Ads

ন্যায়ের আশ্রয়বাক্য বিচার ||অব্যাপ্য হেতুদোষ || সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে?

Philosophy

১) পাখিরা দ্বিপদ ও তাদের ডানা আছে | পাখিরাও দ্বিপদ ও তাদের ডানা আছে | সুতরাং , পরীরা পাখি |

উত্তর:- প্রধান আশ্রয়বাক্য :- "A" :- সকল পাখিp হয়   দ্বিপদ ও ডানাবিশিষ্ট M


অপ্রধান আশ্রয়বাক্য :- "A" :- সকল পরিS হয়   দ্বিপদ ও ডানাবিশিষ্ট M


          সিদ্ধান্ত :- "A" :-             সকল পরিS হয়   পাখিp

দোষ:- অব্যাপ্য হেতুদোষ |
বিচার :- যুক্তিটি অবরোহ অনুমানের অন্তর্গত ন্যায় অনুমানের দৃষ্টান্ত | যুক্তিটি অবৈধ এবং 'অব্যাপ্য হেতুদোষ' দুষ্ট | কারণ , বৈধতার নিয়মে বলা হয়েছে , হেতুপদটিকে দুটি আশ্রয়বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতেই হবে | কিন্তু এখানে হেতুপদ "দ্বিপদ ও ডানাবিশিষ্ট" প্রধান এবং অপ্রধান উভয় আশ্রয়বাক্যের A বচনের বিধেয়ে থাকায় ব্যাপ্য হয় নি | কারণ, A বচন কেবল উদ্দেশ্যকে ব্যাপ্য করে , বিধেয়কে নয় | ফলে যুক্তিটিতে 'অব্যাপ্য হেতুদোষ' ঘটেছে | তাই যুক্তিটি অবৈধ | সুতরাং , এটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত এবং AAA একটি অশুদ্ধ মূর্তি |

২) এই ন্যায়টি অবশ্যই বৈধ | কারণ , সব বৈধ ন্যায়ের মতো এতেও তিনটি পদ আছে |


উত্তর:-
প্রধান আশ্রয়বাক্য :- "A" :- সকল বৈধ ন্যায়P হয়   এমন যার তিনটি পদ আছেM


অপ্রধান আশ্রয়বাক্য :- "A" :- এই ন্যায়টি S হয়   এমন যার তিনটি পদ আছে M     


সিদ্ধান্ত :- "A" :-             এই ন্যায়টিS হয়   বৈধ ন্যায়P

দোষ:- অব্যাপ্য হেতুদোষ |
বিচার :- যুক্তিটি অবরোহ অনুমানের অন্তর্গত ন্যায় অনুমানের দৃষ্টান্ত | যুক্তিটি অবৈধ | কারণ , ন্যায় অনুমানের নিয়মে বলা হয়েছে , প্রতিটি বৈধ ন্যায়ের হেতুপদটিকে দুটি আশ্রয়বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতেই হবে | কিন্তু এখানে হেতুপদ 'এমন যার তিনটি পদ আছে' প্রধান এবং অপ্রধান উভয় আশ্রয়বাক্যেই A বচনের বিধেয়ে থাকায় ব্যাপ্য হয় নি | কারণ , A বচন বিধেয়কে ব্যাপ্য করে না | ফলে যুক্তিটিতে 'অব্যাপ্য হেতুদোষ' ঘটেছে | সুতুরাং , যুক্তিটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত এবং AAA একটি মূর্তি | তাই যুক্তিটি অবৈধ |

৩) সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে? উদাহরণসহ এর প্রকারগুলি লেখো |



উত্তর :-
সংক্ষিপ্ত ন্যায় :-
যে ন্যায় অনুমান কোনো অবয়ব উহ্য থাকে , তাকে সংক্ষিপ্ত ন্যায় বলে | এটি একটি অসম্পূর্ণ ন্যায় |
যেমন :- রাম সুখী , কারণ সে ধার্মিক |
এই সংক্ষিপ্ত ন্যায়্তির প্রধান আশ্রয়বাক্য উহ্য আছে | এই প্রধান আশ্রয়বাক্যটি যুক্ত করলে এটি একটি আদর্শ নিরপেক্ষ ন্যায়ে পরিনত হবে |
যেমন :-


প্রধান আশ্রয়বাক্য :-"A":- সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী
অপ্রধান আশ্রয়বাক্য :-"A" :- রাম হয় ধার্মিক
সিন্ধান্ত :- "A" :- রাম হয় সুখী


সংক্ষিপ্ত ন্যায়ের প্রকারভেদ:- সংক্ষিপ্ত ন্যায় তিন প্রকার হতে পারে |

  1. প্রথম পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়
  2. দ্বিতীয় পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়
  3. তৃতীয় পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়

1.প্রথম পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়:- সংক্ষিপ্ত ন্যায়ের প্রধান আশ্রয়বাক্যটি অপ্রকাশিত থাকে | যেমন:- রাম সুখী , কারণ সে ধার্মিক | এখানে সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী এই প্রধান আশ্রয়বাক্যটি উহ্য আছে | এটিকে যুক্ত করলে সম্পূর্ণ ন্যায় গঠন হয় |যেমন :-


প্রধান আশ্রয়বাক্য :-"A":- সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী
অপ্রধান আশ্রয়বাক্য :-"A" :- রাম হয় ধার্মিক
সিন্ধান্ত :- "A" :- রাম হয় সুখী

2.দ্বিতীয় পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায় :- সংক্ষিপ্ত ন্যায়ের অপ্রধান আশ্রয় বাক্যটি অপ্রকাশিত থাকে | যেমন :- রাম মরনশীল জীব ,কারণ সকল মানুষ মরনশীল জীব | এক্ষেত্রে রাম হয় একজন মানুষ --এই অপ্রধান আশ্রয়বাক্যটি উহ্য আছে | এটিকে যুক্ত করলে ন্যায়টির রূপ সম্পূর্ন হয় |যেমন :-

প্রধান আশ্রয়বাক্য :-"A":- সকল মানুষ হয় মরণশীল জীব
অপ্রধান আশ্রয়বাক্য :-"A" :- রাম হয় একজন মানুষ
সিন্ধান্ত :- "A" :- রাম হয় মরণশীল জীব।



3.তৃতীয় পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায় :- সংক্ষিপ্ত ন্যায়ের সিদ্ধান্ত উহ্য থাকে | যেমন :- সকল মানুষ মরণশীল জীব এবং রামও মানুষ | এক্ষেত্রে সিদ্ধান্ত রাম হয় মরণশীল জীব উহ্য আছে | এটিকে যুক্ত করলে সম্পূর্ণ ন্যায়ের গঠন হয় |যেমন :-

প্রধান আশ্রয়বাক্য :-"A":- সকল মানুষ হয় মরণশীল জীব
অপ্রধান আশ্রয়বাক্য :-"A" :- রাম হয় মানুষ
সিন্ধান্ত :- "A" :- রাম হয় মরণশীল।

অনেকে আবার চতুর্থ পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়ের উল্লেখ করেছেন |


সুতরাং যে,সংক্ষিপ্ত ন্যায়ে বৈধতা বিচার করার সময় বক্তার উদ্দেশ্য ভালো করে বুঝতে হবে তারপর ঐ অপ্রকাশিত বাক্যে বার করে প্রকাশিত করতে হবে |তাহলে সেটি একটি সম্পূর্ণ ন্যায়ের আকার ধারন করবে | তারপর ন্যয়ের নিয়ম অনুযায়ী বৈধতা বিচার করতে হবে |

* নিরপেক্ষ ন্যায়ের গঠন, categorical-syllogism.







Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown March 21, 2021 at 7:06 AM

    কোনো কোনো ব্যাঙ্ক অফিসার অধ্যাপক কেননা তারা এম-এ পাশ এবং সব অধ্যাপকই এম-এ পাশ

Add Comment
comment url