Ads

Madhyamik Result 2022 | মাধ্যমিক পরীক্ষার ফল 2022

Madhyamik Result 2022

Madhyamik Result (2022)





মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি জানানো হল যে ৩ জুন সকাল ৯ টায় মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করা হবে । সকাল ১০ টায় ওয়েবসাইটে মিলবে ফল।


আড়াই মাসের মধ্যেই বেরোচ্ছে মাধ্যমিকের রেজাল্ট। ৩০ মে মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে।


Madhyamik Result 2022 | মাধ্যমিক পরীক্ষার ফল 2022

আমামী ৩ জুন , শুক্রবার সকাল নয়টার সাংবাদিক সম্মেলন মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করা হবে ।


মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রথম দশ জনের মেধাতালিকা প্রকাশ করা হবে ।

কখন রেজাল্ট দেখা যাবে?

মধ্যশিক্ষা পর্ষদ থেকে সকাল ৯টায় মাধ্যমিকের ফলপ্রকাশের পরে, সকাল দশটা থেকে অনলাইনে মাধ্যমিকের ফল দেখা যাবে।

কোন ওয়েবসাইটে ফল দেখতে পাবেন:

http://wbresults.nic.in Click here
https://wbbse.wb.gov.in Click here

এই বছরের মার্চের ৭ ই মার্চ তারিখ শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছিল।

কবে কী পরীক্ষা ছিল?

• ৭ মার্চ প্রথম ভাষা

• ৮ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা

• ৯ মার্চ ভূগোল পরীক্ষা

• ১১ মার্চ ইতিহাস পরীক্ষা

• ১২ মার্চ জীবনবিজ্ঞান পরীক্ষা

• ১৪ মার্চ অঙ্ক পরীক্ষা

• ১৫ মার্চ ভৌতবিজ্ঞান পরীক্ষা

• ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা


এবার ৫০ হাজার বেড়ে চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা হল ৫ লক্ষ ৫৯ জন। সেখানে ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন ছাত্রী ছিল। পর্ষদ সূত্রে দাবি, গতবছর পরীক্ষা না দিয়েও ১০০ শতাংশ পাস করায় এবার পরীক্ষায় বসার দেদার আবেদনপত্র জমা পড়েছিল। পরীক্ষা শুরুর আগে থেকেই স্পর্শকাতর এলাকায় বন্ধ ছিল ইন্টারনেট (Internet)। কোভিড বিধি (Corona Regulations) মেনে কড়া নজরদারিতে পরীক্ষা দিয়েছিল পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে ছিল আইসোলেশন রুমও (Isolation Room)।




যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url