categorical proposition || নিরপেক্ষ বচনগুলির কোন পদ কাকে ব্যাপ্য করে
নিরপেক্ষ বচন ( Proposition )
Q 1 : নিরপেক্ষ বচনগুলির কোন পদ কাকে ব্যাপ্য করে উদাহরণ-সহ আলোচনা করো ।
উত্তর :-নিরপেক্ষ বচন কয়টি আছে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে ।
নিরপেক্ষ বচন হল মোট চার প্রকার । যথা -
(i)"A" বচন ।
(ii)"E" বচন ।
(iii)"I" বচন ।
(iv)"O" বচন ।
কোন বচন কোন পদকে ব্যাপ্য করে ।
আবার কোন বচন কোন পদকে ব্যাপ্য করে না অর্থাৎ অব্যাপ্য করে ।
"A" বচনের ব্যাপ্যতা:-
"A" বচন : সকল মানুষ হয় মরণশীল ।
A বচন সামান্য বচন না বিশেষ বচন ?
👉 A বচন হল সামান্য বচন ।
A বচন সদর্থক বচন না নঞর্থক বচন ?
👉 A বচন হল সদর্থক বচন ।
"A" বচন কোন পদকে ব্যাপ্য করে ।
আবার কোন পদকে ব্যাপ্য করে না অর্থাৎ অব্যাপ্য করে ।
A বচন শুধু উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে থাকে । বিধেয় পদকে ব্যাপ্য করে না অর্থাৎ অব্যাপ্য করে । এখানে উদ্দেশ্য পদ হল - মানুষ (S) । মানুষ পদকে ব্যাপ্য করেছে । বিধেয় পদ হল - মরণশীল (P) । মরণশীল পদকে ব্যাপ্য করে নি অর্থাৎ অব্যাপ্য করেছে ।
"E" বচনের ব্যাপ্যতা:-
"E" বচন : কোনো পাখি নয় পশু ।
E বচন সামান্য বচন না বিশেষ বচন ?
👉 E বচন হল সামান্য বচন ।
E বচন সদর্থক বচন না নঞর্থক বচন ?
👉 E বচন হল নঞর্থক বচন ।
"E" বচন কোন পদকে ব্যাপ্য করে ।
আবার কোন পদকে ব্যাপ্য করে না অর্থাৎ অব্যাপ্য করে ।
E বচন উদ্দেশ্য ও বিধেয় উভয় পদকে ব্যাপ্য করে থাকে । উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে আবার বিধেয় পদকেও ব্যাপ্য করে । এখানে উদ্দেশ্য পদ হল - পাখি (S) । পাখি পদকে ব্যাপ্য করেছে । বিধেয় পদ হল - পশু (P) । পশু পদকেও ব্যাপ্য করেছে ।
"I" বচনের ব্যাপ্যতা:-
"I" বচন : কোনো কোনো আম হয় মিষ্টি ।
I বচন সামান্য বচন না বিশেষ বচন ?
👉 I বচন হল বিশেষ বচন ।
I বচন সদর্থক বচন না নঞর্থক বচন ?
👉 I বচন হল সদর্থক বচন ।
"I" বচন কোন পদকে ব্যাপ্য করে ।
আবার কোন পদকে ব্যাপ্য করে না অর্থাৎ অব্যাপ্য করে ।
I বচন উদ্দেশ্য ও বিধেয় উভয় পদকে ব্যাপ্য করে না । উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে নি আবার বিধেয় পদকেও ব্যাপ্য করে নি । এখানে উদ্দেশ্য পদ হল - আম (S) । আম পদকে ব্যাপ্য করে নি । বিধেয় পদ হল - মিষ্টি (P) । মিষ্টি পদকেও ব্যাপ্য করে নি ।
"O" বচনের ব্যাপ্যতা:-
"O" বচন : কোনো কোনো মানুষ নয় সৎ ।
O বচন সামান্য বচন না বিশেষ বচন ?
👉 O বচন হল বিশেষ বচন ।
O বচন সদর্থক বচন না নঞর্থক বচন ?
👉 O বচন হল নঞর্থক বচন ।
"O" বচন কোন পদকে ব্যাপ্য করে ।
আবার কোন পদকে ব্যাপ্য করে না অর্থাৎ অব্যাপ্য করে ।
O বচন শুধুমাত্র বিধেয় পদকে ব্যাপ্য করে । উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে নি কিন্তু বিধেয় পদকে ব্যাপ্য করে । এখানে উদ্দেশ্য পদ হল - মানুষ (S) । মানুষ পদকে ব্যাপ্য করে নি । বিধেয় পদ হল - সৎ (P) । সৎ পদকে ব্যাপ্য করে ।
categorical proposition in Bengali
*** "A" বচন : সকল মানুষ হয় মরণশীল ।
পরিমানক | উদ্দেশ্য পদ | সংযোজক | বিধেয় পদ |
---|---|---|---|
*** "E" বচন : কোনো পাখি নয় পশু ।
পরিমানক | উদ্দেশ্য পদ | সংযোজক | বিধেয় পদ |
---|---|---|---|
*** "I" বচন : কোনো কোনো আম হয় মিষ্টি ।
পরিমানক | উদ্দেশ্য পদ | সংযোজক | বিধেয় পদ |
---|---|---|---|
*** "O" বচন : কোনো কোনো মানুষ নয় সৎ ।
পরিমানক | উদ্দেশ্য পদ | সংযোজক | বিধেয় পদ |
---|---|---|---|