OPPOSITION OF PROPOSITION PART-3 | বচনের বিরোধিতা ও বিরূপতা
Opposition Of Proposition (বচনের বিরোধিতা)
তর্কবিদ্যায় বিরোধিতার অর্থ কী?
উত্তর:- তর্কবিদ্যায় বিরোধিতার অর্থ হলো বচনের বিরোধিতা।
বচনের বিরোধিতা কাকে বলে ?
উত্তর:- যদি দুটি বচনের একই উদ্দেশ্য ও একই বিধেয় থাকে, কিন্তু তাদের মধ্যে গুন ও পরিমাণ উভয় দিক থেকেই পার্থক্য থাকে তাহলে বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বলে বচনের বিরোধিতা।
বচনের বিরোধিতায় কীরূপ পার্থক্য দেখা যায় ?
উত্তর:- গুন ও পরিমানের পার্থক্য দেখা যায়।
বচনের বিরোধিতা কয় প্রকার ?
উত্তর:- বচনের বিরোধিতা চার প্রকার।
বচনের বিরোধিতার প্রকারভেদ কী কী ?
উত্তর:- (i) বিপরীত বিরোধিতা (ii) অধীন বিপরীত বিরোধিতা (iii) অসম বিরোধিতা (iv) বিরুদ্ধ বিরোধিতা
তর্কবিদ্যায় দুটি সমজাতীয় বচন কী হবে ?
উত্তর:- উদ্দেশ্য ও বিধেয় এক হবে।
বচনের বিরোধিতার জন্য কোন বচনের প্রয়োজন ?
উত্তর:- নিরপেক্ষ বচন।
বচনের বিরোধিতার জন্য কয়টি বচন প্রয়োজন ?
উত্তর:- বচনের বিরোধিতার জন্য দুটি নিরপেক্ষ বচন প্রয়োজন।
অ্যারিস্টটল কী স্বীকার করেননি ?
উত্তর:- অসম বিরোধিতাকে স্বীকার করেননি।
দুটি সামান্য বচনের মধ্যে কোন বিরোধিতার সম্বন্ধ হয় ?
উত্তর:- বিপরীত বিরোধিতা সম্বন্ধ স্থাপন হয়।
বিপরীত বিরোধিতা কাকে বলে ?
উত্তর:- একই উদ্দেশ্য ও একই বিধেয়যুক্ত দুটি সার্বিক(সামান্য) বচনের মধ্যে যদি গুনের পার্থক্য থাকে, তাহলে ওই দুটি বচনের মধ্যবর্তী সম্বন্ধকে বিপরীত বিরোধিতা বলে।
কোন কোন বচনের মধ্যে বিপরীত বিরোধিতা সম্বন্ধ হয় ?
উত্তর:- A ও E বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ হয়।
বিপরীত বিরোধিতার একটি উদাহরণ দাও।
উত্তর:- L.F. "A": সকল শিশু হয় সরল।
L.F. "E": কোনো শিশু নয় সরল।
দুটি বিশেষ বচনের মধ্যে কোন বিরোধিতার সম্বন্ধ হয় ?
উত্তর:- অধীন-বিপরীত বিরোধিতা সম্বন্ধ স্থাপন হয়।
অধীন-বিপরীত বিরোধিতা কাকে বলে ?
উত্তর:- একই উদ্দেশ্য ও বিধেয়বিশিষ্ট দুটি বিশেষ বচন যখন কেবল গুনের দিক থেকে পৃথক হয়, তখন তাদের পারস্পরিক সম্বন্ধকে বলা হয় অধীন-বিপরীত বিরোধিতা।
কোন কোন বচনের মধ্যে অধীন-বিপরীত বিরোধিতা সম্বন্ধ হয় ?
উত্তর:- I ও O বচনের মধ্যে অধীন-বিপরীত বিরোধিতার সম্বন্ধ হয়।
অধীন-বিপরীত বিরোধিতার একটি উদাহরণ দাও।
উত্তর:- L.F. "I": কোনো কোনো মানুষ হয় পাগল।
L.F. "O": কোনো কোনো মানুষ নয় পাগল।
অসম বিরোধিতা কাকে বলে?
উত্তর:- একই উদ্দেশ্য, বিধেয় ও গুন থাকা সত্ত্বেও যখন দুটি নিরপেক্ষ বচন পরিমানের দিক থেকে পৃথক হয়, তখন তাদের পারস্পরিক সম্বন্ধকে অসম বিরোধিতার সম্বন্ধ বলা হয় ।
কোন কোন বচনের মধ্যে অসম বিরোধিতা সম্বন্ধ হয় ?
উত্তর:- (i) A , I এবং (ii) E , O বচনের মধ্যে অসম বিরোধিতার সম্বন্ধ হয়।
অসম বিরোধিতা উদাহরণ দাও।
উত্তর:- L.F. "A": সকল মানুষ হয় স্বার্থপর।
L.F. "I": কোনো কোনো মানুষ হয় স্বার্থপর।
L.F. "E": কোনো মানুষ নয় কবি।
L.F. "O": কোনো কোনো মানুষ নয় কবি।
বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে?
উত্তর:- একই উদ্দেশ্য ও বিধেয়বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচন যখন গুন ও পরিমাণ উভয় দিক থেকেই পৃথক হয়, তখন তাদের পারস্পরিক সম্বন্ধকে বলে হয় বিরুদ্ধ বিরোধিতা।
কোন কোন বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতা সম্বন্ধ হয় ?
উত্তর:- (i) A , O এবং (ii) E , I বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ হয়।
বিরুদ্ধ বিরোধিতা উদাহরণ দাও।
উত্তর:- L.F. "A": সকল শিক্ষক হয় জ্ঞানী।
L.F. "O": কোনো কোনো শিক্ষক নয় জ্ঞানী।
L.F. "E": কোনো মানুষ নয় অমর।
L.F. "I": কোনো কোনো মানুষ হয় অমর।
বচনের বিরোধিতা নিয়ম ও বৈশিষ্ট্য
বচনের বিরোধিতা MCQ