Ads

বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র নিয়ম কি?

বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র নিয়ম

বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র নিয়ম কি?





1. শূন্যগর্ভ শ্রেনি কাকে বলে?

উত্তর: যে শ্রেনির অন্তর্গত কোনো বস্তু বা ব্যক্তির বাস্তবে অস্তিত্ব নেই, তাকে শূন্যগর্ভ শ্রেনি বলে।
যেমন:-
a) মৎস্যকন্যা।
b) পক্ষিরাজ ঘোড়া।
c) আকাশকুসুম।
ব্যাখ্যা:- এইসব বাস্তবে কোনো অস্তিত্ব নেই। কারণ এইসব সত্যিকারে দেখা যায় না। তাই বলে থাকি যে শূন্যগর্ভ শ্রেনি।



2. শূন্যগর্ভকে কি চিহ্নে প্রকাশ করা হয়?

উত্তর:- শূন্যগর্ভকে 0 (zero) বা শূন্য চিহ্ন ব্যবহার করে থাকি। আর সমীকরণও ব্যবহার করে থাকি।

পক্ষিরাজ ঘোড়া = 0
প = 0



3. শূন্যগর্ভ শ্রেনি নয় কাকে বলে?

উত্তর: যে শ্রেনির অন্তর্গত কোনো বস্তু বা ব্যক্তির বাস্তবে অস্তিত্ব আছে, তাকে শূন্যগর্ভ শ্রেনি নয় বলে।
যেমন:-
a) মানুষ।
b) ঘোড়া।
c) পাখি।
ব্যাখ্যা:- এইসব বাস্তবে কোনো অস্তিত্ব আছে। কারণ এইসব সত্যিকারে দেখা যায়। তাই বলে থাকি যে শূন্যগর্ভ শ্রেনি নয়।



4. শূন্যগর্ভ শ্রেনি নয়কে কি চিহ্নে প্রকাশ করা হয়?

উত্তর:- শূন্যগর্ভ শ্রেনি নয়কে শূন্য নয় (≠ 0) চিহ্ন ব্যবহার করে থাকি।আর অসমীকরণও ব্যবহার করে থাকি।

মানুষ ≠ 0
ম ≠ 0



5. সাংকেতিক চিহ্ন হিসাবে সমীকরণ ও অসমীকরণ দেখাও।

উত্তর:- সমীকরণ (=)
ধরিলাম একটি শ্রেনি নাম হল - S
S = 0 এর মানে হল s শ্রেনিতে কোনো ব্যক্তি বা বস্তু নেই । অর্থাৎ শূন্যগর্ভ শ্রেনি রয়েছে।

অসমীকরণ (≠)
আবার,ধরিলাম একটি শ্রেনি নাম হল - P
P ≠ 0 এর মানে হল p শ্রেনিতে কোনো ব্যক্তি বা বস্তু আছে । অর্থাৎ শূন্যগর্ভ শ্রেনি নয়।



6. শূন্যশ্রেনির বুলীয় ভাষ্যটি কি?

উত্তর:- শূন্যশ্রেনির বুলীয় ভাষ্যটি হল
S = 0
P = 0



7. অশূন্যশ্রেনির বুলীয় ভাষ্যটি কি?

উত্তর:- অশূন্যশ্রেনির বুলীয় ভাষ্যটি হল
S ≠ 0
P ≠ 0



8. শূন্য শ্রেনির ভেনচিত্র কি?

উত্তর:- শূন্যশ্রেনি বোঝানোর জন্য কোনো শ্রেণিকে পুরোপুরি ছায়াবৃত্তকরতে হবে। তাহলে ঐ শ্রেনির কথা বোঝায় যে ঐ শ্রেনির মধ্যে কোনো সদস্য বা বস্তু নেই।
S



9. কোনো কোনো বচন সমীকরণ হয়?

উত্তর:- A বচন এবং E বচন সমীকরণ হয়।



10. কোনো কোনো বচন অসমীকরণ হয়?

উত্তর:- I বচন এবং O বচন অসমীকরণ হয়।



11. পরিপূরক শ্রেনি কাকে বলে?

উত্তর:- মূল শ্রেনির বিরুদ্ধ শ্রেনি হল মূল শ্রেনির পরিপূরকশ্রেনি বলে।

যেমন:-
সৎশ্রেনির পরিপূরক শ্রেনি হল অ-সৎ অর্থাৎ, যে সব ব্যক্তি সৎ নয়, তাদের সব অ-সৎ ব্যক্তিকে বোঝানো হয়েছে।



12. পরিপূরক শ্রেণিকে কি চিহ্নে প্রকাশ করা হয়?

উত্তর:- পরিপূরকে একটি আনুভূকিক সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়।

যেমন:- S এর পরিপূরক শ্রেনি হল S-



13. আনুভূমিক সরলরেখাকে ইংরেজিতে কি নামে পরিচিত?

উত্তর:- আনুভূমিক সরলরেখাকে ইংরেজিতে বার (Bar) বলা হয়।



14. পরিপূরক শ্রেনি এর ভেনচিত্র কেমন হয়?

উত্তর:- S এর পরিপূরক শ্রেনি হল S-

SS-



15. কোনো শ্রেনিতে বস্তু বা সদস্য আছে তাহলে তার কেমন ভেনচিত্র হবে?

উত্তর:- বুলীয় ভাষ্য হল S ≠ 0
বস্তু বা সদস্য আছে এটা বোঝানোর জন্য x চিহ্ন বসানো হয়।

xSS-



16. কোনো শ্রেনিতে বস্তু বা সদস্য নেই তাহলে তার কেমন ভেনচিত্র হবে?

উত্তর:- বুলীয় ভাষ্য হল S = 0
বস্তু বা সদস্য নেই এটা বোঝানোর জন্য ছায়া বৃত্ত করা হয়।

S





boolean-and-venn-diagram-rules

Boolean Interpretation And Venn Diagram Rule

যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url