নিরপেক্ষ যুক্তি ও যৌগিক যুক্তির পার্থক্য কি?
নিরপেক্ষ যুক্তি ও যৌগিক যুক্তির পার্থক্য কি?
Q: নিরপেক্ষ যুক্তি কাকে বলে?
উত্তর:- যে অবরোহ যুক্তির অবয়ব বচনগুলির সবকটিই নিরপেক্ষরূপে গন্য হয়, সেই অবরোহ যুক্তিকেই বলে নিরপেক্ষ যুক্তি।
যেমন:-
যুক্তিবাক্য: L.F. "A": সকল মানুষ হয় মরণশীল। (নিরপেক্ষ বচন)
যুক্তিবাক্য: L.F. "A": রাম হয় মানুষ। (নিরপেক্ষ বচন)
সিদ্ধান্ত: L.F. "A" ... রাম হয় মরণশীল। (নিরপেক্ষ বচন)
Q: যৌগিক যুক্তি কাকে বলে?
উত্তর:- যখন কোনো যুক্তির অন্তর্গত অবয়ব বচনগুলির কোনোটি সাপেক্ষ এবং কোনোটি নিরপেক্ষরূপে গন্য হয়, তখন তাকে বলা হয় যৌগিক বা মিশ্র যুক্তি।
যেমন:-
যুক্তিবাক্য:: যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে। (সাপেক্ষ বচন)
যুক্তিবাক্য: : বৃষ্টি পড়েছে। (নিরপেক্ষ বচন)
সিদ্ধান্ত: ... মাটি ভিজেছে। (নিরপেক্ষ বচন)
Q: নিরপেক্ষ যুক্তি বৈধতা কিসের ওপর নির্ভর করে নিঃসৃত হয়?
উত্তর:- নিরপেক্ষ যুক্তির ক্ষেত্রে যুক্তি বা ন্যায়ের বৈধতা নির্ভর করে ন্যায়ের দশটি নিয়মের ওপর।
Q: যৌগিক যুক্তি বৈধতা কিসের ওপর নির্ভর করে নিঃসৃত হয়?
উত্তর:- যৌগিক যুক্তিতে যুক্তির বৈধতা নির্ভর করে, সেই যুক্তিতে ব্যবহৃত যৌগিক বচনের সত্যতার ওপর।
Q: নিরপেক্ষ যুক্তির কোন প্রকারের হয়?
উত্তর:- নিরপেক্ষ যুক্তি সবসময়ই একই প্রকারের হয়ে থাকে। এর কোনো ভিন্নরূপ নেই।
যেমন:-
যুক্তিবাক্য: L.F. "A": সকল মানুষ হয় মরণশীল। (নিরপেক্ষ বচন)
যুক্তিবাক্য: L.F. "A": রাম হয় মানুষ। (নিরপেক্ষ বচন)
সিদ্ধান্ত: L.F. "A" ... রাম হয় মরণশীল। (নিরপেক্ষ বচন)
Q: যৌগিক যুক্তির কোন প্রকারের হয়?
উত্তর:- যৌগিক যুক্তি বিভিন্ন রকমের হয়ে থাকে। তা কখনও প্রাকল্পিক-নিরপেক্ষ বচনরূপে, আবার কখনও বৈকল্পিক-নিরপেক্ষ বচনরূপে থাকতে পারে।
যেমন:- প্রাকল্পিক বচনের উদাহরণ
যুক্তিবাক্য: যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে। (প্রাকল্পিক সাপেক্ষ বচন)
যুক্তিবাক্য: বৃষ্টি পড়েছে। (নিরপেক্ষ বচন)
সিদ্ধান্ত: ... মাটি ভিজেছে। (নিরপেক্ষ বচন)
বৈকল্পিক বচনের উদাহরণ
যুক্তিবাক্য: রাম সাহসী অথবা ভীতু। (বৈকল্পিক সাপেক্ষ বচন)
যুক্তিবাক্য: এমন নয় যে রাম ভীতু। (নিরপেক্ষ বচন)
সিদ্ধান্ত: ... রাম সাহসী। (নিরপেক্ষ বচন)
Q: নিরপেক্ষ যুক্তিতে সংস্থান ও মূর্তির পরিমাণগত দেখা যায় কি?
উত্তর:- নিরপেক্ষ যুক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম সংস্থান ও মূর্তির প্রয়োগ দেখা যায়।
Q: যৌগিক যুক্তিতে সংস্থান ও মূর্তির পরিমাণগত দেখা যায় কি?
উত্তর:- যৌগিক যুক্তির ক্ষেত্রে কোনো সংস্থান ও মূর্তির প্রয়োগ দেখা যায় না।
Q: নিরপেক্ষ যুক্তির পদের ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয় কি?
উত্তর:- নিরপেক্ষ যুক্তিতে পদ এবং তার ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এই যুক্তিতে তিনটি পদকে দুবার করে ব্যবহার করতে হয়।
Q: যৌগিক যুক্তির পদের ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয় কি?
উত্তর:- যৌগিক যুক্তিতে পদ এবং তার ব্যবহারের ওপর কোনো গুরুত্ব দেওয়া হয় না।
Q: Modus এই কথাটির অর্থ কি?
উত্তর:- Modus এই কথাটির অর্থ হল আকার।
Q: Ponens এই কথাটির অর্থ কি?
উত্তর:- Ponens এই কথাটির অর্থ হল স্বীকার করা।
Q: Tollendo এই কথাটির অর্থ কি?
উত্তর:- Tollendo এই কথাটির অর্থ হল অস্বীকার করা।
Q: Modus Ponens এই কথাটির অর্থ কি?
উত্তর:- Modus Ponens এই কথাটির অর্থ হল স্বীকৃতিমূলক আকার।
Q: Modus Tollens এই কথাটির অর্থ কি?
উত্তর:- Modus Tollens এই কথাটির অর্থ হল অস্বীকৃতিমূলক আকার।