ABTA Test Paper 2023 (HS Philosophy)
ABTA Test Paper 2023 (HS Philosophy)
M.C.Q. Of 'ABTA Test Paper 2023'
1) যে যুক্তিতে আশ্রয়বাক্য় থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে-
2) বৈধতার প্রশ্নটি জড়িত হয়-
3) --- কেবল বিধেয় পদ ব্যাপ্য হয়--
4) আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল --
ABTA Test Paper 2023 mcq
5) একই উদ্দেশ্য ও বিধেয় দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় --
6) অশূন্য বা সাত্তিক শ্রেনীর ভেনচিত্রটি হল -
7) যদি A বচনটি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত E বচনের সত্যমূল্য হবে -
8) প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির ___ বাক্যটি হল প্রাকল্পিক বচন
ABTA Test Paper 2023
9) যদি P মিথ্যা হয় তাহলে 'p.~p' এর সত্যমূল্য হবে -
10) অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি হল --
ABTA Test Paper 2023 question and answer
11) মিলের যে আরোহ পদ্ধতিটি কোন অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হল --
12) আরোহ অনুমানের সমস্যাটি হল
13) লৌকিক আরোহ অনুমানকে 'শিশুসুলভ' অনুমান বলেছেন--
14) FERISON মূর্তিটি বৈধ হয় -
15) অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হল --
16) এককারণবাদ কে সমর্থন করেন?
17) যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহ যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন-
18) আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময়ই --
19) 'ভেজা' কাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদনের কারণ - এখানে 'কারণ' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ABTA Test Paper 2023 questions and answers (mcq)
20) আরোহ অনুমানের সর্ব প্রধান বৈশিষ্ট্য হল --
21) 'Logos' শব্দটি অর্থ হল
22) আমরা এক বিশেষ সত্য থেকে আর এক বিশেষসত্যে উপনীত হই যে আরোহ যুক্তিতে তার নাম হল
23) 'বিশেষ বিশেষ ঘটনার মাধমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হল আরোহ অনুমান'- একটি বলেছেন?
24) যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি --
দাদা বাংলার ABTA প্রশ্ন ও উত্তর বা MCQ. দাও।