প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কি?
প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কি?
Q: প্রাকল্পিক ন্যায়ের বৈধতার নিয়ম
নিয়ম: যে-কোনো বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ন্যায়ের ক্ষেত্রে দুটি নিয়ম অবশ্যই পালন করতে হবে -
প্রথম নিয়ম: প্রাকল্পিক বচনের পূর্বগকে নিরপেক্ষ হেতুবাক্যে স্বীকার করার পর সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হয়।
যেমন:-
যদি রাম আসে তাহলে আমি যাব। -- (প্রাকল্পিক বচন)
পূর্বগ হল :- রাম আসে
অনুগ হল:- আমি যাব
দ্বিতীয় নিয়ম: প্রাকল্পিক বচনের অনুগকে নিরপেক্ষ হেতুবাক্যে অস্বীকার করার পর সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করতে হয়।
যেমন:-
যদি রাম আসে তাহলে আমি যাব না। -- (প্রাকল্পিক বচন)
পূর্বগ হল :- রাম আসে
অনুগ হল:- আমি যাব না
Q: প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
উত্তর:- প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়কে দুই ভাগে ভাগ করা যায়।
যথা:-
i) গঠনমূলক বা স্বীকৃতিমূলক
ii) ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক
Q: গঠনমূলক বা স্বীকৃতিমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কি?
উত্তর: যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ে অপ্রধান হেতুবাক্যে পূর্বগকে স্বীকার করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করা হয়, তাকে গঠনমূলক বা স্বীকৃতিমূলক ন্যায় বলে।
যেমন:-
যদি রাম আসে তাহলে আমি যাব। --(প্রাকল্পিক বচন)
রাম এসেছে। --(নিরপেক্ষ বচন)
... আমি যাব। --(নিরপেক্ষ বচন)
ব্যাখ্যা:- এখানে প্রাকল্পিক বচন হল "যদি রাম আসে তাহলে আমি যাব।" এর মধ্যে পূর্বগ হল - 'রাম আসে' আর অনুগ হল- 'আমি যাব'
অপ্রধান হেতুবাক্য হল- রাম এসেছে। এবং
সিদ্ধান্ত হল- আমি যাব।
অপ্রধান হেতুবাক্যে পূর্বগকে স্বীকার করেছে। তারপর সিদ্ধান্তে অনুগকে স্বীকার করেছে।
Q: ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কি?
উত্তর: যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ে অপ্রধান হেতুবাক্যে অনুগকে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করা হয়, তাকে ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক ন্যায় বলে।
যেমন:-
যদি রাম আসে তাহলে আমি যাব। --(প্রাকল্পিক বচন)
আমি যাব না। --(নিরপেক্ষ বচন)
... রাম আসেনি। --(নিরপেক্ষ বচন)
ব্যাখ্যা:- এখানে প্রাকল্পিক বচন হল "যদি রাম আসে তাহলে আমি যাব।" এর মধ্যে পূর্বগ হল - 'রাম আসে' আর অনুগ হল- 'আমি যাব'
অপ্রধান হেতুবাক্য হল- আমি যাব না। এবং
সিদ্ধান্ত হল- রাম আসেনি।
অপ্রধান হেতুবাক্যে অনুগকে অস্বীকার করেছে। তারপর সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করেছে।
Q: প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম পালন না করলে কি হয়?
উত্তর:- প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম পালন না করলে নিয়ম লঙ্খন করা করা হয় এবং ন্যায়টি অবৈধ হয়।
Q: গঠনমূলক বা স্বীকৃতিমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সাংকেতিক উদাহরণ দাও।
যদি p তবে q
p
... q
Q: ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সাংকেতিক উদাহরণ দাও।
যদি p তবে q
~ q
... ~ p