Ads

Inductive-Fallacies | আরোহমূলক দোষ

Inductive-Fallacies

Inductive-Fallacies (আরোহমূলক দোষ)





1. মঙ্গলগ্রহের সঙ্গে পৃথিবীর বহু বিষয়ে মিল আছে। পৃথিবীতে জীব আছে। অতএব মঙ্গলগ্রহেও জীব আছে।



উত্তর:- দোষ:- উক্ত যুক্তিটি 'মন্দ উপমা দোষে' দুষ্ট হয়েছে।

যুক্তিতে কোনো রকম কার্যকারণ সম্বন্ধ দেখা যায়নি। পৃথিবী ও মঙ্গলগ্রহের মধ্যে কোনো মিল পওয়া যায়নি। কারণ - পৃথিবীতে প্রানের অস্ত্বিত্ত্ব আছে। কিন্তু মঙ্গলগ্রহের কোনো প্রানের অস্ত্বিত্ত্ব নেই। তাছাড়া পৃথিবী ও মঙ্গলগ্রহের মধ্যে কোনো প্রাসঙ্গিক সাদৃশ্য নেই যার ভিত্তিতে আমরা উক্ত সিদ্ধান্তটি নিতে পারি। তাই এই কারণের জন্য এই দোষ দেখা দিয়েছে।



2. মাদুলি ধারণ করার পর ছেলেটির রোগ সারল, সুতরাং মাদুলি ধারণ করাই ছেলেটির রোগ সারার কারণ।



উত্তর:- দোষ:- উক্ত যুক্তিটি 'কাকতালীয় দোষে' দুষ্ট হয়েছে।



পূর্বগামী ঘটনা
অনুগামী ঘটনা
ছেলেটি মাদুলি ধারণ করেনিছেলেটির রোগ সারেনি
ছেলেটি মাদুলি ধারণ করেছেছেলেটি রোগ সেরেছে

এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ব্যতিরেকী পদ্ধন্তিকে ভুলভাবে ব্যবহার করা হয়েছে। উক্ত যুক্তিতে মাদুলি ধারণ করা রোগ সেরে যাওয়াটা পূর্বগামী ঘটনা হলেও নিয়মিত পূর্বগামী ঘটনা নয়। কিন্তু এখানে কার্যের নিয়মিত পূর্বগামী হতেই হবে তা না হলে নিয়মিত পূর্বগামী ঘটনা বলেতে পারব না। একারণে এই যুক্তিতিকে কাকতালীয় দোষ বলব।



3. বদ্ধ জলাশয় হল ম্যালেরিয়ার কারণ।



উত্তর:- দোষ:- উক্ত যুক্তিটি 'আবশ্যিক শর্তকে কারণ মনে করার দোষে' দুষ্ট হয়েছে।

আমরা জানি যে বদ্ধ জলাশয়ে মশারা বংশবিস্তার করে এবং মশার কামড়েই ম্যালেরিয়া হয়। কিন্তু এটা এটি একটি আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত নয়।

অ্যানোফিলিস মশা থাকা এবং অ্যানোফিলিস কামড় থাকা,অ্যানোফিলিস মশা না থাকেল; দুর্বল ব্যক্তি ইত্যাদি শর্তগুলি থাকাটা খুবই প্রয়োজন। এইসব শর্তগুলি উপেক্ষা করে কেবলমাত্র একটি শর্তকে সমগ্র কারণ বলে মনে করার জন্য উক্ত দোষে দুষ্ট।



4. যেদিনই পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাই , সেদিনই পরীক্ষা খারাপ হয়। সুতরাং ডিম অশুভ।



উত্তর:- দোষ:- উক্ত যুক্তিটি 'অবান্তর ঘটনাকে কারণ বলে গন্য করার দোষে' দুষ্ট হয়েছে।

ডিম খাওয়ার সঙ্গে পরীক্ষা খারাপ হওয়ার কোনোভাবে কার্যকারণ সম্পর্ক নেই। অন্ধবিশ্বাস ও কুসংস্কারবশত আমরা এরকম ভুল করে সিদ্ধান্ত নিয়ে থাকি। এটা আসলে কোনো প্রকৃত কারণ নয় অবান্তর ঘটনা। পরীক্ষা খারাপ হওয়ার কারণ- পরিক্ষার্থীর কোনোরকমভাবে লিখতে পারিনি অথবা ওই পরীক্ষার্থী কোনরকম প্রস্তুতি ছাড়াই পরীক্ষা দিতে যাওয়ার ফলে এইরকম ঘটনা ঘটে তার জন্য খায়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। একারণে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা উক্ত দোষে দুষ্ট।



Inductive-Fallacies part-2 | আরোহমূলক দোষ

যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url