Philosophy question paper
Philosophy question paper (HS Philosophy)
২০০৮ , ২০০৯ , ২০১৬ সালের প্রশ্নের আলোচনা
উচ্চমাধ্যমিক - ২০০৮
Q: মানুষ কদাচিৎ সুখী।
Ans:- L.F. "O" : কোনো কোনো মানুষ নয় সুখী ।
গুন:- নঞর্থক
পরিমাণ:- বিশেষ
কারণ :- এই বাক্যের মধ্যে কদাচিৎ কথাটি রয়েছে। আমরা জানি যে বাক্যের মধ্যে কদাচিৎ / ক্কচিৎ / কিছু - না / খুব - কম / স্বল্পসংখ্যক / কিঞ্চিত / খুব অল্প সংখ্যক / অতি অল্প সংখ্যক ইত্যাদি কথাটি পাওয়া যায় তাহলে সদর্থক বাক্য হলে ' O ' বচন হবে।
উচ্চমাধ্যমিক - ২০০৮
Q: কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল।
Ans:- L.F. "A" : সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত ।
গুন:- সদর্থক
পরিমাণ:- সামান্য
কারণ :- এই বাক্যের মধ্যে কেবলমাত্র কথাটি রয়েছে। আমরা জানি যে বাক্যের মধ্যে কেবলমাত্র / একমাত্র / শুধু / শুধুমাত্র / মাত্র / ব্যতীত - নয় / ছাড়া - নয় ইত্যাদি কথাটি পাওয়া যায় তাহলে সদর্থক বাক্য হলে ' A ' বচন হবে।
উচ্চমাধ্যমিক - ২০০৮
Q: সব গল্প সত্য নয়।
Ans:- L.F. "O" : কোনো কোনো গল্প নয় সত্য ।
গুন:- নঞর্থক
পরিমাণ:- বিশেষ
কারণ :- এই বাক্যের মধ্যে সব - নয় কথাটি রয়েছে। আমরা জানি যে বাক্যের মধ্যে সব / সকল / সমস্ত / সব / যে - কোনো / যে - কেউ / যে - সে ইত্যাদি কথাটি পাওয়া যায় তাহলে নঞর্থক বাক্য হলে ' O ' বচন হবে।
উচ্চমাধ্যমিক - ২০০৮
Q: মানুষ সাধারণত সত্যনিষ্ঠ।
Ans:- L.F. "I" : কোনো কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ ।
গুন:- সদর্থক
পরিমাণ:- বিশেষ
কারণ :- এই বাক্যের মধ্যে সাধারণত কথাটি রয়েছে। আমরা জানি যে বাক্যের মধ্যে সাধারণত / কোনো কোনো / কিছু কিছু / বেশির ভাগ / অনেক / শতকরা / প্রায় / প্রায়শ / মাঝে মাঝে / একটি ছাড়া সব / সচরাচর / কখনো কখনো ইত্যাদি কথাটি পাওয়া যায় তাহলে সদর্থক বাক্য হলে ' I ' বচন হবে।
উচ্চমাধ্যমিক - ২০০৮
Q: উটপাখি উড়তে পারে না।
Ans:- L.F. "E" : কোনো উটপাখি নয় এমন যারা উড়তে পারে ।
গুন:- নঞর্থক
পরিমাণ:- সামান্য
কারণ :- এই বাক্যের মধ্যে নয় কথাটি রয়েছে। আমরা জানি যে বাক্যের মধ্যে নয় / নহে / নন / নেই / কোনোটাই - নয় / কেউ - নয় / কখনো - নয় / কদাপি - নয় ইত্যাদি কথাটি পাওয়া যায় তাহলে নঞর্থক বাক্য হলে ' E ' বচন হবে।
উচ্চমাধ্যমিক - ২০০৯
Q: অসৎ লোকেরা সমাজের পক্ষে ক্ষতিকর।
Ans:- L.F. "A" : সকল অসৎ লোক হয় সমাজের পক্ষে ক্ষতিকর ।
গুন:- সদর্থক
পরিমাণ:- সামান্য
কারণ :- এই বাক্যের মধ্যে লোকেরা = সকল লোক কথাটি রয়েছে। আমরা জানি যে বাক্যের মধ্যে সব / সকল / সমস্ত / সব / যে - কোনো / যে - কেউ / যে - সে ইত্যাদি কথাটি পাওয়া যায় তাহলে সদর্থক বাক্য হলে ' A ' বচন হবে।
উচ্চমাধ্যমিক - ২০০৯
Q: কেবল জ্ঞানী ব্যক্তিরাই দার্শনিক হয়।
Ans:- L.F. "A" : সকল দার্শনিক হয় জ্ঞানী ব্যক্তি ।
গুন:- সদর্থক
পরিমাণ:- সামান্য
কারণ :- এই বাক্যের মধ্যে কেবল কথাটি রয়েছে। আমরা জানি যে বাক্যের মধ্যে কেবল / কেবলমাত্র / একমাত্র / শুধু / শুধুমাত্র / মাত্র / ব্যতীত - নয় / ছাড়া - নয় ইত্যাদি কথাটি পাওয়া যায় তাহলে সদর্থক বাক্য হলে ' A ' বচন হবে।
উচ্চমাধ্যমিক - ২০০৯
Q: সব সৎ ব্যক্তি সুখী নয়।
Ans:- L.F. "O" : কোনো কোনো সৎ ব্যক্তি নয় সুখী ।
গুন:- নঞর্থক
পরিমাণ:- বিশেষ
কারণ :- এই বাক্যের মধ্যে সব - নয় কথাটি রয়েছে। আমরা জানি যে বাক্যের মধ্যে সব / সকল / সমস্ত / সব / যে - কোনো / যে - কেউ / যে - সে ইত্যাদি কথাটি পাওয়া যায় তাহলে নঞর্থক বাক্য হলে ' O ' বচন হবে।
উচ্চমাধ্যমিক - ২০১৬
Q: কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে।
Ans:- L.F. "O" : কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যারা অপরকে সাহায্য করে ।
গুন:- নঞর্থক
পরিমাণ:- বিশেষ
কারণ :- এই বাক্যের মধ্যে কদাচিৎ কথাটি রয়েছে। আমরা জানি যে বাক্যের মধ্যে কদাচিৎ / ক্কচিৎ / কিছু - না / খুব - কম / স্বল্পসংখ্যক / কিঞ্চিত / খুব অল্প সংখ্যক / অতি অল্প সংখ্যক ইত্যাদি কথাটি পাওয়া যায় তাহলে সদর্থক বাক্য হলে ' O ' বচন হবে।
উচ্চমাধ্যমিক - ২০১৬
Q: কেউই কাজটি করতে পারেনি।
Ans:- L.F. "E" : কোনো ব্যক্তি নয় এমন যে কাজটি করতে পেরেছে ।
গুন:- নঞর্থক
পরিমাণ:- সামান্য
কারণ :- এই বাক্যের মধ্যে কেউ - নয় কথাটি রয়েছে। আমরা জানি যে বাক্যের মধ্যে কেউ - নয় / নহে / নন / নেই / কোনোটাই - নয় / কখনো - নয় / কদাপি - নয় ইত্যাদি কথাটি পাওয়া যায় তাহলে নঞর্থক বাক্য হলে ' E ' বচন হবে।
উচ্চমাধ্যমিক - ২০১৬
Q: জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হয় না।
Ans:- L.F. "O" : কোনো কোনো জনপ্রিয় প্রচারক নয় দক্ষ যুক্তিবিদ ।
গুন:- নঞর্থক
পরিমাণ:- বিশেষ
কারণ :- এই বাক্যের মধ্যে সর্বদা কথাটি রয়েছে। আমরা জানি যে বাক্যের মধ্যে সর্বদা / সর্বত্র / নিশ্চিয় / অবশ্যই / একান্তভাবে / সুনিশ্চিতভাবে / যদি-তবে / যেখানে-সেখানে / মাত্রেই ইত্যাদি কথাটি পাওয়া যায় তাহলে নঞর্থক বাক্য হলে ' O ' বচন হবে।
উচ্চমাধ্যমিক - ২০১৬
Q: কেবলমাত্র সাধুরাই সৎ।
Ans:- L.F. "A" : সকল সৎ ব্যক্তি হয় সাধু ।
গুন:- সদর্থক
পরিমাণ:- সামান্য
কারণ :- এই বাক্যের মধ্যে কেবলমাত্র কথাটি রয়েছে। আমরা জানি যে বাক্যের মধ্যে কেবলমাত্র / একমাত্র / শুধু / শুধুমাত্র / মাত্র / ব্যতীত - নয় / ছাড়া - নয় ইত্যাদি কথাটি পাওয়া যায় তাহলে সদর্থক বাক্য হলে ' A ' বচন হবে।
M.C.Q IN PHILOSOPHY
যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।
Affiliate Disclosure