Ads

নিরপেক্ষ যুক্তি ও যৌগিক যুক্তির পার্থক্য কি?

নিরপেক্ষ যুক্তি ও যৌগিক যুক্তি

নিরপেক্ষ যুক্তি ও যৌগিক যুক্তির পার্থক্য কি?





Q: নিরপেক্ষ যুক্তি কাকে বলে?

উত্তর:- যে অবরোহ যুক্তির অবয়ব বচনগুলির সবকটিই নিরপেক্ষরূপে গন্য হয়, সেই অবরোহ যুক্তিকেই বলে নিরপেক্ষ যুক্তি

যেমন:-
যুক্তিবাক্য: L.F. "A": সকল মানুষ হয় মরণশীল। (নিরপেক্ষ বচন)
যুক্তিবাক্য: L.F. "A": রাম হয় মানুষ। (নিরপেক্ষ বচন)
সিদ্ধান্ত: L.F. "A" ... রাম হয় মরণশীল। (নিরপেক্ষ বচন)



Q: যৌগিক যুক্তি কাকে বলে?

উত্তর:- যখন কোনো যুক্তির অন্তর্গত অবয়ব বচনগুলির কোনোটি সাপেক্ষ এবং কোনোটি নিরপেক্ষরূপে গন্য হয়, তখন তাকে বলা হয় যৌগিক বা মিশ্র যুক্তি।

যেমন:-
যুক্তিবাক্য:: যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে। (সাপেক্ষ বচন)
যুক্তিবাক্য: : বৃষ্টি পড়েছে। (নিরপেক্ষ বচন)
সিদ্ধান্ত: ... মাটি ভিজেছে। (নিরপেক্ষ বচন)



Q: নিরপেক্ষ যুক্তি বৈধতা কিসের ওপর নির্ভর করে নিঃসৃত হয়?

উত্তর:- নিরপেক্ষ যুক্তির ক্ষেত্রে যুক্তি বা ন্যায়ের বৈধতা নির্ভর করে ন্যায়ের দশটি নিয়মের ওপর।



Q: যৌগিক যুক্তি বৈধতা কিসের ওপর নির্ভর করে নিঃসৃত হয়?

উত্তর:- যৌগিক যুক্তিতে যুক্তির বৈধতা নির্ভর করে, সেই যুক্তিতে ব্যবহৃত যৌগিক বচনের সত্যতার ওপর।



Q: নিরপেক্ষ যুক্তির কোন প্রকারের হয়?

উত্তর:- নিরপেক্ষ যুক্তি সবসময়ই একই প্রকারের হয়ে থাকে। এর কোনো ভিন্নরূপ নেই।

যেমন:-
যুক্তিবাক্য: L.F. "A": সকল মানুষ হয় মরণশীল। (নিরপেক্ষ বচন)
যুক্তিবাক্য: L.F. "A": রাম হয় মানুষ। (নিরপেক্ষ বচন)
সিদ্ধান্ত: L.F. "A" ... রাম হয় মরণশীল। (নিরপেক্ষ বচন)



Q: যৌগিক যুক্তির কোন প্রকারের হয়?

উত্তর:- যৌগিক যুক্তি বিভিন্ন রকমের হয়ে থাকে। তা কখনও প্রাকল্পিক-নিরপেক্ষ বচনরূপে, আবার কখনও বৈকল্পিক-নিরপেক্ষ বচনরূপে থাকতে পারে।

যেমন:- প্রাকল্পিক বচনের উদাহরণ

যুক্তিবাক্য: যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে। (প্রাকল্পিক সাপেক্ষ বচন)
যুক্তিবাক্য: বৃষ্টি পড়েছে। (নিরপেক্ষ বচন)
সিদ্ধান্ত: ... মাটি ভিজেছে। (নিরপেক্ষ বচন)

বৈকল্পিক বচনের উদাহরণ

যুক্তিবাক্য: রাম সাহসী অথবা ভীতু। (বৈকল্পিক সাপেক্ষ বচন)
যুক্তিবাক্য: এমন নয় যে রাম ভীতু। (নিরপেক্ষ বচন)
সিদ্ধান্ত: ... রাম সাহসী। (নিরপেক্ষ বচন)



Q: নিরপেক্ষ যুক্তিতে সংস্থান ও মূর্তির পরিমাণগত দেখা যায় কি?

উত্তর:- নিরপেক্ষ যুক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম সংস্থান ও মূর্তির প্রয়োগ দেখা যায়।



Q: যৌগিক যুক্তিতে সংস্থান ও মূর্তির পরিমাণগত দেখা যায় কি?

উত্তর:- যৌগিক যুক্তির ক্ষেত্রে কোনো সংস্থান ও মূর্তির প্রয়োগ দেখা যায় না।



Q: নিরপেক্ষ যুক্তির পদের ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয় কি?

উত্তর:- নিরপেক্ষ যুক্তিতে পদ এবং তার ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এই যুক্তিতে তিনটি পদকে দুবার করে ব্যবহার করতে হয়।



Q: যৌগিক যুক্তির পদের ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয় কি?

উত্তর:- যৌগিক যুক্তিতে পদ এবং তার ব্যবহারের ওপর কোনো গুরুত্ব দেওয়া হয় না।



Q: Modus এই কথাটির অর্থ কি?

উত্তর:- Modus এই কথাটির অর্থ হল আকার



Q: Ponens এই কথাটির অর্থ কি?

উত্তর:- Ponens এই কথাটির অর্থ হল স্বীকার করা



Q: Tollendo এই কথাটির অর্থ কি?

উত্তর:- Tollendo এই কথাটির অর্থ হল অস্বীকার করা



Q: Modus Ponens এই কথাটির অর্থ কি?

উত্তর:- Modus Ponens এই কথাটির অর্থ হল স্বীকৃতিমূলক আকার



Q: Modus Tollens এই কথাটির অর্থ কি?

উত্তর:- Modus Tollens এই কথাটির অর্থ হল অস্বীকৃতিমূলক আকার





Distinction between Categorical Syllogism and Compound Argument

Distinction between Categorical Syllogism and Compound Argument in philosophy

যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url