Ads

গুন অনুসারে বচনের শ্রেণীবিভাগ কর।

গুন অনুসারে বচনের শ্রেণীবিভাগ কর।

গুন অনুসারে বচনের শ্রেণীবিভাগ কর।





গুন অনুসারে বচনের শ্রেণীবিভাগ কর।

উত্তর:- বচনের গুন বলতে বোঝায় যে বচনটির মধ্যে কি স্বীকার বা অস্বীকার করা হচ্ছে তা পরিষ্কারভাবে বলাকে বোঝায়। অর্থাৎ বচনটির বিধেয়র উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা।

যদি বচনটি স্বীকার করা বোঝায় তাহলে সেই বচনটি হবে সদর্থক বচন

আর যদি বচনটি অস্বীকার করা বোঝায় তাহলে সেই বচনটি হবে নঞর্থক বচন



গুন অনুসারে বচনকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি?

উত্তর :- গুন অনুসারে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি।
যথা-
i) সদর্থক (Affirmative) বা হ্যাঁ-বাচক।
ii) নঞর্থক (Negative) বা না-বাচক।



সদর্থক বচনে চিহ্ন কোনটিকে বলা হয়?

উত্তর:- সদর্থক চিহ্ন হয় / হন বলা হয়।



নঞর্থক বচনে চিহ্ন কোনটিকে বলা হয়?

উত্তর:- নঞর্থক চিহ্ন নয় / নন বলা হয়।



একটি বচনের মধ্যে কয়টি পদ থাকে ও কি কি?

উত্তর:- একটি বচনের মধ্যে দুটি পদ থাকে।
যথা-
i) উদ্দেশ্য পদ এবং
ii) বিধেয় পদ

উদ্দেশ্য পদ:- L.F "A": সকল মানুষ হয় মরণশীল জীব।

বিধেয় পদ:- L.F "E": কোনো মানুষ নয় অমর



গুন কোনটি দ্বারা নির্ধারিত হয়?

উত্তর:- গুনটি সংযোজক দ্বারা নির্ধারিত হয়।
সংযোজক হল - হয় এবং নয়



সদর্থক বচন বলতে কি বোঝো?

উত্তর:- যে বচনে বিধেয় পদটি উদ্দেশ্য পদটির সম্পর্কে কোনো কিছু স্বীকার করে, তাকে সদর্থক বচন বলে।

যেমন:- L.F "A": সকল মানুষ হয় মরণশীল জীব।
L.F "I": কোনো কোনো মানুষ হয় সৎ।

এখানে দুটি বচন সদর্থক বচন। কারণ- প্রথম এবং দ্বিতীয় বচনটিতে গুন রয়েছে "হয়"। অর্থাৎ প্রথম বচনটিতে 'মরনশীলতা' গুনটি সকল মানুষ সম্পর্কে স্বীকার করা হয়েছে। মানে বিধেয় পদটি উদ্দেশ্য পদের সম্পর্কে কিছু স্বীকার করেছে।

দ্বিতীয় বচনটিতে 'সততা' গুনটি কোনো কোনো মানুষ সম্পর্কে স্বীকার করা হয়েছে। মানে বিধেয় পদটি উদ্দেশ্য পদের সম্পর্কে কিছু স্বীকার করেছে।



নঞর্থক বচন বলতে কি বোঝো?

উত্তর:- যে বচনে বিধেয় পদটি উদ্দেশ্য পদটির সম্পর্কে কোনো কিছু অস্বীকার করে, তাকে নঞর্থক বচন বলে।

যেমন:- L.F "E": কোনো মানুষ নয় পূর্ণ জীব।
L.F "O": কোনো কোনো মানুষ নয় সৎ।

এখানে দুটি বচন নঞর্থক বচন। কারণ- প্রথম এবং দ্বিতীয় বচনটিতে গুন রয়েছে "নয়"। অর্থাৎ প্রথম বচনটিতে 'পূর্ণতা' গুনটি সকল মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। মানে বিধেয় পদটি উদ্দেশ্য পদের সম্পর্কে কিছু অস্বীকার করেছে।

দ্বিতীয় বচনটিতে 'সততা' গুনটি কোনো কোনো মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। মানে বিধেয় পদটি উদ্দেশ্য পদের সম্পর্কে কিছু অস্বীকার করেছে।



সদর্থক ও নঞর্থক বচনের কয়েকটি উদাহরণ দাও।

উত্তর:- L.F "A": সকল বাদুড় হয় স্তন্যপায়ী প্রাণী। - এখানে বচনটিতে সংযোজকটি হল- "হয়" । অর্থাৎ , গুন - সদর্থক বচন।

L.F "I": কোনো কোনো কবি হয় ভাবুক। - এখানে বচনটিতে সংযোজকটি হল- "হয়" । অর্থাৎ , গুন - সদর্থক বচন।

L.F "E": কোনো নিরাপদ বস্তু নয় উত্তেজক বস্তু। - এখানে বচনটিতে সংযোজকটি হল- "নয়" । অর্থাৎ , গুন - নঞর্থক বচন।

L.F "O": কোনো কোনো মানুষ নয় ভুতে বিশ্বাসী। - এখানে বচনটিতে সংযোজকটি হল- "নয়" । অর্থাৎ , গুন - নঞর্থক বচন।

L.F "A": সকল মানুষ হয় অ-পূর্ণ জীব। - এখানে বচনটিতে সংযোজকটি হল- "হয়" । অর্থাৎ , গুন - সদর্থক বচন।

L.F "A": সকল অ-দার্শনিক হয় কবি। - এখানে বচনটিতে সংযোজকটি হল- "হয়" । অর্থাৎ , গুন - সদর্থক বচন।







Classification of Proposition according to Quality

Classification of propositions according to Quality in Philosophy

যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url