SAQ-2022
Philosophy Examination Suggestion 2022
S.A.Q. Of 'Philosophy Examination Suggestion 2022'
প্রশ্ন :- পদ কাকে বলে ?
উত্তর :- বচনের উদ্দেশ্য অথবা বিধেয়কে বলা হয় পদ ।
প্রশ্ন :- বাক্য থেকে কী সৃষ্টি হয় ?
উত্তর :- বাক্য থেকে বচন এর সৃষ্টি হয় ।
প্রশ্ন :- বিরোধানুমান কয় প্রকার ও কী কী ?
উত্তর :- চার প্রকার - i) বিপরীত বিরোধানুমান ii) অধীন-বিপরীত বিরোধানুমান iii) অসম বিরোধানুমান iv) বিরুদ্ধ বিরোধানুমান
প্রশ্ন :- বিবর্তনের নিয়ম কয়টি ?
উত্তর :- বিবর্তনের নিয়ম হল চারটি ।
প্রশ্ন :- বৈকল্পিক বচন কাকে বলে ?
উত্তর :- 'হয় ...অথবা' দিয়ে গঠিত বচনই হল বৈকল্পিক বচন ।
প্রশ্ন :- বচনের বিরোধিতা কি ?
উত্তর :- দুটি সমজাতীয় বচনের মধ্যে গুন , পরিমান অথবা উভয়ের বৈপরিত্যই বচনের বিরোধিতা ।
প্রশ্ন :- বিরধানুমাকে কোন ধরনের অনুমান বলা হয় ?
উত্তর :- বিরধানুমানকে অমাধ্যম অনুমান বলা হয় ।
প্রশ্ন :- যৌগিক যুক্তির বচনগুলি কিরূপ ?
উত্তর :- বচনগুলি হল সাপেক্ষ ও নিরপেক্ষ উভয়ই ।
প্রশ্ন :- অশূন্য শ্রেনি কী ?
উত্তর :- যে শ্রেনির বাস্তবে কমপক্ষে একজন সদস্য আছে , সেই শ্রেনি হল অশূন্য শ্রেনি ।
প্রশ্ন :- বিসংবাদী বচনের অন্য নাম কী ?
উত্তর :- বিসংবাদী বচনের অন্য নাম হল সবল বচন ।
প্রশ্ন :- অবিসংবাদী বচনের অন্য নাম কী ?
উত্তর :- অবিসংবাদী বচনের অন্য নাম হল দুর্বল বচন ।
প্রশ্ন :- পরিমাপক থাকে কোন বচনে ?
উত্তর :- পরিমাপক থাকে নিরপেক্ষ বচনে ।
প্রশ্ন :- দুটি পরস্পরচ্ছেদী শ্রেনি কয়টি উপশ্রেনিকে নির্দেশ করে ?
উত্তর :- দুটি পরস্পরচ্ছেদী শ্রেনি চারটি উপশ্রেনিকে নির্দেশ করে ।
প্রশ্ন :- কারণের গুণগত লক্ষণ কী ?
উত্তর :- কারণ হল কার্যের অপরিবর্তনীয় শর্তহীন নিয়ত পূর্ববর্তী ঘটনা ।
প্রশ্ন :- কার্য কাকে বলে ?
উত্তর :- কারণ যা ঘটায় তাই হল কার্য ।
প্রশ্ন :- মিশ্র যুক্তি কাকে বলে ?
উত্তর :- যে যুক্তিতে নিরপেক্ষ ও সাপেক্ষ উভয়প্রকার অবয়বই থাকে , তাকে বলে মিশ্র যুক্তি ।
প্রশ্ন :- মিশ্র যুক্তির অপর নাম কী ?
উত্তর :- মিশ্র যুক্তির অপর নাম যৌগিক যুক্তি ।
প্রশ্ন :- অপ্রধান হেতুবাক্যের অপর নাম কী ?
উত্তর :- অপ্রধান হেতুবাক্যের অপর নাম হল পক্ষবাক্য ।