DELED Bangla mcq question and answer (Primary Basic Training)
DELED Bangla mcq question and answer (Primary Basic Training)
M.C.Q. Of 'Bangla'
1) "শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ" - কথাটি কার ?
2) "শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ" - কোন প্রবন্ধের উদ্ধৃতি ?
3) শিশুর আত্মপ্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম
4) মাতৃভাষা শিক্ষার মূল লক্ষ্যকে কভাগে ভাগ করা যায়?
5) "জাতীয় পাঠক্রমের রূপরেখা" - কোন খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল ?
6) "শিক্ষার অধিকার আইন" - কোন খ্রিস্টাব্দে গৃহীত হয় ?
7) মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্যকে প্রধানত কয়ভাগে ভাগ করতে পারি?
8) প্রকাশধর্মী দক্ষতা কীসের সাহায্যে বোঝা যায় ?
9) গ্রহণধর্মী দক্ষতা কীসের সাহায্যে বোঝা যায় ?
10) কোন পদ্ধতিতে শিশু শিক্ষার্থীদের ভাষা শিক্ষাদান বাঞ্ছনীয় ?
11) যুক্ত ব্যঞ্জন কখন শেখাতে হবে ?
12) শব্দানুক্রমিক পদ্ধতির বৈশিষ্ট্য কী ?
13) যুক্ত বর্ণের কী কী বৈশিষ্ট্য নিয়ে অবহিত হওয়া দরকার ?
14) অভিনয় পদ্ধতিকে কাজে লাগানোর জন্য কী ধরনের প্রস্তুতির দরকার ?
15) অনুকরণ পদ্ধতির মূল সমস্যা কোথায় ?
16) অনুবন্ধ পদ্ধতির মূল বিষয় কী ?
17) আলোচনা পদ্ধতিতে আলোচনা কার কার সঙ্গে ?
18) গল্প কথন পদ্ধতির সাফল্য কীভাবে আসে ?
19) কোন ধরনের শব্দ নিয়ে আলোচনা হবে ?
20) কোঠারি কমিশন ভাষাশিক্ষার ক্ষেত্রে ত্রিভাষা সূত্র (Three-Language-formula) কত সালে উপস্থিত করেছিল ?
PTT (Primary Teachers Training)
যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।