ABTA Test Paper 2023 (HS Philosophy) page-159
ABTA Test Paper 2023 (HS Philosophy)
M.C.Q. Of 'ABTA Test Paper 2023'
1) 'Logos' শব্দটি অর্থ হলো
2) একটি বচন সর্বদা
3) শর্ত অনুসারে বচন
4) একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধীতার সম্বন্ধ তা হলো
5) অমাধ্যম অনুমানে কয়টি বচন থেকে সিদ্ধন্ত পাওয়া যায়
6) অসম বিরোধীতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্যমূল্য হবে
7) যে বচনের আবর্তন সম্ভব নয় সেটি হলো
8) রবীন্দ্রনাথ হয় বিশ্বকবি, বিশ্বকবি হয় রবীন্দ্রনাথ, এটি হলো
9) নিরপেক্ষ ন্যায়ে সংস্থানের সংখ্যা হলো
10) 'BARBARA' মূর্তিটি বৈধ হয়
11) প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি হলো
12) যদি p তাহলে q,
q নয় (~q)
... p নয় (~p)
-এই যুক্তি আকারটি হলো
13) শূন্য শ্রেনির বুলীয় ভাষ্যটি হলো
14) কোনো মানুষ নয় পূর্ণ সত্তা - বচনটির ভেনচিত্র হলো
15) কোনো সত্য়াপেক্ষক যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে
16) যে যৌগিক বচনের সত্যসারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে
17) আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো
18) আরোহ অনুমানের সমস্যাটি হলো
19) সাদৃশ্য কীসের ভিত্তি
20) 'পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান' - একথা বলে
যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।