Ads

philosophy of inclusive education || philosophy suggestion 2021

philosophy of inclusive education

Philosophy Test (দর্শনের পরীক্ষা)





M.C.Q. Of 'Philosophy'

1) কারণ কখন আসে ?





2) কার্য কখন আসে ?





3) 'আমি যত হাঁটি , আমার তত ঘাম হয় । অতএব হাঁটাই আমার ঘাম হওয়ার কারণ' -- এই অনুমানের সিদ্ধান্তটি নিঃসৃত হয়





4) শক্তির অবিনশ্বরতার সূত্রটি হল





5) "গুনের দিক থেকে কারণ হল কার্যের অব্যবহিত , শর্তন্তার্হীন, অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমানের দিক থেকে কারণ হল কার্যের সমান ।" -- একথা কে বলেছেন





6) 'জোয়ারের পর ভাটা আসে , সুতরাং জোয়ার ভাটার কারণ' --- এখানে অনুসৃত পদ্ধতিটি হল





7) কারণ হল --





8) মিলের পাঁচটি পদ্ধতির মধ্যে মৌলিক পদ্ধতি কয়টি ?





9) মিলের পদ্ধতিগুলি কোন সূত্রের ওপর পতিষ্ঠিত ?





10) অপনয় সূত্র কয়টি ?





11) অপসারণ সূত্রগুলির ভিত্তি কী ?





12) তৃতীয় অপনয় সূত্রের ভিত্তি হল





13) অপনয় সূত্র কী ?





14) মিল কোন পদ্ধতিকে শ্রেষ্ঠ আরোহ পদ্ধতি বলেছেন ?





15) 'আমার কলমটিতে কালি থাকলে লেখা হয় , আর না থাকলে লেখা হয় না । সুতরাং কালিই হল লেখার কারণ' -- এখানে পদ্ধতিটি কী ?





16) মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবল দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হল





17) 'গ্রাম থেকে পুলিশ চৌকি উঠে যাবার পরই দুষ্কৃতিদের ক্রিয়াকলাপ বেড়ে গেছে' -- এখানে প্রযুক্ত পদ্ধতি হল





18) 'অফিসের কোষাধ্যক্ষ সরে পড়ার পরই টাকাপয়সাও উধাও হয়েছে' --- এখানে ব্যবহৃত পদ্ধতি কী ?





19) দুটি ঘটনার সহপরিবর্তন হল





20) 'সমাজে বেকারত্ব বাড়ার সঙ্গে সঙ্গে অপরাধ ও বাড়ে' -- এখানে যে পদ্ধতির প্রয়োগ করা যায় , তা হল








philosophy of inclusive education

যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ
Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown March 4, 2022 at 3:04 PM

    Very helpful....
    Thanks..

Add Comment
comment url