Ads

Philosophy Examination Test 2020

H.S. PHILOSOPHY

Philosophy Examination Test 2020

Philosophy Examination Test 2020



M.C.Q. Of 'Philosophy Examination Test 2020'

1) Logic শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে

a) Logos


b)Logus


c) Logiks


d) Logormachy


Answer is :- Logos



2) উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য হয়

a)সার্বিক সদর্থক বচন


b)বিশেষ সদর্থক বচনে


c) বিশেষ নঞর্থক বচনের


d)সার্বিক নঞর্থক বচনে


Answer is :- সার্বিক নঞর্থক বচনে



3) যুক্তির উপাদান বলতে বোঝায় যুক্তির

a) কাঠামোকে


b) আকারকে


c)বিষয়বস্তুকে


d) বাস্তবানুগতকে


Answer is :- বিষয়বস্তুকে



4) যুক্তির আকার বলতে বোঝায় তার

a) উপাদানকে


b) বিষয়কে


c)বাস্তবানুগত্যকে


d) কাঠামোকে


Answer is :- কাঠামোকে



Philosophy Examination 2020

5) "গোপাল সুন্দর" --এটি হলো

a)বাক্য


b) বচন


c) যুক্তি


d) অবধারণ


Answer is :- বাক্য



6) যে যুক্তির আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না তা হলো

a) আরোহ যুক্তি


b) অবরোহ যুক্তি


c) উপমা যুক্তি


d) সবগুলিই ঠিক


Answer is :- অবরোহ যুক্তি



7) যে যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য হতে পারে না , তা হল

a)বৈধ যুক্তি


b) অবৈধ যুক্তি


c)সাপেক্ষ যুক্তি


d) নিরপেক্ষ যুক্তি


Answer is :- অবৈধ যুক্তি



8) যে যুক্তিতে আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে, তা হল

a)আরোহ যুক্তি


b)বৈধ যুক্তি


c) অবৈধ যুক্তি


d) কোনোটিই নয়


Answer is :- বৈধ যুক্তি



9) যে যুক্তিতে আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে, তা হল

a) বৈধ যুক্তি


b)অবরোহ যুক্তি


c)আরোহ যুক্তি


d)a ও b উভয়ই


Answer is :- a ও b উভয়ই



10) আশ্রয়বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হতে পারে

a) বৈধ যুক্তিতে


b) অবৈধ যুক্তিতে


c)অবরোহ যুক্তিতে


d) a ও b উভয়ই ঠিক


Answer is :- অবৈধ যুক্তিতে



Philosophy Examination 2020

11) FESTINO মূর্তিটি বৈধ হয়

a) প্রথম সংস্থান


b) দ্বিতীয় সংস্থান


c) তৃতীয় সংস্থান


d)চর্তুথ সংস্থান


Answer is :- দ্বিতীয় সংস্থান



12) A বচন সত্য হলে বিপরীত বিরোধী বচনের সত্যমূল্য হবে

a) স্ববিরোধী


b)সত্য


c)মিথ্যা


d) অনিশ্চিত


Answer is :- মিথ্যা



13) 'p⊃q'এই যৌগিক বচনটি মিথ্যা হবে , যদি --

a) p মিথ্যা এবং q মিথ্যা হয়


b)p মিথ্যা এবং q সত্য হয়


c) p সত্য এবং q মিথ্যা হয়


d)p সত্য q সত্য হয়


Answer is :- p সত্য এবং q মিথ্যা হয়



Philosophy Examination 2020

14) শূন্য গর্ভ শ্রেনীর প্রথম প্রবক্তা কে ?

a) অ্যারিস্টটল


b)জর্জ বুল


c) রাসেল


d) জন ভেন


Answer is :- জন ভেন



15) অ্যারিস্টটল-এর মতে বচনের বিরোধিতা -

a) দুই প্রকার


b)তিন প্রকার


c)চার প্রকার


d)কোনোটিই নয়


Answer is :- দুই প্রকার



16) বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হলো

a) প্রকল্পিক বচন


b)নিরপেক্ষ বচন


c)স্ববিরোধী বচন


d)বৈকল্পিক বচন


Answer is :- নিরপেক্ষ বচন



17) ন্যায় অনুমানে যে পদ যুক্তি বাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম

a) পক্ষ পদ


b) সাধ্য পদ


c) হেতু পদ


d)কোনোটিই নয়


Answer is :- হেতু পদ



18) যে যৌগিক বচনে সত্যসারণীর সবকটি নির্বেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে

a) স্বতঃমিথ্যা


b)স্বতঃসত্য


c) আপতিক


d) বিশ্লেষক


Answer is :- স্বতঃসত্য



19) 'A SYSTEM OF LOGIC' গ্রন্থটির লেখক হলেন

a) কোপি


b)বেইন


c) জর্জ বুল


d) মিল


Answer is :- মিল



Philosophy Examination 2020

20) 'AN INTRODUCTION TO LOGIC' গ্রন্থের রচয়িতা হলেন

a)কান্ট


b) কোপি


c) হিউম


d) বুল


Answer is :- কোপি



Philosophy Examination 2020





যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর | তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য |

Philosophy Examination 2020

Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown February 11, 2021 at 5:55 PM

    লভে য়উ ব্র

Add Comment
comment url