Ads

বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কি?

বৈকল্পিক

বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কি?





Q: বৈকল্পিক ন্যায়ের বৈধতার নিয়ম

নিয়ম: প্রধান হেতুবাক্যের যে-কোনো একটি বিকল্পকে অপ্রধান হেতুবাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পটিকে স্বীকার করতে হবে।

যেমন:-
হয় অসীম ধনী অথবা অসীম গরিব। -- (বৈকল্পিক বচন)

প্রথম বিকল্প হল :- অসীম ধনী
দ্বিতীয় বিকল্প হল:- অসীম গরিব



Q: বিকল্প কাকে বলে?

উত্তর: বৈকল্পিক ন্যায়ের আশ্রয়বাক্যের অঙ্গবাক্যগুলিকে বিকল্প বলে।

যেমন:-
হয় অসীম ধনী অথবা অসীম গরিব। -- (বৈকল্পিক বচন)

প্রথম বিকল্প হল :- অসীম ধনী
দ্বিতীয় বিকল্প হল:- অসীম গরিব



Q: বৈকল্পিক বচনের ক-টি অর্থ ও কী কী?

উত্তর: বৈকল্পিক বচনের দুটি অর্থ -
যথা
i) শিথিল(দুর্বল) অর্থ
ii) সবল অর্থ



Q: শিথিল ও সবল অর্থকে আবার কি নামে জানা যায়?

উত্তর: শিথিলকে অবিসংবাদী অর্থে জানা যায়।
সবলকে বিসংবাদী অর্থে জানা যায়।



Q: বৈকল্পিক বচনের শিথিল বা অবিসংবাদী ন্যায়ের বৈধতার নিয়ম কি?

উত্তর: প্রধান হেতুবাক্যের যেকোনো একটি বিকল্পকে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পটিকে স্বীকার করবে।

যেমন:-
হয় রাম বাজারে গিয়ে মাছ কিনবে অথবা মাংস কিনবে।
রাম মাংস কিনবে না।
... রাম মাছ কিনবে।

ব্যাখ্যা:- এখানে বৈকল্পিক বচন হল- হয় রাম বাজারে গিয়ে মাছ কিনবে অথবা মাংস কিনবে। -এটা হল আবার প্রধান হেতুবাক্য। এই প্রধান হেতুবাক্যে দুটি বিকল্প আছে।
প্রথমটি হলো - রাম বাজারে গিয়ে মাছ কিনবে
দ্বিতীয়টি হলো - রাম বাজারে গিয়ে মাংস কিনবে

অপ্রধান হেতুবাক্য হল - রাম মাংস কিনবে না। এই হেতুবাক্যে অস্বীকার করা হয়েছে।
... রাম মাছ কিনবে সিদ্ধান্তে কিন্তু স্বীকার করা হয়েছে।

তাই এই বৈকল্পিক ন্যায়টি বৈধ ন্যায়।



Q: বৈকল্পিক বচনের দুর্বল অর্থের লক্ষণ কী?

উত্তর: দুটি বিকল্প একসঙ্গে সত্য হলেও হতে পারে।



Q: বৈকল্পিক বচনের সবল বা বিসংবাদী ন্যায়ের বৈধতার নিয়ম কি?

উত্তর: প্রধান হেতুবাক্যের যেকোনো একটি বিকল্পকে স্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পটিকে অস্বীকার করবে।

যেমন:-
মানুষটি জীবিত অথবা মৃত।
মানুষটি জীবিত।
... মানুষটি মৃত নয়।

ব্যাখ্যা:- এখানে বৈকল্পিক বচন হল- মানুষটি জীবিত অথবা মৃত। -এটা হল আবার প্রধান হেতুবাক্য। এই প্রধান হেতুবাক্যে দুটি বিকল্প আছে।
প্রথমটি হলো - মানুষটি জীবিত
দ্বিতীয়টি হলো - মানুষটি মৃত

অপ্রধান হেতুবাক্য হল - মানুষটি জীবিত এই হেতুবাক্যে স্বীকার করা হয়েছে।
... মানুষটি মৃত নয়। সিদ্ধান্তে কিন্তু অস্বীকার করা হয়েছে।

তাই এই বৈকল্পিক ন্যায়টি বৈধ ন্যায়।



Q: বৈকল্পিক বচনের সবল অর্থের লক্ষণ কী?

উত্তর: দুটি বিকল্প কখনোই একসঙ্গে সত্য হতে পারে না।



Q: অবিসংবাদী বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সাংকেতিক উদাহরণ দাও।

হয় p অথবা q
~ p
... q



Q: বিসংবাদী বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সাংকেতিক উদাহরণ দাও।

হয় p অথবা q
q
... ~ p



Q: বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম পালন না করলে কি হয়?

উত্তর:- বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম পালন না করলে নিয়ম লঙ্খন করা করা হয় এবং ন্যায়টি অবৈধ হয়।






rules of disjunctive categorical syllogism for validity

যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url