Argument of Philosophy
Argument of Philosophy (দর্শনের যুক্তি)
M.C.Q. Of 'Argument of Philosophy'
1) অনুমানের ভাষাকে প্রকাশিত রূপকে কী বলে ?
2) যুক্তি প্রধানত দু প্রকার একটি হল অবরোহ যুক্তি , অন্যটি কী ?
3) কোন যুক্তির সিদ্ধান্ত সুনিশ্চিত হয় না ?
4) কোন যুক্তি বস্তুগতভাবে সত্য হতে পারে ?
5) কোন অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে ?
6) হেতুবাক্য ও সিদ্ধান্তের সমন্বয়ে গঠিত বাক্যসমষ্টিকে কী বলা হয় ?
7) যুক্তি কোন প্রক্রিয়ার ভাষার প্রকাশিত রূপ ?
8) অমাধ্যম অনুমানের কয়টি হেতুবাক্য থাকে ?
9) মাধ্যম অনুমানের কয়টি হেতুবাক্য থাকে ?
10) যুক্তির অংশগুলিকে কী বলা হয় ?
11) "Logos" শব্দের অর্থ কী ?
12) সত্যতা বা মিথ্যাত্ব কার ধর্ম ?
13) বৈধতা অবৈধতা কার ধর্ম ?
14) যুক্তির কাঠামোকে কী বলে ?
15) যুক্তি অনুমানের _____ আসে
16) ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হয়
17) যুক্তি হল ভাষায় প্রকাশিত
18) তর্কবিদ্যার মূল উৎপত্তি হয়
19) যুক্তিবিদ্যার মূল উৎস কোথায়
20) যুক্তিবিদ্যার জনক কে
যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।