Ads

Distribution Rule | ব্যাপ্যতার নিয়ম কী ?

Rule of Distribution

Rule of Distribution (ব্যাপ্যতার নিয়ম)





ব্যাপ্যতার কথা কেন আমরা মনে রাখব ?

উত্তর:- ব্যাপ্যতার কথা আমরা মনে রাখব তার কারণ হল নিরপেক্ষ বচন চারটি রয়েছে । সেই বচনগুলি মধ্যে কোন বচন কোন কোন পদ পূর্ণ ব্যক্তর্থ গ্রহণ করছে, না কি আংশিক ব্যক্তর্থ গ্রহণ করছে তা দেখার জন্য ব্যাপ্যতা জানা প্রয়োজন ।



ব্যাপ্য কী ?

উত্তর:- যে পদে পূর্ণ ব্যক্তর্থের উল্লেখ থাকে , তাকে ব্যাপ্য বলে ।

যেমন:-
সকল মানুষ



অব্যাপ্য কী ?

উত্তর:- যে পদে আংশিক ব্যক্তর্থের উল্লেখ থাকে , তাকে অব্যাপ্য বলে ।

যেমন:-
কোনো কোনো মানুষ



ব্যাপ্যতার নিয়মগুলি কী কী ?

উত্তর:- ব্যাপ্যতার নিয়মগুলি হল :-
✇ সামান্য বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে ।

✇ নঞর্থক বচন বিধেয় পদকে ব্যাপ্য করে ।



নিরপেক্ষ বচন
উদ্দেশ্য পদ
বিধেয় পদ
সামান্য-সদর্থক বচন (A)
ব্যাপ্য
অব্যাপ্য
সামান্য-নঞর্থক বচন (E)
ব্যাপ্য
ব্যাপ্য
বিশেষ-সদর্থক বচন (I)
অব্যাপ্য
অব্যাপ্য
বিশেষ-নঞর্থক বচন (O)
অব্যাপ্য
ব্যাপ্য


Memorial word of Distributions

ব্যাপ্যতার কথা মনে রাখা সহজ উপায় কী ?

উত্তর:- নিরপেক্ষ বচনের কোন পদ কাকে ব্যাপ্য করে, তা মনে রাখার সুবিধার জন্য একটি অর্থহীন সাঙ্কেতিক শব্দকে মনে রাখতে হয় । সেই শব্দটি হল - AsEbInOp (আসেবিনপ)

এই শব্দটির মধ্যে যে চারটি Capital Letter আছে , সেগুলি চারটি হল নিরপেক্ষ বচন । অর্থাৎ-


A - সামান্য-সদর্থক বচন , E - সামান্য-নঞর্থক বচন , I -বিশেষ-সদর্থক বচন , O -বিশেষ-নঞর্থক বচন
(এইগুল বচন)



আর যেগুলি Small Letter আছে, সেগুলি হল বচনগুলির ব্যাপ্যতাকে চিহ্নিত করে । অর্থাৎ -


s = Subject (উদ্দেশ্য)

b = Both Subject and Predicate (উদ্দেশ্য ও বিধেয় উভয়ই)

n = None of Subject or Predicate (উদ্দেশ্য ও বিধেয় - কোনোটিই নয়)

p = Predicate (বিধেয়)



AsEbInOp অর্থ কি ?

AsEbInOp = A(s) = Subject (উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে) + E(b) = Both Subject and Predicate (উদ্দেশ্য ও বিধেয় উভয়ই পদকে ব্যাপ্য করে) + I(n) = None of Subject or Predicate (উদ্দেশ্য ও বিধেয় - কোনো পদই ব্যাপ্য নয়) + O(p) = Predicate (বিধেয় পদকে ব্যাপ্য করে)



Rule-of-Distributions

distribution rule

distribution rule in philosophy

যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url