বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কি?
বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কি?
Q: বৈকল্পিক ন্যায়ের বৈধতার নিয়ম
নিয়ম: প্রধান হেতুবাক্যের যে-কোনো একটি বিকল্পকে অপ্রধান হেতুবাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পটিকে স্বীকার করতে হবে।
যেমন:-
হয় অসীম ধনী অথবা অসীম গরিব। -- (বৈকল্পিক বচন)
প্রথম বিকল্প হল :- অসীম ধনী
দ্বিতীয় বিকল্প হল:- অসীম গরিব
Q: বিকল্প কাকে বলে?
উত্তর: বৈকল্পিক ন্যায়ের আশ্রয়বাক্যের অঙ্গবাক্যগুলিকে বিকল্প বলে।
যেমন:-
হয় অসীম ধনী অথবা অসীম গরিব। -- (বৈকল্পিক বচন)
প্রথম বিকল্প হল :- অসীম ধনী
দ্বিতীয় বিকল্প হল:- অসীম গরিব
Q: বৈকল্পিক বচনের ক-টি অর্থ ও কী কী?
উত্তর: বৈকল্পিক বচনের দুটি অর্থ -
যথা
i) শিথিল(দুর্বল) অর্থ
ii) সবল অর্থ
Q: শিথিল ও সবল অর্থকে আবার কি নামে জানা যায়?
উত্তর: শিথিলকে অবিসংবাদী অর্থে জানা যায়।
সবলকে বিসংবাদী অর্থে জানা যায়।
Q: বৈকল্পিক বচনের শিথিল বা অবিসংবাদী ন্যায়ের বৈধতার নিয়ম কি?
উত্তর: প্রধান হেতুবাক্যের যেকোনো একটি বিকল্পকে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পটিকে স্বীকার করবে।
যেমন:-
হয় রাম বাজারে গিয়ে মাছ কিনবে অথবা মাংস কিনবে।
রাম মাংস কিনবে না।
... রাম মাছ কিনবে।
ব্যাখ্যা:- এখানে বৈকল্পিক বচন হল- হয় রাম বাজারে গিয়ে মাছ কিনবে অথবা মাংস কিনবে। -এটা হল আবার প্রধান হেতুবাক্য। এই প্রধান হেতুবাক্যে দুটি বিকল্প আছে।
প্রথমটি হলো - রাম বাজারে গিয়ে মাছ কিনবে
দ্বিতীয়টি হলো - রাম বাজারে গিয়ে মাংস কিনবে
অপ্রধান হেতুবাক্য হল - রাম মাংস কিনবে না। এই হেতুবাক্যে অস্বীকার করা হয়েছে।
... রাম মাছ কিনবে সিদ্ধান্তে কিন্তু স্বীকার করা হয়েছে।
তাই এই বৈকল্পিক ন্যায়টি বৈধ ন্যায়।
Q: বৈকল্পিক বচনের দুর্বল অর্থের লক্ষণ কী?
উত্তর: দুটি বিকল্প একসঙ্গে সত্য হলেও হতে পারে।
Q: বৈকল্পিক বচনের সবল বা বিসংবাদী ন্যায়ের বৈধতার নিয়ম কি?
উত্তর: প্রধান হেতুবাক্যের যেকোনো একটি বিকল্পকে স্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পটিকে অস্বীকার করবে।
যেমন:-
মানুষটি জীবিত অথবা মৃত।
মানুষটি জীবিত।
... মানুষটি মৃত নয়।
ব্যাখ্যা:- এখানে বৈকল্পিক বচন হল- মানুষটি জীবিত অথবা মৃত। -এটা হল আবার প্রধান হেতুবাক্য। এই প্রধান হেতুবাক্যে দুটি বিকল্প আছে।
প্রথমটি হলো - মানুষটি জীবিত
দ্বিতীয়টি হলো - মানুষটি মৃত
অপ্রধান হেতুবাক্য হল - মানুষটি জীবিত এই হেতুবাক্যে স্বীকার করা হয়েছে।
... মানুষটি মৃত নয়। সিদ্ধান্তে কিন্তু অস্বীকার করা হয়েছে।
তাই এই বৈকল্পিক ন্যায়টি বৈধ ন্যায়।
Q: বৈকল্পিক বচনের সবল অর্থের লক্ষণ কী?
উত্তর: দুটি বিকল্প কখনোই একসঙ্গে সত্য হতে পারে না।
Q: অবিসংবাদী বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সাংকেতিক উদাহরণ দাও।
হয় p অথবা q
~ p
... q
Q: বিসংবাদী বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সাংকেতিক উদাহরণ দাও।
হয় p অথবা q
q
... ~ p
Q: বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম পালন না করলে কি হয়?
উত্তর:- বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম পালন না করলে নিয়ম লঙ্খন করা করা হয় এবং ন্যায়টি অবৈধ হয়।