পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ কর।
পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ কর।
পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ কর।
উত্তর:- কোনো বচনের পরিমাণ বলতে বোঝায় বিধেয় শ্রেনিটির উদ্দেশ্য সম্পর্কে সামান্য বা বিশেষ ভাবে স্বীকার বা অস্বীকার করাকে বলা হয় পরিমাণ।
পরিমাণ অনুসারে বচনকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি?
উত্তর:- পরিমাণ অনুসারে বচনকে দুটি শ্রেনিতে ভাগ করা যায়।
যথা-
i) সামান্য বা সার্বিক বচন (Universal) এবং ii) বিশেষ বচন (Particular)
সার্বিক বা সামান্য (Universal) কোন বচনগুলিকে বলা হয়?
উত্তর:- সার্বিক বা সামান্য বচন হল - A এবং E বচন।
বিশেষ কোন বচনগুলিকে বলা হয়?
উত্তর:- বিশেষ বচন হল - Iএবং O বচন।
বচন কোনটি দ্বারা নির্ধারিত হয়?
উত্তর:- বচন সামান্য, না বিশেষ তা নির্ধারিত হয় বচনটির উদ্দেশ্যের পরিমাণের উপর।
কীভাবে বুঝব কোনটা সদর্থক বচন বা নঞর্থক বচন?
উত্তর:- সদর্থক বা নঞর্থক বচনকে চেনার জন্য সংযোজকটাকে দেখেই বুঝব যে এটা সদর্থক না নঞর্থক বচন।
যেমন-
সকল মানুষ হয় মরণশীল জীব। - এখানে হয় আছে তাই এটা হবে সদর্থক বচন।
কোনো মানুষ নয় অমর। - এখানে নয় আছে তাই এটা হবে নঞর্থক বচন
সামান্য বচন কাকে বলে?
উত্তর:- যে বচনে বিধেয় পদটি সমগ্র উদ্দেশ্য সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে, তাকে সার্বিক বা সামান্য বচন বলে।
অর্থাৎ, বচনের উদ্দেশ্যের সম্পর্ণ ব্যাক্তার্থকে গ্রহণ করা হয়, তাকে সামান্য বচন বলে।
যেমন- সকল মানুষ হয় মরণশীল জীব।
কোনো মানুষ নয় অমর।
এখানে প্রথম উদাহরণে বিধেয় পদটি হল - 'মরণশীলতা (মরণশীল জীব)' কথাটা বলা হচ্ছে সকল মানুষের প্রতি কিছু স্বীকার করা হয়েছে।
দ্বিতীয় উদাহরণে বিধেয় পদটি হল - 'অমরত্ব (অমর)' কথাটা বলা হচ্ছে সকল মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে।
বিশেষ বচন কাকে বলে?
উত্তর:- যে বচনে বিধেয় পদটি কিছু অনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে, তাকে বিশেষ বচন বলে।
অর্থাৎ, বচনের উদ্দেশ্যের আংশিক ব্যাক্তার্থকে গ্রহণ করা হয়, তাকে বিশেষ বচন বলে।
যেমন- কোনো কোনো মানুষ হয় কবি।
কোনো কোনো মানুষ নয় সৎ।
এখানে প্রথম উদাহরণে বিধেয় পদটি হল - 'কবিত্ব (কবি)' কথাটা বলা হচ্ছে কোনো কোনো মানুষের প্রতি কিছু স্বীকার করা হয়েছে।
দ্বিতীয় উদাহরণে বিধেয় পদটি হল - 'সততা (সৎ)' কথাটা বলা হচ্ছে কোনো কোনো মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে।
বচনটি কীভাবে চিনার উপায় আছে?
উত্তর:- বচনটিকে চিনার উপায় হল- পরিমানককে দেখে। অর্থাৎ, সকল, কোনো, কোনো কোনো।
A বচনে পরিমানক ব্যবহার করা হয়- সকল।
E বচনে পরিমানক ব্যবহার করা হয়- কোনো।
I বচনে পরিমানক ব্যবহার করা হয়- কোনো কোনো।
O বচনে পরিমানক ব্যবহার করা হয়- কোনো কোনো।
সকল মানুষ হয় মরণশীল জীব।
কোনো মানুষ নয় অমর।
কোনো কোনো মানুষ হয় সৎ।
কোনো কোনো ছাত্র নয় বুদ্ধিমান।