Ads

বাক্য ও বচনের মধ্যে পার্থক্য লেখ | Philosophy

difference between sentence proposition

Difference Between Sentence Proposition





বাক্য ও বচনের সাদৃশ্য কী?

উত্তর :- বাক্য ও বচনের মূলভিত্তি সবসয়ম একই। সে কারণেই বাক্য ও বচনের মধ্যে সাদৃশ্য বা মিল থাকা খুবই স্বাভাবিক। বাক্য ও বচনের সাদৃশ্যের বিষয়গুলিকে নীচে উল্লেখ করা হল।



বাক্য ও বচনের সাদৃশ্য বিষয়

বাক্য বাক্যের উৎস হল চিন্তা। চিন্তার ফলে বাক্যের উদ্ভন হয়।

বচন বচনেরও উৎস হল চিন্তা। চিন্তার জন্য বচনের উদ্ভব হয়।


বাক্য বাক্যের ব্যবহার হয় যুক্তির ক্ষেত্রে। কারণ, বাক্যের সম্মিলিত-রূপে গঠিত হয় যুক্তি।

বচন বচনেরও ব্যবহার হয় যুক্তির ক্ষেত্রে। কারণ, বচনের সম্মিলিত-রূপেই গঠিত হয় যুক্তি।


বাক্য চিন্তা যতক্ষণ পর্যন্ত না ভাষায় প্রকাশিত হয় ততক্ষণ তা ব্যক্তিগত বিষয়রূপে গন্য হয়। কিন্তু বাক্যের মাধ্যমে প্রকাশিত হলেই তা আর ব্যক্তিগত বিষয় থাকে না।

বচন অনুরূপে বচনের মাধ্যমে যতক্ষণ না চিন্তা প্রকাশিত হয় ততক্ষণ তা ব্যক্তিগত বিষয়ই থাকে। কিন্তু বচনের দ্বারা প্রকাশিত হলেই তা আর ব্যক্তিগত বিষয় থাকে না।


বাক্য বাক্য একটি সর্বজনীন বিষয়রূপে গন্য।

বচন বচনও একটি সর্বজনীন বিষয়রূপে গন্য।


বাক্য বাক্য সদর্থক ও নঞর্থক উভয়রূপেই প্রকাশিত হতে পারে। যেমন- কলমটি হয় সবুজ, কলমটি নয় সবুজ।

বচন বচনও সদর্থক ও নঞর্থক উভয়রূপেই গন্য। যেমন- সকল কবি হয় দার্শনিক, কোনো কবি নয় দার্শনিক।





বাক্য ও বচন মধ্যে পার্থক্য কী?

আমরা যা বলি তাই হল মনের ভাব। সব বচনই বাক্য,কিন্তু সব বাক্যই বচন নয়। যেমন :- বাক্য - পাতাটি সবুজ।
বচন- পাতাটি হয় সবুজ।



বাক্য বাক্য হল কতকগুলি শব্দের সমষ্টি, যেগুলির দ্বারা মনের ভাব প্রকাশ করা যায়। যেমন- আমি পড়তে ভালোবাসি।

বচন বচন হল দুটি পদের মধ্যে কোনো একটি সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতি। যেমন - সকল মানুষ হয় মরণশীল।


বাক্য বাক্যের কোনো নির্দিষ্ট আকার নেই। একটি , দুটি এমনকি বহু শব্দ দিয়েও বাক্য হতে পারে। যেমন- (i) চল (ii) তুমি চল (iii) তুমি নিয়ে চল (iv) তুমি গাড়ি নিয়ে চল

বচন বচনের নির্দিষ্ট আকার আছে। যেমন - সকল মানুষ হয় মরণশীল।


বাক্য বাক্য বিভিন্ন প্রকারের হতে পারে। যেমন- জিজ্ঞাসাসূচক বাক্য, ঘোষক বাক্য, নির্দেশক বাক্য প্রভৃতি।

বচন বচন কেবলমাত্র ঘোষকবাচক হয়। ঘোষকবাচক ছাড়া আর অন্য কোনোপ্রকার বচনই গ্রাহ্য নয়।


বাক্য একটি বাক্য অতীত, বর্তমান, ভবিষ্যৎ - যে কোনো কালের বাক্য হতে পারে।

বচন বচন কেবলমাত্র বর্তমান কালের হয়।


বাক্য বাক্যের ক্ষেত্রে সর্বদা গুন ও পরিমানের উল্লেখ করার দরকার হয় না। যেমন - মানুষ মরণশীল।

বচন বচনে গুন পরিমান অবশ্যই উল্লেখ করতে হয়। যেমন- কোনো কোনো আম হয় মিষ্টি।


বাক্য বাক্য হলো অর্থ যুক্ত শব্দ বা শব্দের সমষ্টি।

বচন বচন হল দুটি পদের মধ্যে সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতি।


বাক্য বাক্যের দুটি অংশে থাকে। যথা -উদ্দেশ্য ও বিধেয়।

বচন বচনের চারটি অংশ থাকে। যথা- পরিমাণ, উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক।


বাক্য বাক্যের ক্ষেত্রে সত্য- মিথ্যার প্রশ্ন নেই।

বচন বচনে সত্য-মিথ্যা নির্ণয় এর প্রশ্ন থাকে।


বাক্য বাক্যের নঞর্থক চিহ্নটি বিধেয়র অংশ রূপে প্রকাশ পায়।

বচন বচনে নঞর্থক চিহ্নটি সংযোজকের অংশরূপে প্রকাশ পায়।


বাক্য বাক্যের ব্যাপ্তি বচন এর থেকে বেশি।

বচন বচন এর ব্যপ্তি বাক্যের থেকে কম।


বাক্য সব বচন বাক্য হয়।

বচন সব বাক্য বচন নয়।




difference between sentence proposition

What is the difference between proposition and sentence?

যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url