Figures of Syllogism
ন্যায়ের অনুমানের সংস্থান (Figures of Syllogism)
Figures of Syllogism
1) ন্যায় অনুমানের সংস্থান কী ?
ন্যায়ের আশ্রয়বাক্য দুটিতে হেতুপদের অবস্থান অনুসারে ন্যায়ের যে আকার হয় , তাকেই ন্যায় অনুমানের সংস্থান বলে ।
*** ন্যায়ের সংস্থানের গঠন
i) ন্যায় অনুমানে দুটি আশ্রয়বাক্য থাকে ।
ii) দুটি আশ্রয়বাক্য হলো --
- প্রধান আশ্রয়বাক্য
- অপ্রধান আশ্রয়বাক্য
iii) এই দুটি আশ্রয়বাক্যের প্রত্যেকটিতে হেতুপদ (M) একবার করে থাকে ।
iv) প্রধান আশ্রয়বাক্যতে হেতুপদ উদ্দেশ্য কিংবা বিধেয় জায়গাতে থাকতে পারে ।
v) আবর অপ্রধান আশ্রয়বাক্যতে হেতুপদ উদ্দেশ্য কিংবা বিধেয় জায়গাতে থাকতে পারে ।
vi) দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে আসে ।
2) ন্যায় অনুমানের কয়টি সংস্থান থাকে ?
ন্যায় অনুমানের চারটি সংস্থান থাকে । যেমন --
- প্রথম সংস্থান
- দ্বিতীয় সংস্থান
- তৃতীয় সংস্থান
- চতুর্থ সংস্থান
প্রথম সংস্থান:- প্রথম সংস্থানে হেতুপদটি (M) প্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান আশ্রয়বাক্যের বিধেয় স্থানে থাকবে ।
M ________ P (প্রধান আশ্রয়বাক্য)
S ________ M (অপ্রধান আশ্রয়বাক্য)
S ________ P (সিদ্ধান্ত)
প্রধান আশ্রয়বাক্য:- "A": সকল M হয় P
অপ্রধান আশ্রয়বাক্য:- "A": সকল S হয় M
সিদ্ধান্ত:- "A": সকল S হয় P
দ্বিতীয় সংস্থান:- দ্বিতীয় সংস্থানে হেতুপদটি (M) প্রধান আশ্রয়বাক্যের বিধেয় স্থানে এবং অপ্রধান আশ্রয়বাক্যের বিধেয় স্থানে থাকবে ।
P ________ M (প্রধান আশ্রয়বাক্য)
S ________ M (অপ্রধান আশ্রয়বাক্য)
S ________ P (সিদ্ধান্ত)
প্রধান আশ্রয়বাক্য:- "A": সকল P হয় M
অপ্রধান আশ্রয়বাক্য:- "O": কোনো কোনো S নয় M
সিদ্ধান্ত:- "O": কোনো কোনো S নয় P
তৃতীয় সংস্থান:- তৃতীয় সংস্থানে হেতুপদটি (M) প্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে থাকবে ।
M ________ P (প্রধান আশ্রয়বাক্য)
M ________ S (অপ্রধান আশ্রয়বাক্য)
S ________ P (সিদ্ধান্ত)
প্রধান আশ্রয়বাক্য:- "I": কোনো কোনো M হয় P
অপ্রধান আশ্রয়বাক্য:- "A": সকল M হয় S
সিদ্ধান্ত:- "I": কোনো কোনো S হয় P
চতুর্থ সংস্থান:- চতুর্থ সংস্থানে হেতুপদটি (M) প্রধান আশ্রয়বাক্যের বিধেয় স্থানে এবং অপ্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে থাকবে ।
P ________ M (প্রধান আশ্রয়বাক্য)
M ________ S (অপ্রধান আশ্রয়বাক্য)
S ________ P (সিদ্ধান্ত)
প্রধান আশ্রয়বাক্য:- "A": সকল P হয় M
অপ্রধান আশ্রয়বাক্য:- "E": কোনো M নয় S
সিদ্ধান্ত:- "E": কোনো S নয় P
Figures of Syllogism (দর্শন)
3) বৈধ মূর্তি কয়টি ও কী কী ?
বৈধ মূর্তি হলো - ১৯ টি ।
প্রথম সংস্থান চারটি :-
BARBARA
(AAA)
CELARENT
(EAE)
DARII
(AII)
FERIO
(EIO)
দ্বিতীয় সংস্থান চারটি :-
CESARE
(EAE)
CAMESTRES
(AEE)
FESTINO
(EIO)
BAROCO
(AOO)
তৃতীয় সংস্থান ছয়টি:-
DARAPTI
(AAI)
DISAMIS
(IAI)
DATISI
(AII)
FELAPTON
(EAO)
BOCARDO
(OAO)
FERISON
(EIO)
চতুর্থ সংস্থান পাঁচটি :-
BRAMANTIP
(AAI)
CAMENES
(AEE)
DIMARIS
(IAI)
FESAPO
(EAO)
FRESISON
(EIO)