর:- অসম বিরোধিতার বৈশিষ্ট্য :-
(i) অসম বিরোধিতার দুটি বচন থাকবে ।
(ii) দুটি বচনের একটি সামান্য বচন ও অপরটি বিশেষ বচন হবে । (A ও I) এবং (E ও O)
(iii) বচন দুটির উদ্দেশ্য ও বিধেয় অভিন্ন হবে ।
(iv) বচন দুটির মধ্যে গুণগত পার্থক্য থাকবে না।
(v) বচন দুটির মধ্যে পরিমানগত পার্থক্য থাকবে ।
(v) এই সম্বন্ধে দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে ।
(vi) আবর এই সম্বন্ধে দুটি বচন একসঙ্গে মিথ্যাও হতে পারে ।
A | E | I | O |
---|---|---|---|
T | f | t | F |
f | T | F | t |
u | F | T | u |
F | u | u | T |
Ai link ta amar jonno khub upokari ... Tnx again ❤