Ads

টীকা :- চারিপদ ঘটিত দোষ || Annotation in bengali

                                টীকা :- চারিপদ ঘটিত দোষ 

চারিপদ ঘটিত দোষ :- ন্যায় অনুমানের প্রথম নিয়মে বল হয়েছে , প্ৰত্যেক ন্যায় অনুমানে তিনটি  মাত্র পদ থাকবে তার বেশিও নয় বা কমও নয়।  ন্যায় অনুমানে যে তিনটি পদ থাকে সেগুলি হল - 'পক্ষপদ' , 'সাধ্যপদ' এবং 'হেতুপদ'।এই তিনটি পদের বেশি পদ যদি কোনো ন্যায় অনুমানে থাকে , তাহলে ন্যায় অনুমানটিতে যে দোষ দেখা যায় , তাকে বলা হয় "চারিপদঘটিত দোষ "

উদাহরণ ;-  প্রধান আশ্রয় বাক্য   L.F "A" :- মানুষ হয় পাপের স্রষ্টা
                 অপ্রধান আশ্রয় বাক্য  L.F "A" :-  ঈশ্বর হন মানুষের স্রষ্টা 
                                       সিদ্ধান্ত  L.F "A" :- ঈশ্বর হন পাপের স্রষ্টা
                 এক্ষেত্রে যুক্তিটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট। কেননা যুক্তিটিতে তিনটি পদের পরিবর্তে চারটি পদ আছে। সেগুলি  হল - ১) ঈশ্বর ২) পাপের স্রষ্টা ৩) মানুষ এবং ৪) মানুষের স্রষ্টা।  তাই যুক্তিটি অবৈধ এবং ভ্রান্ত।



                                        টীকা :- অব্যাপ্য হেতুদোষ 


অব্যাপ্য হেতুদোষ :- ন্যায় অনুমানের তৃতীয় নিয়মে বলা হয়েছে , হেতুপদকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে।  হেতুপদের কাজ হল পক্ষসাধ্যপদের  মধ্যে সম্বন্ধ স্থাপন করা।  হেতুপদ যদি একবারও ব্যাপ্য না হয় , তাহলে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়।  এই নিয়মটি লঙ্ঘন করলে অর্থাৎ হেতুপদটি যদি দুটি আশ্রয়বাক্যে একবারও ব্যাপ্য না হয় তাহলে অনুমানটিতে 'অব্যাপ্য হেতুদোষ' ঘটবে।

উদাহরণ ;- প্রধান আশ্রয় বাক্য   L.F "A" :- সকল মানুষ হয় সৎ ব্যক্তি ।
                 অপ্রধান আশ্রয় বাক্য  L.F "A" :-  সকল কবি হয় সৎ ব্যক্তি
                                       সিদ্ধান্ত  L.F "A" :- সকল কবি হয় মানুষ
                এই অনুমানটি অবৈধ। কারন , এখানে  "সৎ ব্যক্তি " হেতুপদটি উভয় আশ্রয়বাক্যে "A" বচনের বিধেয় হওয়া জন্য একবারও  ব্যাপ্য হয়নি।  কারন , "A" বচন কেবল উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে।  ফলে অনুমানটি "অব্যাপ্য হেতুদোষ " এ দুষ্ট।
 
                              নীচের প্রশ্নের উত্তরের জন্য নীচের প্রশ্নের উপর ক্লিক করুন 

বচনের গুন্ ও পরিমান বলতে কি বোঝো ? গুন্ ও পরিমানের ভিত্তিতে নিরপেক্ষ বচনের প্রেণীবিভাগ উদাহরনসহ লেখো।  ৩+৫=৮



Next Post Previous Post
2 Comments
  • Unknown
    Unknown August 27, 2019 at 9:05 PM

    Tirtha basak

    • Bikram Mallick
      Bikram Mallick March 17, 2023 at 8:50 PM

      I love you 😍

Add Comment
comment url