Cyclone Gulab -গুলাব ঘূর্ণিঝড় ধেয়ে আসছে আপনারা কী কী সতর্কতা নেবেন জেনেনিন
Cyclone Gulab -গুলাব ঘূর্ণিঝড় ধেয়ে আসছে আপনারা কী কী সতর্কতা নেবেন জেনেনিন
কন্ট্রোল রুম খোলা থাকবে শনিবার রাত ১২ টায়
কয়েকদিন ধরে টানা বৃষ্টি ফলে জীবনযাত্রা দুষ্কর হয়ে ওঠেছে। শুনা যাচ্ছে যে আগামীকাল সাইক্লোন গুলাব আসছে (Cyclone Gulab)। এর জন্য কী কী সতর্কতা নেবেন - জমা জলে ইলেক্ট্রিক তার পড়ে থাকলে আপনার ওখানে যাবেন না। বা আপনারা থাকবেন না।
বেশিভাগই ইলেক্ট্রিক তার পড়ার ফলে বহু মানুষের প্রাণ চলে গেছে। মনে রাখবেন এর থেকে দূরে থাকবেন।
শনিবার রাত ১২ টায় থেকে কন্ট্রোল রুম খোলা থাকবে। পুলিশের পাশাপাশি থাকবে দমকল , কেএমসি,পিডব্লুডি।
মৎস্য জীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বিভাগের তরফ থেকে।
ওড়িশা উপকুলের কাছাকাছি আসবে।
আবহাওয়া দপ্তর থেকে শোনা যায় যে , নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়। পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়। রবিবার থেকে দক্ষিনবঙ্গে আবার বৃষ্টিপাত হবে। আজ বিকেলের মধ্যেই সাইক্লোনের সম্ভবনা আছে। আপনারা সতর্ক থাকবেন।
মৎস্যজীবিরা সতর্কত থাকবেন
শনিবার ভারী বৃষ্টির সম্ভবনা আছে। তাই দক্ষিনবঙ্গের সমস্ত জেলাতে জানানো হচ্ছে যে আপনারা সমুদ্রে যাবেন না ঘরে থাকবেন। আপনারা প্রয়োজনীয় জিনিস কাছে রাখবেন যেমন খাবার,ওষধ,জল ,পোষাক।
নবান্ন নির্দেশ দিয়েছে যে শহরে যাতে কোনোভাবেই জল না জমে থাকে।
ঘর-বাড়ির সব দরজা,জানালা বন্ধ রাখবেন। কাঁচা বাড়ি বা ভাঙা বাড়িতে আর ভাঙা পাকা বাড়িতে থাকবেন না। যদি কোনো ভালো বাড়ি না পান তাহলে আগেই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র বা নিকতর্বর্তী পাকা বাড়িতে আশ্রয় নিবেন। শহরে কোনো জায়গাতে জল না জমে তার নির্দেশ দিয়েছ নবান্ন।
সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের
মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে যে - সমুদ্রে যাওয়া নিষেধ।