শিশুর বিকাশ কি? | বিকাশের স্তর কয়টি ও কি কি?
● শিশুর বিকাশ কি?
উত্তর: বিকাশ বলতে বোঝায় যে আকার ও ক্রিয়ার পরিবর্তনকে ।
● শিশুর বিকাশ কত প্রকার ও কি কি?
উত্তর:- শিশুর বিকাশ পাঁচ প্রকার।
শিশুর বিকাশের ধারা গুলি নিম্নরূপ-
১. দৈহিক বিকাশ :-
- ক) শিশুর বাইরে ও ভিতরে অঙ্গ প্রতঙ্গের বিকাশ।
- খ) উচ্চতা ।
- গ) ওজন ।
- ঘ) শারীরিক কাঠামো ।
- ঙ) স্নায়ুতন্ত্রের বিকাশ।
২. মানসিক বিকাশ
- ক) চিন্তা।
- খ) কল্পনা।
- গ) সৃজনশীল বিকাশ।
৩. প্রক্ষোভিক বিকাশ
- ক) রাগ।
- খ) ভয়।
- গ) ভালোবাসা।
- ঘ) ঘৃণা।
- ঙ) হীনম্মন্যতা।
৪. নৈতিক বিকাশ
- ক) ন্যায়-অন্যায়।
- খ) উপকার-অপকার।
৫. সামাজিক বিকাশ।
- ক) অভিযোজন।
- খ) সহানুভূতি।
- গ) সহযোগিতা।
● বিকাশ প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি?
উত্তর:- বিকাশ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি নিম্নে দেওয়া হল -
i) বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া
ii) বিকাশ গুণগত প্রক্রিয়া - একে পর্যবেক্ষণ করা যায়।
iii) বিকাশ হলো এক ধরনের অবিচ্ছিন্ন প্রক্রিয়া।
iv) বিকাশ হল সাধারণের দিক থেকে বিশেষের দিকে অগ্রসর হয়।
v) ব্যক্তিজীবনে বিকাশের ধারা স্বাতন্ত্র্য বজায় রাখে।
vi)বিকাশ বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফল।
● জীবন বিকাশের স্তর কয়টি ও কি কি ?
উত্তর:- জীবন বিকাশের স্তর হল - পাঁচটি ।
১. ভূমিষ্ঠপূর্ব
২. শৈশবকাল
৩. বাল্যকাল
৪. কৈশোর
৫. প্রাপ্তবয়স্ক কাল
● জীবন বিকাশের স্তর
উত্তর:- বিকাশের পাঁচটি স্তর হল
i) জন্মপূর্ব : নিষেক থেকে ২৮০ দিন।
ii) শৈশবকাল : প্রথম ২ বছর।
iii) বাল্যকাল : ২- ১১/১২ বছর।
iv) কৈশোর : ১১/১২ - ১৯/২০ বছর।
v) প্রাপ্তবয়স্ক : ১৯/২০ - থেকে মৃত্যু পর্যন্ত।
● আর্নেস্ট জোনস্ মতে জীবন বিকাশের স্তর কয়টি ও কি কি ?
উত্তর:- আর্নেস্ট জোনস্- এর মতে জীবন বিকাশের স্তর হল - চারটি ।
১. শৈশবকাল
- জন্ম থেকে ৫ বছর।
২. বাল্যকাল
- পাঁচ বছর থেকে ১২ বছর।
৩. বয়সন্ধিকাল
- ১২ বছর থেকে ১৮ বছর।
৪. প্রাপ্তবয়স্ক কাল
- ১৮ বছরের ঊর্ধ্বে।
● বিকাশের নীতিগুলি কি কি?
উত্তর:- বিকাশের নীতি হল -
১) বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই বিকাশ ঘটে।
২) বিকাশ ধারাবাহিকতা মেনে চলে ।
৩) বিকাশ উপর দিকে (মাথা) থেকে শুরু হয়ে নিচের দিকে ঘটে।
৪) শিশুর বিকাশ একটি ক্রমাগত প্রক্রিয়া।
৫) শিশুর বিকাশ পরিবর্তনশীল ধর্মকে মেনে চলে।
৬) বিকাশ নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া।
৭) বিকাশ ব্যক্তিগত প্রক্রিয়া।
● বৃদ্ধি ও বিকাশের পার্থক্য কী?